04/07/2025
মহরম ২০২৫-র তারিখ
ভারতে, ২৬ জুন চাঁদ দেখা গেছে এবং মসজিদ-এ-নাখোদা মারকাযী রুইয়াতে-হিলাল কমিটি ঘোষণা করে ইসলামিক নববর্ষের প্রথম দিন ২৭ জুন (শুক্রবার) থেকে শুরু হবে। ফলে এবছর মহরম পালিত হবে ৬ জুলাই, রবিবার। অর্থাৎ ৫ জুলাই শনিবার পালন হবে জাগরণ রাত।
নবী কারিম (সা.) বলেন, ‘আমি আশাবাদী যে, আশুরার রোজার কারণে আল্লাহ তাআলা অতীতের এক বছরের (সগিরা) গুনাহ ক্ষমা করে দেবেন। ’ (সহিহ মুসলিম, হাদিস : ১/৩৬৭; জামে তিরমিজি, হাদিস : ১/১৫৮)