Imroj Ahmad Emon

Imroj Ahmad Emon পেছনে পেছনে সমালোচনা তো সবাই করে কিন্তু যখন শত্রুর মুখেও প্রশংসা শুনি তখন খুব ভালো লাগে,,,🤠🖤

রাতের ট্রেন, যাত্রীভর্তি কামরা, কোলাহলের ফাঁকে একটা কোণায় শুয়ে আছেন এক মা—মাটির ওপর পাতলা কাপড় বিছানো, পাশে ঘুমিয়ে দুই শ...
28/07/2025

রাতের ট্রেন, যাত্রীভর্তি কামরা, কোলাহলের ফাঁকে একটা কোণায় শুয়ে আছেন এক মা—মাটির ওপর পাতলা কাপড় বিছানো, পাশে ঘুমিয়ে দুই শিশু সন্তান। কোনো বিছানা নেই, মাথার নিচে বালিশ নেই, তবু মায়ের বুকটাই যেন সবচেয়ে নিরাপদ আশ্রয়। যেন হাজারো অনিশ্চয়তার মধ্যেও শান্তির একটা ছোট্ট দ্বীপ তৈরি করেছেন।
এই দৃশ্য শুধু দরিদ্রতা নয়, বরং আমাদের তথাকথিত "সভ্য সমাজের" এক নির্মম প্রতিচ্ছবি।
জীবন কতটা কঠিন হতে পারে, তা এই চিত্র না দেখলে শুধু কথায় বোঝানো যায় না। মা নিশ্চয়ই সারাদিনের পরিশ্রম আর ক্লান্তির কাছে হেরে গেছেন। তবু তাঁদের মুখে কোনো অভিযোগ নেই—শুধু আছে সহ্য আর আশ্রয় হয়ে থাকার অদম্য শক্তি।
আমরা কি আদৌ সভ্য হয়ে উঠেছি? বড় বড় কথায়, শহুরে আলোয়, দালানে, তথাকথিত উন্নয়নের বাহারেই কি সব প্রগতি থেমে আছে? যারা আজো পায়ে হাঁটে, ঘুমায় মেঝেতে,জীবন যাপন করে অনিশ্চয়তার মাঝে তারা আমাদের সমাজে কোথায়?
হয়তো সব বদলানো সম্ভব নয়।
তবুও স্বপ্ন দেখি—একদিন এমন ছবি শুধু অতীতের ইতিহাসে থাকবে, আর কোনো মা-কে তাঁর শিশুকে নিয়ে ট্রেনের মেঝেতে রাত কাটাতে হবে না।
একদিন এই পৃথিবীটা সব শিশুদের জন্য একটু নরম হবে, একটু নিরাপদ হবে, একটু বেশি মানবিক হবে।

ঢাকাগামী কক্সবাজার ট্রেনের শেষের বগি, ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেএকা বসে কান্নাকাটি করছে কোচটি সময়: বিকাল ৩ টা বেজে ১০...
28/07/2025

ঢাকাগামী কক্সবাজার ট্রেনের শেষের বগি, ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে
একা বসে কান্নাকাটি করছে কোচটি
সময়: বিকাল ৩ টা বেজে ১০ মিনিট

চোখ বন্ধ করলেই পাখিদের চিৎকার শুনতে পাওয়া যায়😰
22/07/2025

চোখ বন্ধ করলেই পাখিদের চিৎকার শুনতে পাওয়া যায়😰

17/11/2024

ব্লেড এর ইতিহাস অনেকের অজানা তাই জেনে নিন ব্লেড কেন একি রকম হয়ে থাকে

17/11/2024

হিমি আপুকে প্রশ্ন করাই নিলয় ভাই ক্ষেপে গেছে 🤣🤣🤣🤣

08/11/2024

Address

Bhoktiarpur, Durgapur
Rajshahi
6240

Alerts

Be the first to know and let us send you an email when Imroj Ahmad Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imroj Ahmad Emon:

Share

Category