Family Lifestyle

Family Lifestyle আল্লাহ রহম করুন
(10)

রক্তের সম্পর্ক অনেকের সাথেই থাকে।কিন্তুু বিপদে তারাই পাশে থাকে যারা আপন জন।স্বার্থছাড়া বিপদে যারা পাশে থাকে। মনে রাখবেন ...
14/08/2025

রক্তের সম্পর্ক অনেকের সাথেই থাকে।কিন্তুু বিপদে তারাই পাশে থাকে যারা আপন জন।স্বার্থছাড়া বিপদে যারা পাশে থাকে। মনে রাখবেন তারাই একমাত্র স্বার্থ ছাড়াই আপনজন।তবে এই পৃথিবীতে মানুষ চেনা সবচেয়ে কঠিন কাজ।

13/08/2025

দীর্ঘ এক বছর ধরে কেন তার পিছনে ঘ্যান ঘ্যান করলাম।

তুমি আছ বলেই আমার জীবন টা সুন্দর। তুমি আমার জীবনে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। ❤️❤️
12/08/2025

তুমি আছ বলেই আমার জীবন টা সুন্দর। তুমি আমার জীবনে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। ❤️❤️

12/08/2025

বেতন পেয়ে ছেলে মেয়ের আবদার পূরণ করলাম।

ইনশাআল্লাহ সুদিন একদিন ফিরে আসবে।
11/08/2025

ইনশাআল্লাহ সুদিন একদিন ফিরে আসবে।

বাবা ছেলের সুন্দর মূহুর্ত।
10/08/2025

বাবা ছেলের সুন্দর মূহুর্ত।

আমার সুখের দিন গুলো কেন যে হারিয়ে যাচ্ছে। নিজেই তার উত্তর খুঁজে পাই না। আমাদের অঢেল টাকা নেই,বিশাল বাড়ি নেই।কিন্তুু ঘর ভ...
09/08/2025

আমার সুখের দিন গুলো কেন যে হারিয়ে যাচ্ছে। নিজেই তার উত্তর খুঁজে পাই না। আমাদের অঢেল টাকা নেই,বিশাল বাড়ি নেই।কিন্তুু ঘর ভরা, আর তার হ্রদয় উজাড় করা ভালো বাসা ছিল। কিন্তুু সময়ের সাথে সাথে সেই ভালো বাসাটাও হারিয়ে যাচ্ছে। আমি কখনো তার কাছে অঢেল বিলাসিতা কিংবা কোন জিনিস চাই নি।আজও চাই না। কারণ সম্পদ কখনোই মানুষকে সুখী করতে পারেনা।বাড়িতে গেলে আমাদের শান্তিতে থাকার মতো একটা ঘরও নেই। তবুও কখনো তাকে জোর করিনা,আফসোস ও করিনা।কারণ এই মানুষ টা আমাকে পাগলের মতো ভালো বাসে।সে হয়তো কখনো প্রকাশ করে না। কিন্তুু আমি জানি সে কতটা আপন।যে মানুষ টা ভালো বাসি বলেই না।আজ সেই মানুষটার মুখে যখন শুনি আমি ছাড়া নাকি তার জীবন অচল হয়ে পড়বে।তখন নিজের মনে জমে থাকা সকল অভিমান ভালো বাসা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ

08/08/2025

পুরাতন জিনিস নতুন করে সাজলাম।নাকি নিজের ব্যর্থতা ঢাকলাম।

এই দিন গুলো অনেক রঙিন ছিল। কতদিন হলো শাড়ি পরিনা।।স্নো দেয় না, ঠিক করে চুল ও আঁচড়ায় না।আর ভালো লাগে না। মনে হয় জীবন থেকে ...
07/08/2025

এই দিন গুলো অনেক রঙিন ছিল। কতদিন হলো শাড়ি পরিনা।।স্নো দেয় না, ঠিক করে চুল ও আঁচড়ায় না।আর ভালো লাগে না। মনে হয় জীবন থেকে সব রং হারিয়ে গেছে। এখন আর আনন্দের গান শোনা হয় না।বিরহের গান গুলো কখন জানি প্রিয় হয়ে উঠেছে।অনেকেই প্রশ্ন করে এত দুঃখ কিসের।কিন্তুু আমি জানি না কেন বিরহের গান এত ভালো লাগে। প্রিয় মানুষ অনেক কেয়ার করে,যত্ন করে।কিন্তু তার বাহিরেও অনেক মানুষ থাকে।যারা আমার জীবন টা কে নরক বানিয়ে ফেলছে।

জীবনে বন্ধু, বলে,, আপন বলে,যাদের বিপদে পাশে দাঁড়িয়েছি।দিন শেষে সবচেয়ে বড় ক্ষতি তারাই করেছে।তাই আজ থেকে, এই মূহুর্তে থেকে...
07/08/2025

জীবনে বন্ধু, বলে,, আপন বলে,যাদের বিপদে পাশে দাঁড়িয়েছি।দিন শেষে সবচেয়ে বড় ক্ষতি তারাই করেছে।তাই আজ থেকে, এই মূহুর্তে থেকে, মনকে স্থির করে নিলাম।যাদের জন্য কষ্ট পেয়েছি।বিপদে পড়েছি।আমার কষ্টের রুজি গুলো যারা অন্যায় ভাবে খেয়ে ফেলেছেন।তাদের সাথে কোন সম্পর্ক নাই।দয়াকরে কখনো, কোনদিন, আমাদের আসে পাশে আসবেন না।ওই ওপরে আল্লাহ আছে না।তার কাছে বিচার দিলাম। ওনি শ্রেষ্ঠ বিচারক।

মাঝে মাঝে অনেক বেশি হতাশ হয়ে পড়ি।তবে প্রিয় মানুষ কে নিয়ে নয়।কারণ সে আছে বলেই আমি ভালো আছি। ভালো না থাকার কারণ যে পাশের ম...
06/08/2025

মাঝে মাঝে অনেক বেশি হতাশ হয়ে পড়ি।তবে প্রিয় মানুষ কে নিয়ে নয়।কারণ সে আছে বলেই আমি ভালো আছি। ভালো না থাকার কারণ যে পাশের মানুষ টি হয়। তা কিন্তুু নয়।স্যাড পোস্ট দিলেই যে, সেই স্যাড থাকার জন্য এই মানুষ দায়ী তা নয়।কারণ এই মানুষটা আমার জীবনে বেষ্ট।শত কষ্টে সবসময় পাশে পেয়েছি।

Address

Seroil
Rajshahi
6200

Alerts

Be the first to know and let us send you an email when Family Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category