FEKBD

FEKBD Full Stack Dev, Themeforest Author, Top Rated Plus . For more: https://fekbd.com

কপালে টিপ আবার গায়ে গন্ধ। আবার হাতাকাটা বেলাউজ আবার গায়ে গন্ধ। 😂🤣
17/09/2025

কপালে টিপ আবার গায়ে গন্ধ। আবার হাতাকাটা বেলাউজ আবার গায়ে গন্ধ। 😂🤣

এমন এক পরিবেশে বাস করি, যেখানে কোন দুর্ঘটনা ঘটলে মানুষ আহতদের উদ্ধার না করে ভিডিও করতে ব্যস্ত থাকে, মূল্যবান জিনিসপত্র ছ...
17/09/2025

এমন এক পরিবেশে বাস করি, যেখানে কোন দুর্ঘটনা ঘটলে মানুষ আহতদের উদ্ধার না করে ভিডিও করতে ব্যস্ত থাকে, মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়! গতকাল রাতে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর গেটে বন্দর থেকে ডেলিভারি নেওয়া একটি ২০ ফুট কন্টেইনার লিক হয়ে টনে টনে সয়াবিন তেল পড়ছিল। কিন্তু লিক বন্ধের চেষ্টা কেউ করেনি, যে যেভাবে পেরেছে বালতি ভরে তেল লুটপাটে ব্যস্ত ছিলো। আগামীর প্রজন্মের দোষ দিয়ে কি করবেন? এই প্রজন্ম আমরাই তৈরী করছি। লুটপাট পরিবার পরিবেশ থেকেই প্রথম শেখা। এভাবেই লুটপাটকারী তৈরী হয়েছে।

এই বঙ্গ দেশ নিয়ে বহু আশাবাদী ছিলাম, অনেক আশার বাণী শুনিয়েছিলাম কিন্তু দিনশেষে হতাশ হতাশ!!
#এসএমআকবর

বাংলাদেশী কিন্তু থাকেন বিদেশে এমন মানুষের সংখ্যা কম না। এমন অনেক প্রোফাইল হঠাৎ সামনে আসে, লেখাটা একটু পড়েই মেজাজ খারাপ হ...
08/09/2025

বাংলাদেশী কিন্তু থাকেন বিদেশে এমন মানুষের সংখ্যা কম না। এমন অনেক প্রোফাইল হঠাৎ সামনে আসে, লেখাটা একটু পড়েই মেজাজ খারাপ হয়ে যায়। কারন তাদের পোস্টের মূলকথা গুলো এরকম হয়ঃ

১) ইসলাম নাকি সায়েন্স বা আধুনিক জীবনের সাথে যায় না।
২) মুসলমানরা অন্য ধর্মকে সহ্য করতে পারে না।
৩) ইসলাম বাদে অন্য ধর্মে বেশি শান্তি।
৪) মোল্লা/আলেমদের এখন শুধু তারা চেনে পায়ু যোদ্ধা হিসেবে।
৫) সব উন্নয়ন শুধু বিদেশে হয়।
৬) বাংলাদেশে যারা আছে তাদের আন্ডার-এসটিমেট করে নিজেকে অনেক বড় প্রমান করা।

অনেকেই বিদেশে গিয়ে নিজের সংস্কৃতি, ধর্ম, দেশকে ছোট করে নিজেদের "ওপেন মাইন্ডেড" বা "মডার্ন" প্রমাণ করতে চায়। বাংলাদেশ এবং ইসলাম ধর্ম নিয়ে মনের মধ্যে এতো রাগ, তাদের পোস্ট গুলো দেখলে বোঝা যায়। দেশে থাকা অবস্থায় বলতে পারেনি তাই দেশের বাইরে যেয়ে রেগুলার এসব নিয়ে পোস্ট করে।

অহংকার খুব খারাপ জিনিস, যারা দেশের বাইরে থেকে এসব পোস্ট করেন, আল্লাহ্‌ তাদের সুবুদ্ধির উদয় করুক।

এক দিন পর পর বাপ চেঞ্জ করার ধারাবাহিকতায় ইন্ডিয়ার নতুন বাপ চিন।  #ইন্ডিয়া
08/09/2025

এক দিন পর পর বাপ চেঞ্জ করার ধারাবাহিকতায় ইন্ডিয়ার নতুন বাপ চিন।

#ইন্ডিয়া

08/09/2025

আরেহ, কিছুদিন ফেসবুকে পোস্ট না করলেই রিচ ডাউন ।

অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে, মাসে বেশি না, ৫-১০ হাজার টাকা ইনকাম হলেই হবে এমন কোন কাজ শিখিয়ে দেন। আমি যেহেতু ওয়েব ডেভালপ...
01/09/2025

অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে, মাসে বেশি না, ৫-১০ হাজার টাকা ইনকাম হলেই হবে এমন কোন কাজ শিখিয়ে দেন। আমি যেহেতু ওয়েব ডেভালপার তাই সবাইকে কোন স্কিল শেখার কথা বলি সবসময়।

যাইহোক, আসল কথায় আসি। PTC সাইট সম্পর্কে অনেকেই জানেন। এসব ওয়েবসাইট থেকে অ্যাড দেখে ইনকাম করা যায়। এরকম একটা সাইট ফরচুন মার্কেট। আমি টেস্ট করার জন্য অ্যাকাউন্ট করেছিলাম ৫,০০০ টাকা দিয়ে। গত ৩ মাসে প্রায় ইনকাম ১৭৫০০ টাকা। শুধু মাঝে মাঝে যেয়ে অ্যাড দেখেছিলাম। আজকে টাকা বিকাশের মাধ্যমে পেলাম। আর হ্যাঁ, আপনার মাধ্যমে কেউ অ্যাকাউন্ট করলে ৫০০ টাকা বোনাস পাবেন।

আপনারা যারা শুধু অ্যাড দেখে ইনকাম করতে চান, তারা এই ওয়েবসাইট এ অ্যাকাউন্ট করতে পারেন। অ্যাকাউন্ট করার সময় আপনাকে যে রেফার করেছে তার ইউজারনেম দরকার হয়। এই ইউজারনেম ব্যবহার করতে পারেনঃ ebrahim

ওয়েবসাইট link: https://fortune-market.com

Big shout out to my newest top fans! 💎 Fekbd Verse, Aminul Islam, Sabrina Jini, SF Farhan, Abdul Awal, Humayra Jannat Ru...
16/08/2025

Big shout out to my newest top fans! 💎 Fekbd Verse, Aminul Islam, Sabrina Jini, SF Farhan, Abdul Awal, Humayra Jannat Rupa, Mitu Das

Drop a comment to welcome them to our community,

15/08/2025

কৈবর্ত্য বিদ্রোহের তলোয়ার,
ফকির বিদ্রোহ থেকে ফরায়েজী আন্দোলনের ডাক,
বাঁশের কেল্লা গড়ে রুখে দাঁড়ানো তিতুমীর,
কলের বোমা হাতে অগ্নিশিখা ক্ষুদিরাম,
চট্টলার সেনাপতি সূর্য সেন আর প্রীতিলতা,
ব্যারাকপুরে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে মঙ্গল পাণ্ডের বিদ্রোহ,
বিনয়-বাদল-দিনেশের রক্তঝরা প্রতিজ্ঞা,
আর সুভাসচন্দ্র বসুর বজ্র কণ্ঠের আহ্বান।

রবি ঠাকুরের ছুঁড়ে ফেলা নাইট উপাধি,
নজরুলের অগ্নিবাণী দ্রোহ,
শেখ মুজিবের স্বাধীনতার ডাক—
সব মিলে এ আমাদের সাহসের ইতিহাস,
এ আমাদের স্বাধীনতার শপথ।

আজ আবার সময় এসেছে—
বাঙ্গালী আর বাংলাদেশকে
আবারও জেগে উঠতে হবে।

14/08/2025
১৯৭১ সালে বাংলাদেশকে সাহায্য করতে এসে ভারতের প্রাপ্তিভারতের আর্থিক প্রাপ্তি (জাতিসংঘের মাধ্যমে):১) যুক্তরাষ্ট্র থেকে: ৮,...
06/08/2025

১৯৭১ সালে বাংলাদেশকে সাহায্য করতে এসে ভারতের প্রাপ্তি

ভারতের আর্থিক প্রাপ্তি (জাতিসংঘের মাধ্যমে):
১) যুক্তরাষ্ট্র থেকে: ৮,৯১৫,৭০০ ডলার
২) যুক্তরাজ্য থেকে: ৩,৮১১,২১৩ ডলার
৩) কানাডা থেকে: ২,৩২৬,৩৬০ ডলার
৪) সোভিয়েত ইউনিয়ন থেকে: ২০,০০০,০০০ ডলার
৫) মায়ামী থেকে: ১২৬ কোটি ডলার
৬) জাতিসংঘের ৬৮টি দেশ থেকে: ৫৭৪,১৬২ ডলার
এই অনুদানের মোট পরিমাণ ছিল তখনকার হিসেবে ১২,৩১২,৯৫২৯৪ টাকা।
পাকিস্তানের কাছ থেকে প্রাপ্তি:
যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ: ৫৯,৩৫১,৪২৯৪ রুপি

পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্র ও সরঞ্জাম: কেবল ৮৭টি ট্যাঙ্কের মূল্যই ছিল প্রায় ৭৫০ মিলিয়ন ডলার

শুধু খুলনা অঞ্চল থেকেই বিভিন্ন সামগ্রী (যেমন মেশিনারিজ, মালামাল) লুটে নেওয়া হয়েছিল প্রায় ২.২ মিলিয়ন ডলারের

এছাড়া, দোকানপাট থেকে সোনার গহনা, ইলেকট্রনিকস, শিল্প কারখানার যন্ত্রাংশ, দামি গাড়ি ইত্যাদি শত শত ওয়াগনে করে নিয়ে যাওয়া হয়—যার সুনির্দিষ্ট হিসাব আজও নেই।

এর পাশাপাশি নদী, বন্দর, সড়ক, ব্রিজ এবং দেশের অর্থনৈতিক কাঠামোতেও ভারতের প্রভাব বিস্তার ঘটে। তবুও আজ শুনতে হয়, আমরা নাকি ভারতের কাছে অকৃতজ্ঞ! আর তারপর, শেখ হাসিনা সরকার এত কিছু উজাড় করে দিয়েছে যে, ভারত হয়তো তা আজীবন মনে রাখবে!

Collected.

আপনার রোবট থাকলে কি নাম দিতেন?
10/07/2025

আপনার রোবট থাকলে কি নাম দিতেন?

বাইরের পৃথিবী যে আমাদের তেমন ভ্যালু করে না এটার মূল কারণ স্কিল ইস্যু না। কিংবা অশিক্ষিত মানুষের হার বেশি, আমরা অর্থনৈতিক...
27/06/2025

বাইরের পৃথিবী যে আমাদের তেমন ভ্যালু করে না এটার মূল কারণ স্কিল ইস্যু না। কিংবা অশিক্ষিত মানুষের হার বেশি, আমরা অর্থনৈতিক দিক থেকে দরিদ্র এগুলোও মূল বিষয় না আসলে। কারণ পৃথিবীতে এরকম অনেক জাতি আছে যারা দরিদ্র, শিক্ষার হারে পিছিয়ে তবুও অন্যরা তাদের অনেক ভ্যালু করে৷ আইপিএল বিগব্যাশে আফগানরা যেই ভ্যালু পায়, আমরা সেটাও পাই না। আইপিএলে আমাদের চেয়ে বিলো স্ট্যান্ডার্ডের প্লেয়ার নেয় যেমন - করিম জান্নাত, কিন্তু আমাদের নেয় না। এমনকি অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড, পাকিস্তান থেকে নিউজিল্যান্ড আমাদেরকে পাত্তাও দেয় না কোনো আলোচনায়। জেসন গিলেস্পি, জনাথন ট্রট রা পাকিস্থান-আফগানিস্থানের কোচ হয়, কিন্তু আমরা আমাদের জন্য কোনো কোচ ই খুঁজে পাই না এখন। আমাদের যে সবাই একটু ছোট করে দেখে এইটা স্বয়ং সাকিব আল হাসান অবধি ফিল করেছে নানা সময়।

আমাদের কোথাও নিতে চায় না - এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা অনেক Uncultured। এটা শিক্ষিত, অশিক্ষিতের ব্যাপার না। আমরা এভারেজেই প্রচন্ড uncultured। অনেক সময় টিম করতে গেলে আমরা কম মেম্বার নেই তবুও বিশেষ কোনো মানুষকে টিমে ইনক্লুড করা থেকে বিরত থাকি না? কারণ তাকে দলে নিলে Diseconomies of Scale তৈরি হয়। কাজের এফিসিয়েন্সি কমে যায়৷ এভারেজ বাঙ্গালি হচ্ছে ঠিক ওইরকমের একজন মেম্বার, যাকে দলে নিলে দলের কালচার নষ্ট হয়। আর এটা আমাদের সবার মধ্যে। সবার মধ্যেই।

দেখবেন লোকাল বাসে উঠলে কেউ ভেতরের দিকে যেতে চায় না। কেন চায় না তার কোনো লজিক নাই। পেছনে ফাঁকা। সে সামনেই নেমে যাবে এমনটাও না। কিন্তু সে ভেতরে যাবে না। বাংলাদেশের লোকাল মার্কেটের দোকানদার, হকার বা রিক্সাওয়ালা আর দারোয়ানরা যে লেভেলের খারাপ ব্যবহার করে, সেক্সিস্ট মন্তব্য করে সেগুলো কখনো কেউ বলে না। বাসে কারো সাথে পা লাগছে বা ধাক্কা লাগছে, আপনি যদি বলেন সরি, দেখবেন উল্টো আপনার ওপর দিয়েই সব যাচ্ছে। অথচ বাংলাদেশের লোকাল বাসে এরকম হওয়াটা যে স্বাভাবিক এবং সরি বলাটা যে কোনো ক্ষতিপূরণ না বরং কার্টেসি - এই স্বাভাবিক জ্ঞানটুকু আমাদের নাই। আমরা বুঝিই না আসলে। এই ব্যাপার গুলো কিন্তু বইপত্র পড়ায়ে শেখানো যায় না কখনো। এগুলো একটা জাতির গড় কালচার। সে কিভাবে বড় হয়, কি কি শেখে, কিভাবে ভাবে - এগুলার উপর তার আচরণ গড়ে ওঠে। আমি সেদিন ড.মুহম্মদ ইউনূসের পিকিং বিশ্ববিদ্যালয়ের আলোচনা দেখছিলাম, সে প্রতিটা গ্রিটিংসের এন্সার দিচ্ছিলো, নিজে গ্রিট করছিল। একবার এক লেখায় পড়েছিলাম, খুব ছোটবেলায় ঐ লেখক/লেখিকার সাথে অমর্ত্য সেনের দেখা হয়েছিলো, অমর্ত্য সেন নিজে জিজ্ঞেস করেছিলেন - কেমন আছো?

আমাদের শিক্ষিত যারা তারাও কম যায় না। আমরা যত শিক্ষককে সালাম দেই, সালামের উত্তর পাই? আমি পাই না। ১% এর কাছে পাই বড়জোর। সালামের উত্তর দিতে কত সেকেন্ড টাইম লাগে বলেন তো! উনারা কতই বা বিজি থাকেন যে সালামের উত্তরটুকুও দিতে পারেন না? আসলে পারেন, কিন্তু দেন না। কারণ ঐটাই আমাদের কালচার। আমরা এরকমই। শিক্ষিত অশিক্ষিত ইস্যু না। একটু উপরের কারো সাথে কথা বলার সময় দেখবেন সে কখনো থেমে দাঁড়িয়ে কথা বলে না। সে যদি ব্যস্ত থাকে তাহলে নো অবজেকশন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কেউ অত ব্যস্ত থাকি না। হাটতে হাটতে কথা বললে আমাদের নিজেদেরকে সুপিরিয়র ফিল হয়, আমরা নিজেদের গুরুত্বপূর্ণ অনুভব করি। অথচ কারো সাথে থেমে অল্প হলেও কথা বলা যে একটা ম্যানার এই সেন্সটাই আমাদের নাই। আমরা ভাবতেই পারি না, মানুষকে ভ্যালু দেয়াটাও শিষ্টাচারের একটা অংশ হতে পারে।

ফুড রেঞ্জার্সের বাংলাদেশের ভিডিও গুলো যদি দেখেন, দেখবেন বিদেশি পেয়ে কেমন করতেছে। হালিম খাইতে চাইছে এক প্লেট! এরপর ৫০০ টাকার হালিম ধরায় দিছে, ৫০ টাকার জিনিস ২০০ টাকা রাখতেছে, পারলে চেয়ে আরো রেখে দেয় - ঐ যে আমারে দিতে কইছে - এর মতো। উপমহাদেশের দোষ দেবেন? আচ্ছা, এবার পাকিস্তানের গুলো দেখেন। কেউ টাকাই নিতে চায় না। বলতেছে মেহমান, টাকা নিবো কেন। একজন দুইজন না। প্রায় সবাই। টাকা নিতে চায় না। খুবই ছোট স্যাম্পলিং যদিও, কিন্তু এতেও দুই দেশের গড় মানুষের ভেতরের কালচার বোঝা যায় আসলে।

আপনি Shehwar & Maria ইউটিউব চ্যানেলের শেহওয়ারকে ভালোভাবে খেয়াল করতে পারেন। সে যখন বাইরের মানুষের সাথে কথা বলে, অপরিচিত কারো সাথে কথা বলে, বাসায় কথা বলে - বুঝবেন সে আমাদের চেয়ে কতটা আলাদা। He knows lots of courtesies। আমার বন্ধুকে দেখতাম, চা যখন খাইতো সে Compliments দিতো, রিক্সাওয়ালারে সরি বলতো, Courtesy মেইনটেইন করতো সুন্দর করে। এমন না ও অনেক বিনয়ী, কিন্তু Cultured। আমরা এভারেজে Uncultured জন্যই ঐ যে রাস্তায় কাউরে দেখে তার পোশাক নিয়ে কথা বলি, মোরাল পুলিশিং করতে যাই - এমন না এই জিনিস টেক্সটবুকে পড়লেই কেউ বুঝে যাবে সবকিছু। আমাদের বড় বড় স্কুল কলেজ ভার্সিটিতে এরকম Uncultured মানুষ যে কত্ত আছে তার ইয়ত্তা নাই। ওদেরই বা দোষ কি! আমরা সবাই এমন। কালচার ব্যাপারটা ভেতরে লালন করতে হয় আসলে। আমাদের মধ্যে নাই জন্যই আমরা যেখানে যাই স্ট্রাগল করি।

তাই কেউ আমাদের সহজে পিক করতে চায় না। স্কলারশিপ দিতে চায় না, চাকরি দিতে চায় না, দলে নিতে চায় না - কারণ আমরা পরিবেশ নষ্ট করে ফেলি।

একটা মজার গল্প পড়ছিলাম। সত্য মিথ্যা জানি না। এখনো এক্সপেরিয়েন্স করার সুযোগ পাইনাই। ইংল্যান্ডের যেখানে অনেক বাঙ্গালি থাকে, অই জায়গাটার নাম হয়ে গেছে বাংলা টাউন। বেশ ভালো। ব্রিটিশ দেশে বাংলা টাউন। আবার ইংল্যান্ডে সবচেয়ে বেশি খাদ্যে ভেজালও নাকি পাওয়া যায় ঐ বাংলা টাউনেই! নাহ অবাক হবার মতো কিছু না। কেননা ঢেঁকি স্বর্গে গেলেও ধানই ভানে!

Copied from Bold Opinions.

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when FEKBD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share