PURE HOME | বিশ্বস্ত পণ্যের সমাহার
খাঁটি ঘরে তৈরি গুড়, পুষ্টিগুণসমৃদ্ধ মধু, দেশি ঘি, সরিষার তেল ও রাজশাহীর বিখ্যাত আম।
তাজা • নিরাপদ • স্বাদে নিশ্চিত
অর্ডার করতে:
📩 Inbox / WhatsApp: 01837-242208 আমি লাবিব।
আমি বর্তমানে মিরগন্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন শিক্ষার্থী। আমার বাড়ি রাজশাহী জেলা থেকে প্রায় ৪০ কিলোমিটার ভেতরে, বাঘা থানার মিরগন্জ এলাকার একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে।
গ্রাম বাংলার মাট
িতে বেড়ে ওঠা একজন তরুণ হিসেবে ছোটবেলা থেকেই দেখেছি—কিভাবে পরিশ্রম, সততা ও বিশ্বাস দিয়ে মানুষ নিজের জীবন গড়ে তোলে। পড়াশোনার পাশাপাশি, নিজেদের বাপ-চাচাদের হাতে তৈরি খাঁটি ও দেশীয় পণ্য নিয়ে কাজ করছি, যাতে গ্রামবাংলার বিশুদ্ধতা ও বিশ্বাস শহরের মানুষের কাছেও পৌঁছে দেওয়া যায়।
PURE HOME শুধুমাত্র একটি পেজ নয়—এটি আমার স্বপ্ন, আমার দায়বদ্ধতা। এখানে প্রতিটি পণ্য সততার সাথে বাছাই করা, নিজের পরিবারের জন্য যেভাবে ভালো পণ্য নির্বাচন করা হয়, ঠিক সেই একই বিশ্বাস নিয়ে।
আমার লক্ষ্য একটাই—
একজন সৎ, বিশ্বস্ত এবং দায়িত্ববান উদ্যোক্তা হিসেবে মানুষের আস্থা অর্জন করা।
আপনাদের বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি।
PURE HOME – বিশ্বস্ত পণ্যের সমাহার