03/03/2025
এক ডাক্তার তার ক্লিনিকের সামনে সাইনবোর্ড টাঙিয়ে দিল : মাত্র দুইশো টাকায় চিকিৎসা করান, রোগ না সারলে পাঁচশো টাকা ক্যাশ ব্যাক!
বিজ্ঞাপন দেখে একজন ভাবল, পাঁচশো টাকা কামানোর এই এক সুবর্ণ সুযোগ! সে সটান ডাক্তারের সামনে হাজির হয়ে বলল, "আমি কোনো জিনিসের স্বাদ পাই না।"
ডাক্তার সাহেব লোকটিকে পরীক্ষা করে নার্সের উদ্দেশ্যে বললেন, "বাক্স থেকে ২২ নম্বর ওষুধ বের করো আর ৩ ফোঁটা খাইয়ে দাও।"
নার্স তাই করলো।
গালে দিয়েই লোকটি চেঁচিয়ে উঠল, "কি ওষুধ দিলেন আপনি, এটা তো কেরোসিন!"
সঙ্গে সঙ্গে ডাক্তার বললেন, "আপনি স্বাদ অনুভব করছেন! তার মানে আপনি সুস্থ হয়ে গেছেন! বের করুন দুইশো টাকা।"
লোকটির রাগ হলো। পরদিন সে আবার গেল ওই চেম্বারে আগের টাকা উশুল করতে।
এবার সে ডাক্তারকে বলল, "আমার স্মৃতিশক্তি কমজোরি হয়ে গেছে।"
ডাক্তার আগের মতোই নার্সকে নির্দেশ দিলেন, "বাক্স থেকে ২২ নম্বর ওষুধ বের করো আর ৩ ফোঁটা খাইয়ে দাও।"
লোকটি বলে উঠল, "কিন্তু ওই ওষুধ তো জিহ্বার স্বাদ ফেরাবার জন্য!"
ডাক্তার আনন্দে হাততালি দিয়ে বলে উঠলেন, "এই দেখুন আপনার স্মৃতিশক্তি ফিরে এসেছে! বের করুন দুইশো টাকা।"
পরপর দুইবার অপদস্থ হয়ে লোকটি ফন্দি আঁটলো, যে করেই হোক ডাক্তারের থেকে পাঁচশো টাকা আদায় করতেই হবে। সে ক্লিনিকে উপস্থিত হয়ে বলল, "আমার দৃষ্টিশক্তি কমে গেছে।"
ডাক্তার মুখ গোমড়া করে বললেন, "এর ওষুধ আমার কাছে নেই। এই নিন পাঁচশো টাকা।"
লোকটি ভ্রু কুঁচকালো, "কিন্তু এখানে তো একশো টাকা আছে।"
ডাক্তার সাথে সাথে বলে উঠলেন, "এই তো আপনার দৃষ্টিশক্তি আবার ফিরে এসেছে। বের করুন দুইশো টাকা!"