
06/08/2024
তিতা হলেও সত্যি গণভবন থেকে যারা লুটপাট করলেন তারা বুঝাই দিলেন সুযোগ পাইলে আপনারাও ওদের মতোই দেশটাকে খাইতেন।কোনো পার্থক্য নাই!
আর এখন যারা ভাংচুর করতেছেন ভুলে যাইয়েন না এসব আমাদের ট্যাক্সেই গড়ে উঠেছিল। খালি গদি কিন্তু কম ভয়ঙ্কর না! বিজয়ের এক ঘন্টা পার না হতেই দেশের যে পরিমাণ ক্ষতি করলেন, আপনারা কিভাবে দেশ রক্ষা করবেন? আমার তো মনে হয় দেশ স্বাধীন হয়নি আরো ধংস হইছে।
গণভবন থেকে যে যা নিয়ে আসলেন, কালকে গিয়ে ফেরত দিয়ে আসেন, পারবেন না???
এটুকু সৎ নিজে না হলে একজন সৎ নেতা পাবেন এমন আশা কইরেন না!!
ড. শফিকুল ইসলাম মাসুদ।
সাবেক কেন্দ্রীয় সভাপতি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।