ShOrna'S Dairy

ShOrna'S Dairy DANgeR zoNE

বাস্তবতা তার উল্টোটা🥀
09/05/2025

বাস্তবতা তার উল্টোটা🥀

True🥀
08/05/2025

True🥀

Studio ghibli 🫰🏻❤️🥺
07/05/2025

Studio ghibli 🫰🏻❤️🥺

🤷🏻‍♀️🙆🏻‍♀️
23/02/2025

🤷🏻‍♀️🙆🏻‍♀️

এভাবে কেউ বললো না কোনোদিন!🤧 Cos2🥲
20/11/2023

এভাবে কেউ বললো না কোনোদিন!🤧 Cos2🥲

19/11/2023

সাইকিয়াট্রিস্ট: পেশা কী আপনার?
ভদ্রলোক: আমি একটি ব্যাংকের অ্যাকাউন্ট্যান্ট।

সাইকিয়াট্রিস্ট: আপনার স্ত্রী কী করেন?
ভদ্রলোক: সে কিছু করে না, গৃহিণী।

সাইকিয়াট্রিস্ট: সকালের নাশতা কে বানায়?
ভদ্রলোক: আমার স্ত্রী, কারণ সে কিছু করে না।

সাইকিয়াট্রিস্ট: সকাল কয়টায় ওঠেন আপনার স্ত্রী?
ভদ্রলোক: ভোর পাঁচটার দিকেই উঠে যায় সে, ঘরদোর ঝাড়ু দিয়ে তারপর নাশতা বানাতে হয়। এ কিছু না, কারণ সে কোনো কাজ করে না।

সাইকিয়াট্রিস্ট: বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে হয় না?
ভদ্রলোক: হয়। আমার স্ত্রী নিয়ে যায়, নিয়ে আসেও সে-ই। কারণ, সে কিছু করে না।

সাইকিয়াট্রিস্ট: বাচ্চাদের স্কুলে দিয়ে আপনার স্ত্রী ওখানেই বসে থাকেন?
ভদ্রলোক: না না। ওখানে বসে থাকলে বাজার করবে কে? বাজার শেষ করে বাড়ি যায় সে, ওগুলো রাঁধে, জামাকাপড় ধোয়। আপনাকে তো বললামই, সে কিছু করে না।

সাইকিয়াট্রিস্ট: সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে, কী করেন আপনি?
ভদ্রলোক: বিশ্রাম নিই। কারণ, সারাদিনের কাজের ধকলে শরীর আর কুলিয়ে ওঠে না।

সাইকিয়াট্রিস্ট: আপনার স্ত্রী কী করেন তখন?
ভদ্রলোক: নাশতা তৈরি করে, বাচ্চাদের খাওয়ায়, আমাকে খাওয়ায়, বাচ্চাদের পড়তে বসায়, তারপর রাতের খাবার রাঁধে। রাতের খাওয়া শেষে থালাবাটি ধুয়ে, তারপর বাচ্চাদের ঘুম পাড়াতে নিয়ে যায়। এসব করতে তার সমস্যা হয় না, কারণ সে কোনো কাজ করে না।

সাইকিয়াট্রিস্ট: এবার আপনার সমস্যাটি আবার বলুন আমাকে। আমি কী করতে পারি দেখি।

ভদ্রলোক: কাজ শেষে ঘরে ফিরে স্ত্রীর বেকার জীবনের সুখ দেখে আমি মানসিকভাবে ভেঙে পড়ছি জনাব। এ কি স্বাভাবিক ঈর্ষাকাতরতা? নাকি কোনো রোগ?

সাইকিয়াট্রিস্ট: এ অসুস্থতা। এর নিরাময় খুবই সহজ, যদি আমার প্রেসক্রিপশন অনুসরণ করেন। আগামী দু'সপ্তাহ্‌ আপনি কাজ থেকে একটু আগে বেরুবেন, তারপর আমার দেওয়া এই তালিকার মানুষগুলোর সবাইকে, দৈনিক একজন করে খুঁজে বের করে, তাঁদের কাজ মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। সবার কাজ দেখা শেষ হলে, আমার কাছে আসবেন আপনি আবার, যদি আসার প্রয়োজন আছে মনে করেন, তো। এই নিন তালিকাটি:
১ম দিন- ক্লিনিকের নার্স
২য় দিন- রেস্তোরাঁর রাঁধুনি
৩য় দিন- কাজের আয়া
৪র্থ দিন- অফিসের পিয়ন
৫ম দিন- স্কুলের শিক্ষক
৬ষ্ঠ দিন- হোটেলের ওয়েটার
৭ম দিন- পাড়ার ধোপা
৮ম দিন- শিশুদের ন্যানি
৯ম দিন- স্কুলবাসের ড্রাইভার
১০ম দিন- বাড়ির দারোয়ান
১১ম দিন- ওল্ডহোমের কাউন্সেলর
১২ম দিন- হাসপাতালের চিকিৎসক
১৩ম দিন- বাজার করা
কাজের লোক
১৪ম দিন- আশ্রয়দাত্রী মা

০২.
দু'সপ্তাহ্‌ পরে ভদ্রলোক আর আসেননি সাইকিয়াট্রিস্টের চেম্বারে।

০৩.
যে-কাজে অসুস্থতার ছুটি নেই, যে-কাজে সাপ্তাহিক বন্ধ নেই, যে-কাজে দৈনিক ৮ ঘণ্টার নিয়ম নেই, যে-কাজে রাতদিন ২৪ ঘণ্টা অন-কল হাজিরা দিতেই হয়, সেই সনদ-বিহীন কাজটির সাহায্য পেয়েই আমরা প্রত্যেকটি মানুষ আজ এই পর্যন্ত আসতে পেরেছি জীবনে।

"আপনি কোনো কাজ করেন, নাকি স্রেফ হাউজওয়াইফ?"- ন্যূনতম শিক্ষা থাকলে, এই প্রশ্নটি করবেন না আজকের পর থেকে।

- সংগৃহীত

True!Money is everything 💪🏻
18/11/2023

True!
Money is everything 💪🏻

সংসারী মেয়েরা যেসবে আটকায়🥹
18/11/2023

সংসারী মেয়েরা যেসবে আটকায়🥹

In Bangladesh teachers don't call us by name They call us by saying "এইযে চশমা, লাস্ট বেঞ্চের আগের জন,রোল একের পাশের টা,...
18/11/2023

In Bangladesh teachers don't call us by name They call us by saying
"এইযে চশমা, লাস্ট বেঞ্চের আগের জন,রোল একের পাশের টা, দুই ঝুটি, সাদা স্কার্ফ :)🙂

16/11/2023

বিয়ে করলেন, বউ আপনার ঘরে আসল। তার জন্মেরও আগে মহান আল্লাহ তার রিযিক লিখেছেন। বিয়ের মাধ্যমে আপনি তার রিযিকের যিম্মাদারী নিয়েছেন! তার রিযিক আপনার হাত দিয়ে আসবে।🌸

অটোমেটিক আপনার ইনকাম বাড়বে। ইনকামে বরকত হবে। কেননা আপনার স্ত্রীর রিযিক আপনার হাতে আল্লাহ দিবেনই দিবেন। আর স্ত্রী যদি সৌভাগ্যবতী হয় তাহলে তো কথাই নাই। তার ভাগ্যের সাথে সাথে আপনার জীবনও বদলে যাবে!🖤

- কালেক্টেড

16/11/2023

ফ্রেন্ডকে বলেছিলাম,"আমার পার্সোনাল ব্যাপারে নাক গলানোর অধিকার তোর নেই।"
And guess what? কি রিপ্লাই আসছে?
"আমি কার পার্সোনাল ব্যাপারে নাক গলাবো তা বলার বা নাক গলানোর অধিকার তুই রাখিস না"🙂

Appreciate your loved ones by having time😊
16/11/2023

Appreciate your loved ones by having time😊

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when ShOrna'S Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share