BNP Media Cell Rajshahi

BNP Media Cell Rajshahi Organized,
BNP Media & Cyber Unit Team & Rajshahi Media Cell Unit Official.

Recognized- Moziul Ahasan Himel
Managed by- Asif Etu

Official Group: BNP Media Cell Rajshahi
Broadcast Page: মিডিয়া সেল রাজশাহী-বিএনপি

17/09/2025

#বাস্তবতার_গল্প - ০১

#ছাত্রদল_টেলস
#ভুক্তভোগী_নাম: মাজহারুল ইসলাম রাসেল

মাজহারুল ইসলাম রাসেল ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
২০১৩ সালের ৪ ডিসেম্বর, বসুন্ধরা এলাকা থেকে তাকে আরও পাঁচজনের সঙ্গে অপহরণ করা হয় — সেই দিন থেকে তিনি আর কোনোদিন ফেরেননি।

আজও তার মা ছেলের বিছানা খালি রাখেন, প্রতিদিন ঘর পরিষ্কার করেন, আর বুক ভরা আশায় অপেক্ষা করেন — একদিন হয়তো রাসেল ফিরে আসবে।

রাসেল শুধু একজন ছাত্রনেতা নন, তিনি সেই প্রজন্মের প্রতীক যারা স্বাভাবিক ছাত্রজীবনের স্বপ্ন বিসর্জন দিয়ে গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন।

াংলা NEWS24 Tarique Rahman #ছাত্রদল_টেলস

নানা ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা থাকলেও সকল শুভ উদ্যোগকে দৈনন্দিন চর্চা এবং আলোচনায় রাখা দরকার।-তারেক রহমান।১৩ সেপ্টেম্বর...
14/09/2025

নানা ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা থাকলেও সকল শুভ উদ্যোগকে দৈনন্দিন চর্চা এবং আলোচনায় রাখা দরকার।

-তারেক রহমান।
১৩ সেপ্টেম্বর ২০২৫

13/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - that will help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars! Thank you so much for stay with me❤️


09/09/2025
09/09/2025
07/09/2025
07/04/2025

গাজা ও রাফা’র নির্যাতিত জনগণের প্রতি সংহতি জানিয়ে—
‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’

তারিখ : ০৭ এপ্রিল ২০২৫

গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে— রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ আগামী শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) একদিন পিছিয়ে পরেরদিন শনিবার (১২ এপ্রিল ২০২৫) সার্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্তকে সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

প্রসঙ্গত, মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ ২০২৫) সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ-এর পাশাপাশি একইদিনে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

অন্যদিকে, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় এই যে, আন্তর্জাতিক বিশ্ব এখনও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে ।
‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আজ ০৭ এপ্রিল- বিশ্বব্যাপী ‘World Stops For Gaza’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে।

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল আজ রাতে এক বিবৃতিতে- গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নেতৃদ্বয় বলেন, এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক।

এই প্রেক্ষিতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামী শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে পরেরদিন শনিবার (১২ এপ্রিল ২০২৫) সার্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এই সিদ্ধান্ত আজ ০৭ এপ্রিল ২০২৫ (সোমবার) রাতে পরিবর্তন করে ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল ‘স্বাধীনতা কনসার্ট’-এর এই সিদ্ধান্ত আজকে রাতে ঘোষণা করেছেন। নেতৃদ্বয় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে দেশের আপামর জনগণকে সোচ্চার হওয়ার অনুরোধ জানিয়েছেন।

বার্তা প্রেরক-

জাহিদুল ইসলাম রনি
সদস্য
‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’

#প্রযুক্তিদল #বিএনটিপি #বিএনপি

মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময় মহান।পবিত্র রমজান উপলক্ষে বা...
01/03/2025

মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময় মহান।

পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সকল সংযমের মধ্য দিয়ে হিংসা-প্রতিহিংসা, অপরের অমঙ্গল কামনা, অশ্লীলতা আর পঙ্কিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক-এই হোক পবিত্র রমজান মাসে আমাদের প্রার্থনা। আল্লাহ তায়ালা সবাইকে হেদায়েত দান করুক এই দোয়া রইল।

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।

Address

Court Station
Rajshahi

Telephone

+8801764173115

Website

http://facebook.com/bnpmediacellrajshahi

Alerts

Be the first to know and let us send you an email when BNP Media Cell Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BNP Media Cell Rajshahi:

Share