09/07/2024
”চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়,
কারো প্রতি এতটাও ডুবে যেওনা যাতে নিজেকেই ভেংগে পড়তে হয়।”
”নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও,
তাহলে একলা কিভাবে থাকতে হয়, তা শিখে নাও।''
”সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়।
কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন,
যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়।”