
18/10/2023
AI- Artificial Intelligence (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির অগ্রগতিতে অনেক এগিয়ে গেছে!
বর্তমান বিশ্বের প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনায় এক বিরাট অংশ দখল করে নিয়েছে AI.
AI প্রযুক্তি ব্যবহারে অধিক থেকে অধিকতর জটিল সমস্যার সমাধান, অতি দ্রুত ও দক্ষতার সাথে করা সম্ভব হয়েছে।
নিশ্চিত বলতে পারি, ২০২৪ থেকে ২০৩০ সালের মধ্যে প্রযুক্তির সর্বস্তরে AI রাজত্ব নিয়ে নিবে।
২০২৪-২০৩০ এ AI, মানব জীবনে চরম পর্যায়ের হুমকি হয়ে দাঁড়াবে এবং সহজ সরল জীবন যাপনে, মানব জীবন অতিষ্ট করে তুলবে।
AI হয়ে উঠবে এক অন্য লেভেলের প্রতারণার ফাঁদ।
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমিন