Islamic Tv21

Islamic Tv21 ওয়াজ মাহফিল, ইসলামিক বিষয় ভিত্তিক আলোচনা, ইসলামিক নিউজ, সমসাময়িক বিষয়, মাসলা মাসায়েল নিয়মিত শিক্ষামুলক ভিডিও আপলোড করা হয়। For Business 01723254848.

Follow and Comment Our Page.

21/09/2025

হারামে আরাম বেশি, হালালে পরীক্ষা বেশি। হারাম কে বর্জন করে, হালাল কে গ্রহন করো।

19/09/2025

আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন?
১. বিএনপি
২. জামায়াতে ইসলামী
৩. এনসিপি
৪. ইসলামি আন্দোলন
৫. অন্যান্য
কমেন্ট করুন প্লিজ।

18/09/2025

মাহফিল কতৃপক্ষের উচিৎ, টাকা অগ্রীম পরিশোধ না করলে মাহফিলে আসবে না, এমন বক্তাদের বয়কট করা।

13/09/2025

জাকসুতে শিবির প্যানেলে নিরংকুশ বিজয়।

13/09/2025

আগামীকাল (১৪/০৯/২৫) তারিখে NTRCA কতৃক নিবন্ধিত নিয়োগ বঞ্চিতদের আন্দোলনে যোগ দিন সফল করুন।

12/09/2025

ধরা খাইছে ধরা খাইছে এনটিআরসিএ কর্মকর্তা ধরা খাইছে ১ থেকে ১২ তমদেরকে চতুর্থ গণ বিজ্ঞপ্তি থেকে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি পর্যন্তকোন প্রকার কাগজপত্র ছাড়াই আমাদেরকে গন বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়া হয়নি।

আমাদের বাতিল করার কোন কাগজপত্র ডকুমেন্ট শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কে তারা কোন ডকুমেন্ট দেখাতে পারেন নাই।

কোন কাগজের বলে কোন রায়ের বলে আমাদেরকে বাতিল করেছে।

সেই সমস্ত ডকুমেন্ট তারা দেখাতে পারে নাই।

তৃতীয় গণ বিজ্ঞপ্তিতে লেখা আছে যে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী ৩৯ ০০/২০১৯ নং মামলায় ১২/০৬/২০১৮ সালের পূর্বে যারা নিবন্ধন সনদ অর্জন করেছেন তাদের শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ আজীবন।

তাহলে চতুর্থ গণ বিজ্ঞপ্তি থেকে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি পর্যন্ত ১ থেকে ১২ তম ওদেরকে বাদ রেখে কার নির্দেশে গণ বিজ্ঞপ্তি গুলো দিয়েছিলেন কেন তাদেরকে বাতিল করেছেন কি কারনে সেই ডকুমেন্টের ফাইল গুলো দেখাতে পারছে না এনটিআরসিএ কর্মকর্তা চেয়ারম্যান।

সেই ফাইলগুলো গায়েব করে ফেলেছে লুকিয়ে রেখেছে, এই লুকিয়ে রেখে আমাদেরকে বাতিল রেখে তারা শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা কামিয়েছে।

দুর্নীতি সিন্ডিকেটের মাধ্যমে। এ দৃষ্টান্তমূলক বিচার আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় চাইবো এবং আমাদের দ্রুত নিয়োগ দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিপত্র জারি করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সরাসরি নিয়োগের জন্য লিখিত ডকুমেন্টটা দেওয়ার জন্য আমরা সকলেই চাইবো ইনশাল্লাহ।

পেয়ে যাব জয় আমাদের হবেই তবে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিচারও চাইব ইনশাল্লাহ। এজন্য সকল নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকবৃন্দ দ্রুত সকলে চলে আসুন।

দ্রুত শাহবাগের ১৪ ই সেপ্টেম্বর সকাল ৮টায় চলে আসুন গোল চত্বরে।

11/09/2025

ব্রেকিং নিউজ! এইমাত্র জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল।
আপনার মন্তব্য কমেন্ট করুন।

10/09/2025

কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোদের বাপ দাদার।

শেয়ার করে ছড়িয়ে দিন সারা দুনিয়ায়।
09/09/2025

শেয়ার করে ছড়িয়ে দিন সারা দুনিয়ায়।

09/09/2025

ফজলুল হক মুসলিম হলে ভিপি পদে সাদিক কায়েম- ৮৪১, আবিদ-১৮১, উমামা ফাতেমা-১৫৩। জিএস পদে ফরহাদ-৫৮৯, হামিম-২২৮, মেঘ মল্লার- ৯৯

09/09/2025

যুগে যুগে আল্লাহ অহংকার কারীদের অপমান জনক পরাজয় দিয়েছেন। আর মজলুমদের বিজয় দান করছেন। আলহামদুলিল্লাহ

Address

Rajshahi
6640

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Tv21 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Tv21:

Share