Stitch & Style by Sadia

Stitch & Style by Sadia Hi friends, Here I am Going show All types of Dress making, Cutting and Stitching✂️.So Please Stay with me.

04/07/2025

মহরম ২০২৫-র তারিখ
ভারতে, ২৬ জুন চাঁদ দেখা গেছে এবং মসজিদ-এ-নাখোদা মারকাযী রুইয়াতে-হিলাল কমিটি ঘোষণা করে ইসলামিক নববর্ষের প্রথম দিন ২৭ জুন (শুক্রবার) থেকে শুরু হবে। ফলে এবছর মহরম পালিত হবে ৬ জুলাই, রবিবার। অর্থাৎ ৫ জুলাই শনিবার পালন হবে জাগরণ রাত।
নবী কারিম (সা.) বলেন, ‘আমি আশাবাদী যে, আশুরার রোজার কারণে আল্লাহ তাআলা অতীতের এক বছরের (সগিরা) গুনাহ ক্ষমা করে দেবেন। ’ (সহিহ মুসলিম, হাদিস : ১/৩৬৭; জামে তিরমিজি, হাদিস : ১/১৫৮)

26/06/2025

অনেকদিন বংশে কোনো বিয়ে হয়না। কেন হয়না ভাবতে গিয়ে দেখি সিরিয়াল এখন আমার।🙂

26/06/2025

Hype ছাড়া তেমন কিছুই না 😅 দাম নিয়েছে ১০০ টাকা, সর্বোচ্চ ৭০-৮০ টাকা দাম ঠিক ছিলো!

যাদের সুগার নিয়ে সমস্যা আছে তারা এটা থেকে দূরে থাকেন 😅


Let’s review Savoy Discone Icecream 🤓 Savoy Ice Cream fans ゚

21/06/2025

পুরো‌ ফেইসবুক পানিতে হলুদ মিশাইয়া তান্ডব করিয়া সেভয় এর ডিসকোণ আইসক্রিম খাইতেসে।

13/06/2025

আমি নিজের আত্মসম্মান মেইনটেইন করার ব্যাপারে যত্নশীল থেকেছি। নিজেকে নিজে যেটুকু ছোট করে রাখি, তা মূলত আমার বিনয়। অন্যকেউ আমাকে কোন ভাবে ছোট করে দেখলে, তাকে আমি তাচ্ছিল্য হিসেবে বিবেচনা করি। এবং যত দ্রুত সম্ভব সেসব মানুষ থেকে দূরে সরে আসি।

যারা আমাকে অশ্রদ্ধার চোখে দেখবে; যেকোন কৌশলে আমি তাদের দৃষ্টির বাইরে চলে যাই। প্রতিশোধ নেওয়ার ইচ্ছে আমার নেই। কারণ শাস্তির চেয়ে ক্ষমা মহৎ।🖤

Address

Atrai Rajshahi
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stitch & Style by Sadia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category