Islami Shiksha

Islami Shiksha খবর প্রতিদিন, বাংলা সংবাদ, ইসলামিক নিউজ, সমসাময়িক বিষয়, মাসলা মাসায়েল নিয়মিত শিক্ষামুলক ভিডিও আপলোড করা হয়। Follow Our Page.

04/01/2026

প্রভাষক ( ইসলামিক স্টাডিজ) বিষয়ে নিবন্ধিত যারা আছেন মেহেরবানী করে আপনাদের নাম জেলা ফোন নম্বর লিখে কমেন্ট করুন

04/01/2026
আজকে কুরআনের দাওয়াত নিয়ে থাকবো নিজ এলাকার গোবিন্দপর, শিয়ালবাড়ীা গ্রামে। দোয়া চাই প্রিয়দের কাছে।
04/01/2026

আজকে কুরআনের দাওয়াত নিয়ে থাকবো নিজ এলাকার গোবিন্দপর, শিয়ালবাড়ীা গ্রামে। দোয়া চাই প্রিয়দের কাছে।

 #১-১২তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিতরাবিভিন্ন দলে বিভক্ত না হয়ে, সকলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে বিজয় নিয়ে আসতে হবে। সেই চিন্তা...
03/01/2026

#১-১২তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিতরা
বিভিন্ন দলে বিভক্ত না হয়ে, সকলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে বিজয় নিয়ে আসতে হবে। সেই চিন্তা ও কর্ম পদ্ধতি ঠিক করুন।

রুহুল আমিন হাতেমী

এই বাহনে নিয়ে যেখানে রেখে আসবে, সেখানে শান্তিতে থাকার জন্য যা দরকার সেটা অর্জন করুন। আল্লাহ কবুল করুন আমিন।
03/01/2026

এই বাহনে নিয়ে যেখানে রেখে আসবে, সেখানে শান্তিতে থাকার জন্য যা দরকার সেটা অর্জন করুন। আল্লাহ কবুল করুন আমিন।

বৃদ্ধমরিচ গুরুশিষ্য মডেল স্কুলের প্রধান শিক্ষককে মালা পড়িয়ে দিচ্ছেন, মাওলানা রুহুল আমিন হাতেমী।
03/01/2026

বৃদ্ধমরিচ গুরুশিষ্য মডেল স্কুলের প্রধান শিক্ষককে মালা পড়িয়ে দিচ্ছেন, মাওলানা রুহুল আমিন হাতেমী।

আপনি কত তম নিবন্ধন সনদধারী? এখনো নিয়োগ বঞ্চিত কমেন্ট করুন সবাই।
03/01/2026

আপনি কত তম নিবন্ধন সনদধারী? এখনো নিয়োগ বঞ্চিত কমেন্ট করুন সবাই।

03/01/2026

❝দুনিয়া হচ্ছে একজন মুমিনের জন্য কারাগার এবং একজন কাফিরের জন্য জান্নাত।❞(সহিহ মুসলিম: ২৯৫৬)

প্রিয় সহযোদ্ধা,,, ময়দান এখনো ছাড়ি নাই।আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ যেন সকল কাজ সহজ করে দেন এবং আপনাদের মুখ...
03/01/2026

প্রিয় সহযোদ্ধা,,, ময়দান এখনো ছাড়ি নাই।

আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ যেন সকল কাজ সহজ করে দেন এবং আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য এই নগন্য বান্দাকে কবুল করে নেন।
আপনাদের ভালোবাসায় সিক্ত,,,

মাওলানা রুহুল আমিন হাতেমী

03/01/2026

ফজর দিয়ে দিনের শুরু হোক, রহমতের চাদরে আল্লাহ ডেকে রাখুক সবাই কে।

আসসালামু আলাইকুম শীতের চাদরে আবৃত বাংলাদেশের ৬৪ জেলার ১ থেকে ১২ তম নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষকগন কেমন আছেন তা আর জানতে চ...
02/01/2026

আসসালামু আলাইকুম

শীতের চাদরে আবৃত বাংলাদেশের ৬৪ জেলার ১ থেকে ১২ তম নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষকগন কেমন আছেন তা আর জানতে চাইলাম না,,,,আপনারা কেমন আছেন আমি জানি।

প্রিয় সাথী ও বন্ধুগন আপনারা অনেকে ধৈর্য্যহারা হয়ে যাচ্ছেন, অবশ্য ধৈর্য্য হারানো অস্বাভাবিক কিছু না। তবুও বলব দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, বৈরী আবহাওয়া এবং প্রশাসনের প্রতি সম্মানপূর্বক আমরা মাঠে অবস্থান করতে না পারলেও আমরা সম্মিলিত শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ।

নিয়োগবঞ্চিত শিক্ষকদের অসহায়ত্ব, হৃদয়ের আকুলতা, চোখের পানি, সহযোগিতা, ভালোবাসা,ত্যাগ সর্বপরি আমার প্রতি যে দৃঢ় বিশ্বাস আপনারা স্থাপন করেছেন তা আমি গভীরভাবে উপলব্ধি করি। আপনাদের জন্য আমার হৃদয়ে ভালোবাসার কোন কমতি নাই।

প্রিয় ভাই ও বোনেরা, দেশের প্রথম শ্রেণির নাগরিক হিসেবে দেশ ও জাতির প্রতি কিছু দায়বদ্ধতা আমাদেরও রয়েছে।
তাই আপনাদের উদাত্ত আহ্বান জানাব আপনারা ধৈর্য্য অনেক ধরেছেন আর একটু ধৈর্য্য আল্লাহর ওয়াস্তে আপনারা রাখবেন। আমাদের প্রতি বিশ্বাস রাখবেন,,,,।বিশ্বাস নামক যে আমানত আপনারা দিয়েছেন যদি বেঁচে থাকি আর পাগল না হয়ে যাই আপনাদের আমানতের খেয়ানত হবে না ইনশাআল্লাহ।

সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন আবার যেন আপনাদের সাথে দাবী আদায়ের মশাল জ্বালাতে পারি। এবং বিজয়ের মুকুট আমার নয় আপনাদের মাথায় পড়াতে পারি।

দেখা হবে শীঘ্রই আবারও কোন এক মিলন মেলায় আপনাদের সাথে।

মাওলানা রুহুল আমিন হাতেমী

১ থেকে ১২তম নিবন্ধন সনদধারী দের ভাগ্যাকাশে কালোমেঘ দূর হয়ে সূর্যের সোনালী আলোয় উদ্ভাসিত হোক সবার জীবন, সম্মানিত হোক সকলে...
02/01/2026

১ থেকে ১২তম নিবন্ধন সনদধারী দের ভাগ্যাকাশে কালোমেঘ দূর হয়ে সূর্যের সোনালী আলোয় উদ্ভাসিত হোক সবার জীবন, সম্মানিত হোক সকলেই। হে আল্লাহ আপনি সহায় হইন। বেশি বেশি শেয়ার করুন।

Address

Rajshahi
6640

Telephone

+8801715742599

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islami Shiksha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islami Shiksha:

Share