কৃষি কথা/Krishi Kotha

কৃষি কথা/Krishi Kotha কৃষিভিত্তিক বিভিন্ন তথ্য, সেবা ও পরামর্শ প্রদান
আধুনিক কৃষি উদ্যোক্তা
(1)

লালশাকের দাম নেই! মাএ ৮-১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে! প্রচুর পরিমাণে লস!
15/09/2025

লালশাকের দাম নেই! মাএ ৮-১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে! প্রচুর পরিমাণে লস!

জমির পানি কিছুটা কমতে শুরু করেছে। ধান গাছগুলো জানান দিতে শুরু করেছে এখানেই শেষ নয় আবারও মাথা উঁচু করে দাঁড়াতে হবে, ফলা...
02/09/2025

জমির পানি কিছুটা কমতে শুরু করেছে। ধান গাছগুলো জানান দিতে শুরু করেছে এখানেই শেষ নয় আবারও মাথা উঁচু করে দাঁড়াতে হবে, ফলাতে হবে সোনালী ধান ! যেটুকু অবশিষ্ট আছে সেখান থেকেই নতুন শুরু হোক।

কৃষি কথার ক্যামেরায় ছবিটি ধারণ করা হয়েছে রাজশাহী পবা উপজেলার দারুশার বড়বিলে !

01/09/2025

#আপনারা_মুলা_কিভাবে_আবাদ_করবেন

দোআঁশ ও বেলে দোআঁশ মাটি মুলা চাষের জন্য সবচেয়ে ভাল। অধিক পরিমাণ জৈব সার ও প্রয়োজনীয় রাসায়নিক সার ব্যবহার করে অধিকাংশ উঁচু জমির মাটিতে এর চাষ করা যায়
#এভারেস্ট/ #কেটিএক্স_৭২৬/ #এক্সএল_৩৫/ #কারিশমা_৩৩ #হোয়াইট_গোল্ড_৪০/ #সুফলা_৪০/ #চায়না_৩৫/ #আরএক্স_৩৫/ / #হোয়াইট_চাম্পিয়ন_৩৭/ #এসআরটি_১১/ #তাসাকীসান/ #পিংকী/ #দ্রুতি/ #হোয়াইট_কিং/ #এসকিউ_৩৫/ #হোয়াইট_টপ

#বীজ_বপনের_সময়ঃ
মুলা আবাদের উপযুক্ত সময় আশ্বিন থেকে কার্তিক মাস (মধ্য-সেপ্টেম্বর থেকে মধ্য-নভেম্বর) মুলার বীজ বপন করা যায়।

১ মুলা বীজ ১ সে: মি: গভীরতা বপন করতে হবে।
২ সারি থেকে সারি দুরত্ব ৩০ সে: মি:
৩ বীজ থেকে বীজ ১৫ সে: মি:

৪ শতক প্রতি ২০ গ্রাম বীজ (মুলা করলে)
৫ শতক প্রতি ১২০ গ্রাম বীজ (শাক হিসাবে)

সাধারণত মুলার বীজ ছিটিয়ে বপন করা হয়। কিন্তু বীজ সারিতে বপন করা ভাল।

#সার_ব্যবস্থাপনা
প্রতি শতকে
গোবর ৪৫ কেজি
ইউরিয়া ১২০০ গ্রাম
টিএসপি ১০০০ গ্রাম
এমওপি ৯০০ গ্রাম
বোরন ৪০ গ্রাম

শেষ চাষের সময় সবটুকু গোবর সার, টিএসপি, বোরন, এবং ইউরিয়া ও এমপি সারের অর্ধেক জমিতে সমানভাবে ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে ।

গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য জমি আগাছামুক্ত রাখতে হবে।

বীজ বোনার ১৫-২০ দিন পর থেকে শাক এবং ৩৫-৪০ দিনের মধ্যে মুলা খেতে হয়।

30/08/2025

#ছাদে_চালকুমড়া_চাষ — ঘরে বসেই তাজা সবজি ও বাড়তি আয়

চালকুমড়া একটি জনপ্রিয় ও পুষ্টিকর সবজি। সঠিক যত্ন নিলে ছাদেই সহজে চাষ করা যায় এবং খুব অল্প সময়ে প্রচুর ফলন পাওয়া সম্ভব।
#পরামর্শ_ও_পরিচর্যা
১। চালকুমড়ার গাছ ঝুরঝুরে ও উর্বর মাটিতে সবচেয়ে ভালো জন্মে।
২। বাগানের দো-আঁশ মাটি ও গোবর সার বা কম্পোস্ট
৩। ভালো মানের ও রোগমুক্ত বীজ বেছে নিন।
৪। নিয়মিত পানি দিন তবে পানি জমে না থাকে সে দিকে খেয়াল রাখুন
৫। পোকার আক্রমণে নিম তেল স্প্রে করতে হবে
৬। রোপণের ৬০–৭০ দিনের মধ্যে গাছে ফুল আসতে শুরু করে।
৭। স্ত্রী ফুলে হাতে করে পরাগায়ন করলে ফলন অনেক বেড়ে যায়।
৮। পর্যাপ্ত রোদ, পানি ও সার পেলে প্রতিটি গাছে একাধিক চালকুমড়া ধরে
#যারা_ছাদকৃষি শুরু করতে চান তাদের জন্য চালকুমড়া চাষ হতে পারে একটি দারুণ উদ্যোগ।
#ছাদকৃষি #চালকুমড়া #সবজি_চাষ #কৃষক

আলহামদুলিল্লাহ লাল শাক অনেক সুন্দর হয়েছে
30/08/2025

আলহামদুলিল্লাহ
লাল শাক অনেক সুন্দর হয়েছে

আলহামদুলিল্লাহ  আগাম জাতের কেরালা সিমের ফুল ধরা শুরু করেছ
29/08/2025

আলহামদুলিল্লাহ
আগাম জাতের কেরালা সিমের ফুল ধরা শুরু করেছ

অনেক ভালো ফলন হয়েছে,দাম ও ভালো
28/08/2025

অনেক ভালো ফলন হয়েছে,দাম ও ভালো

পেঁপে গাছের পাতা কোকড়ানোর কারণ ও প্রতিকার কি?
28/08/2025

পেঁপে গাছের পাতা কোকড়ানোর কারণ ও প্রতিকার কি?

আলহামদুলিল্লাহ! বাজারজাতকরণের জন্য কাটা হলো!
27/08/2025

আলহামদুলিল্লাহ! বাজারজাতকরণের জন্য কাটা হলো!

 #ধানের_পাতা_মোড়ানো_পোকা_দমনে_করনীয়ঃ১।   #সর্ব_প্রথমে_করণীয় প্রতি পাঁচ শতক জমিতে একটি করে শুকনো ডাল বা বাঁশের কঞ্চি দ...
26/08/2025

#ধানের_পাতা_মোড়ানো_পোকা_দমনে_করনীয়ঃ

১। #সর্ব_প্রথমে_করণীয় প্রতি পাঁচ শতক জমিতে একটি করে শুকনো ডাল বা বাঁশের কঞ্চি দিয়ে পার্চিং করতে হবে।
২ । #উক্ত_পার্চিং এ যেন পোকা খাদক পাখিগুলো বসতে পারে সেই অনুকূল পরিবেশ রাখতে হবে।
৩ । #আক্রমণের_মাত্রা বেশি হলে সাকসেস অথবা মর্টার যে কোন একটি কীটনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করে দিবেন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ।

আরিফুল ইসলাম
কৃষি উদ্যোক্তা

আলহামদুলিল্লাহ!রাজশাহী পবা উপজেলা কৃষি অফিসার আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম স্যার , আমার গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজতলা পরিদর্শ...
24/08/2025

আলহামদুলিল্লাহ!
রাজশাহী পবা উপজেলা কৃষি অফিসার আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম স্যার , আমার গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজতলা পরিদর্শন ও পরামর্শ প্রদান করেন !

পলিথিন দিয়ে পেঁয়াজের চারার বেড করে ঢেকে দেওয়া হল
23/08/2025

পলিথিন দিয়ে পেঁয়াজের চারার বেড করে ঢেকে দেওয়া হল

Address

Rajshahi
6210

Telephone

+8801784006249

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষি কথা/Krishi Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কৃষি কথা/Krishi Kotha:

Share