Darul Habib Eyadia Khankah Sharif

Darul Habib Eyadia Khankah Sharif মাওলার প্রেমে জন্মরে তোর
প্রেম সাগরে সবার বাস,
ডুবতে আজি তার প্রেমেতে
হয় নাকি তোর মনের আস।

কামেল ব্যক্তির দেহ জমীনে থাকে,আর রুহু আরশ কুরসীর উর্ধ্বে লা মোকামে থাকে,যাহা ধারণারও বহু উর্ধ্বে।জালালউদ্দিন রুমি রহ.
27/05/2025

কামেল ব্যক্তির দেহ জমীনে থাকে,
আর রুহু আরশ কুরসীর উর্ধ্বে লা মোকামে থাকে,
যাহা ধারণারও বহু উর্ধ্বে।

জালালউদ্দিন রুমি রহ.

স্বপ্নে পেয়েছিলেন আদেশ। পীরের কাছে ছুটে গিয়েছিলেন নিশ্চিত হতে। পীর দিলেন এক মুষ্টি মাটি। বললেন, বাংলার উদ্দেশ্যে রওনা হও...
18/05/2025

স্বপ্নে পেয়েছিলেন আদেশ। পীরের কাছে ছুটে গিয়েছিলেন নিশ্চিত হতে। পীর দিলেন এক মুষ্টি মাটি। বললেন, বাংলার উদ্দেশ্যে রওনা হও, যেখানকার মাটির সাথে এ মাটির স্বাদ, গন্ধ, রং মিলে যাবে, সেখানেই স্থায়ী হবে। এর আগে নয়।

সফরের শুরুটা করেছিলেন জন্মভূমি ইয়ামেন হয়ে। লোকেরা বাদশাহির তখতে বসাতে চেয়েছিলেন সেখানে। কিন্তু তিনি থাকলেন না। বাদশাহির চেয়ে দরবেশিকে বেশি গুরুত্ব দিলেন। গুরুত্ব দিলেন নবীর মিশনকে। দুনিয়া থেকে শিরকত-জুলমত দূর করতে তাঁর মিশন যে বঙ্গদেশে। সিংহাসন অবশ্য তিনি একা ছাড়েননি; ছেড়েছেন যাঁর বসার কথা ছিল সে নিজেও। যুবরাজ শেখ আলী। জালালি সুরতে জ্বলেপুড়ে অঙ্গার হয়ে রওনা দেন তাঁর পিছে পিছে।

ইয়ামেন ছেড়ে তাবরিজ, সিরাজ, ইসপাহান, বাগদাদ, কান্দাহারসহ আরো কত জনপদ ঘুরলেন তার ইয়ত্তা নেই। ঘুরতে ঘুরতে এলেন মুলতান। ততদিনে তাঁর সাথে জুটেছেন অনেকে। পথিক যুক্ত হয় পথে পথে। খোদার পথ চিনতে পেরে বাড়ির পথ ভুলে পিছে পিছে চলা শুরু করে। মুসা আ. যেভাবে খিজির (আ.)-কে বলেছেন, “সত্যপথের যে বিশেষ জ্ঞান আল্লাহ আপনাকে দান করেছেন, তার সন্ধান পেতে আমি কি আপনার পেছন পেছন আসতে পারি?”

তাঁর অনুসারীরা তার পিছে পিছে চলতে চলতে বর্তমান মুলতানের উঁচ শরিফে এসে পৌঁছেন। যেখানে বাহাউদ্দীন জাকারিয়া রহ. এঁর দরবার। সিলসিলা এক, দাদাপীর শেখ জালালুদ্দিন সুরখ্ বোখারির সাথেও উঁচের সম্পর্ক থাকাতে সেখানে থাকলেন কিছুদিন। অতঃপর এলেন দিল্লি। নিজামুদ্দিন আউলিয়াকে চমকে দিলেন তুলায় মোড়ানো জ্বলন্ত কয়লার বাক্স পাঠিয়ে। তুলা যেখানে কয়লার আগুনে জ্বলার বদলে জ্বলজ্বল করছিল!

চলে এলেন বাংলায়। বর্তমান পশ্চিম বঙ্গের পাণ্ডুয়ার থাকলেন কিছুদিন। এরপর স্থান নেন সোনারগাঁয়। কিন্তু সে মাটির সাথে তখনো কোনো মাটির মিল খুঁজে পাওয়া যায়নি। অতএব যাত্রা করতে হবে অন্যত্রে।

একদিন হঠাৎ তাঁর সান্নিধ্যে সিকান্দার গাজি আর নাসির উদ্দিন সিপাহসালারের আগমন।
—কোন হেতু?
—যুদ্ধের জন্য রওনা দিচ্ছি হুজুর, দোয়া চাই৷ শ্রীহট্টে গৌর গোবিন্দের জুলুমে আকাশ ভারি হয়ে উঠেছে। সামান্য গরু কুরবানির দোষে বুরহান উদ্দিনের নবজাতককে টুকরো টুকরো করেছে। হাত কেটে দিয়েছে তাঁর।
—এত বড়ো আস্পর্ধা? সংগ্রাম যদি জালিমের বিরুদ্ধে হয় তবে আমিও যাব তোমাদের সাথে!

অতঃপর গন্তব্য সিলেট। তিনি বাংলায় এসেছিলেন দ্বীনের স্বার্থে। মানুষকে আল্লাহ-নবী চেনাতে। আঁধারে থাকা মানুষদের দিলে তাওহিদ-রিসালাতের বাতি জ্বালাতে। কিন্তু যখন জালিমের প্রশ্ন এলো, সৈনিকদের সাথে যুদ্ধে রওনা দিলেন।

জালিম প্রতিহত হলো। শাহজালালের কামালিয়ত আর দুই সেনাপতির বীরত্বে যুদ্ধে বিজয় এলো। সিলেটের মানুষ এসে জড়ো হলো শাহজালালের চারপাশে। তাদের নিয়ে তিনি বসলেন জিকিরে। মসনদ ছাড়লেন সিকান্দার গাজির হাতে। আরও একবার বাদশাহির সুযোগ ছেড়ে দিলেন স্বেচ্ছায়। তবে সিলেটের মানুষের দিলের বাদশাহ হতে থাকলেন দিনদিন। গোবিন্দের কাছে নিপীড়িত, নির্যাতিত হিন্দু-বৌদ্ধ সমানে ইসলাম কবুল করতে থাকলেন।

তাঁর খলিফারা আশ্রয় নিতে থাকলেন বিভিন্ন জনপদে। সিলেট পেরিয়ে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ সর্বত্র। বর্তমান ভারতের কাছাড়, আসাম, ত্রিপুরা, করিমগঞ্জ, সিলিগুড়ি, কুচবিহার, কলকাতাও বাদ যায়নি।

কেউ বলেছেন জন্ম ১২০০ সালের দিকে, কারো মতে ১২৭১। কারো মতে জন্মস্থান কুনিয়া, কারো মতে ইয়ামেনের তাইজ। ইবনে বতুতা ১৫০ বছর বাঁচার দাবি করলেও প্রসিদ্ধ মতে ৭৬ বছরের জিন্দেগি। ৭৬ কিংবা ১৫০ সংখ্যা দিয়ে বিচার করা কঠিন, কারণ তিনি এই অল্প সময়ে যা করে গেছেন তা অনেকে হাজার বছর চেষ্টা করেও পারে না।

মাতৃভূমি ছেড়েছেন, আত্মীয়স্বজন ছেড়েছেন, নারীপ্রেম জায়গা দেননি অন্তরে, ছিলেন অবিবাহিত। সবটা বিসর্জন দিয়েছেন এই বাঙালি জাতির জন্য। এই বাংলার মানুষকে দ্বীন ইসলাম দান করতে কখনো তরবারি হাতে, কখনো পাহাড় বেয়ে, কখনো জিকিরের মাঝে রাতদিন এক করে দিয়ে খেটে গেছেন অবিরাম। এক পয়সার কোনো বিনিময় চাননি, সময়ের সেরা সুন্দরীদের বিয়ে করানোর প্রস্তাব করেছিলেন অনেকে, পাত্তা দেননি। সিলেটের মানুষেরা রাজসিংহাসনে বসাতে চেয়েছিলেন, তিনি সিকান্দার গাজির হাতে তুলে দিয়েছিলেন।

তাঁর যে অপার দান, অপরিসীম ত্যাগ তার কৃতজ্ঞতা কীভাবে আদায় করবে বাঙালি?

আজ হজরতের উরস শরিফ। ফুয়ুজে আম বর্ষণ হোক। এ দেশ থেকে অশান্তি দূর হোক। তাঁর মতো সবার জালিমের বিরুদ্ধে দাঁড়ানোর তাওফিক হোক।
©

দারুল হাবিব ইয়াদিয়া খানকাহ শরিফ - রাজশাহী

16/05/2025

জ্ঞানের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না। বরং সে পর্যন্ত পৌঁছতে লাগবে প্রেম ও ভালোবাসা, যেহেতু আল্লাহর সিদ্ধান্ত সম্পর্কে জ্ঞানার্জন করে কখনোই তার নৈকট্য অর্জন করা যায় না। বরং নৈকট্য অর্জন করতে হয় প্রতি মুহুর্তে তার সিদ্ধান্তের সামনে নত হয়ে।

📕বইঃ রহস্যঘেরা এক মহামানব মনসুর হাল্লাজ

আলহামদুলিল্লাহ!!  ১৩ই মে ২০২৫ রোজ মঙ্গলবার পীরে কামেল মোকাম্মেল হযরত হাদী মৌলভী মুহাম্মদ ইয়াদুল্লাহ পীর সাহেব কেবলা রহঃ ...
15/05/2025

আলহামদুলিল্লাহ!! ১৩ই মে ২০২৫ রোজ মঙ্গলবার পীরে কামেল মোকাম্মেল হযরত হাদী মৌলভী মুহাম্মদ ইয়াদুল্লাহ পীর সাহেব কেবলা রহঃ এর ১৪তম ওফাত দিবস উপলক্ষে

- কুরআন শরীফ খতম
- ছোয়াব রেছানী মাহফিল
- মুর্শিদ ক্বিবলাহ রহঃ এর মাজার শরীফ জিয়ারত

শত শত ভক্ত মুরিদান ও খলিফাগণের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। আপন মুর্শিদের বিরহে ভক্তদের চক্ষুদ্বয় ছিল অশ্রুসিক্ত।

আল্লাহপাক তার বন্ধুর রুহানি ফয়ুজাত আমাদের নসিব করুক❤️

১৩ই মে' ২০২৫দুনিয়া একটি ক্ষণস্থায়ী জীবন। ইহকালীন এই সফর শেষ করে সকলকেই পরকালে পারি দিতে হবে। তবে আল্লাহপ্রেমী বান্দাদের ...
14/05/2025

১৩ই মে' ২০২৫
দুনিয়া একটি ক্ষণস্থায়ী জীবন। ইহকালীন এই সফর শেষ করে সকলকেই পরকালে পারি দিতে হবে। তবে আল্লাহপ্রেমী বান্দাদের জন্য মৃত্যুর মাধ্যমে পরকালীন সফর যেন এক আনন্দের মূহুর্ত।

২০১১ সালের ১৩ই মে শুক্রবার জুমার খুতবায় বক্তব্য দিতে গিয়ে পীর সাহেব ক্বেবলা রহঃ একসময় বললেন "আমি খুব শীঘ্রই আমার মহান মাশুক আল্লাহর সাথে মিলিত হবো। তোমরা আজ আমার কথাগুলো মন দিয়ে শুনো হয়তো পরে শোনা নসিবে নাও থাকতে পারে"। জুমার নামাজ ও মুনাজাত শেষ করে তিনি অসুস্থতা অনুভব করছিলেন এমতাবস্থায় কিছুক্ষণ পরেই মসজিদে তিনি দুনিয়ার সফর শেষ করে চিরস্থায়ী সফরে পদার্পণ করেন।অধমের মর্মকথা-

"আল্লাহ আল্লাহ ডাক শিখিয়ে
কোথায় লুকালে ওগো প্রিয় মুর্শিদ,
পাপী তাপী ও আধার হৃদয়ে
তুমি ছিলে এক আলোকিত প্রদীপ।"

শত শত ভক্ত মুরিদকে এতিম করে তিনি রাজশাহীর বিনোদপুর সংলগ্ন ডাঁশমাড়ী দারুল হাবিব ইয়াদিয়া খানকাহ শরীফ ও বাইতুল মারেফাত জামে মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন।

প্রতিবছর পীরসাহেব ক্বেবলা রহঃ এর ওফাতের দিনকে স্মরণ করে ভক্ত মুরিদানগণ " ইছালে ছাওয়াব মাহফিল ও হালকা-ই-জিকির" এর আয়োজন করে থাকে। যেখানে সকল মুসলমানসহ বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া করা হয়।

পীর সাহেব ক্বেবলা রহঃ প্রতি নিয়ত পবিত্র কোরআন-এর একটি আয়াতের দাওয়াত দিতেন। পবিত্র কোরআনের সূরা আশ-শুআরার ৮৮ ও ৮৯ আয়াতে আল্লাহু রাব্বুল আলামীন বলেন-" মৃত্য, কবর আর হাশরের মঞ্জিলে সুস্থ কলব (অন্তর) নিয়ে গমন না করিলে দুনিয়ার সম্পদ আর স্ত্রী পুত্রগণ কোন উপকারে আসিবেনা"

উক্ত আয়াতে আল্লাহ কলবে ছালিম (পরিশুদ্ধ অন্তর)-এর জোর তাগিদ দিয়েছেন যদি আমরা দুনিয়াতে কলবের ইসলাহ্ করে কামেল মুসলমান হয়ে মৃত্যরবণ করি তাহলে আমরা কামিয়াব হব অন্যতায় জাহান্নামে পতিত হব।

প্রতি শুক্রবার বাদ মাগরিব ছোয়াব রেছানি মাহফিল ও হালকা-ই-জিকির অনুষ্ঠিত হয়। সেই মাহফিলে বসে কত পাপী তাপী ক্বলবের ইসলাহ করে আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়েছে।

সকলের কাছে আমার বিনয়ের সাথে আহবান আসুন একমাত্র আল্লাহ ও তার প্রিয় হাবীব (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে পাওয়ার উদ্দেশ্যে আমরা সকলে মুহাম্মদীয়া ত্বরিকায় অংশগ্রহণ করি।

নিজ কলবকে পরিশুদ্ধ করে আল্লাহপ্রাপ্তির মাধ্যমে নিজেকে দুনিয়া ও আখিরাতে সফলকাম করি।

বইঃ আলোকিত প্রদীপ

পীরে কামেল মোকাম্মেল হযরত হাদী মৌলভী মুহাম্মদ ইয়াদুল্লাহ রহঃ এর সংক্ষিপ্ত জীবন পরিচিতি।

20/10/2024

হে রাসুল আপনাকে পাইবার আশায়
আমরা মুরিদ হয়েছি কামেল পীরের কাছে,
দয়া করে দিয়েন গো দেখা🤲
এই গোলামেরা কানতেছে😢

-হযরতুল আল্লামা হাদি মৌলভী মুহাম্মদ ইয়াদুল্লাহ পীর সাহেব কেবলা রহঃ।

ইয়াদিয়া শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় হাফেজ মুহাম্মদ ওয়ালিদ হাসান।

দারুল হাবিব ইয়াদিয়া খানকাহ শরিফ - রাজশাহী

আলহামদুলিল্লাহ💞দরবার শরীফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ৫০০ সাবস্ক্রাইব সম্পন্ন হয়েছে। দ্বীনের খেদমতের স্বার্থে সকলে সাবস্...
17/10/2024

আলহামদুলিল্লাহ💞
দরবার শরীফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ৫০০ সাবস্ক্রাইব সম্পন্ন হয়েছে।

দ্বীনের খেদমতের স্বার্থে সকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন🤍

16/10/2024

প্রেমিক ছাড়া প্রেমের মজা অন্যে বুঝে না
প্রেম না করলে মজা পাবি না,

কোন প্রেমে পড়েছিলেন ইবরাহিম খলিলুল্লাহ
ছেলেকে জবেহ দিতে যার দিল মন কাদে না
প্রেম না করলে মজা পাবি না,

প্রেমিক সেরা রাসুলকে মেরাজে ডাকিয়া
কিযে প্রেম আলাপ করলেন মওলা
চিরগুপ্ত সে রহস্য অন্যে জানে না
প্রেম না করলে মজা পাবি না,

সুবহানাল্লাহ
আশেকের প্রেম কালাম🤍

11/10/2024

এই ভালোবাসা, শ্রদ্ধা গ্রহণ করিতে করিতে তোমার নফসটা ফেরাউন হইয়া যাইবে। সাবধান খুব সাবধান।

আমাদের এই পানশালাতে দিন দুঃখিনায় সবাই রাজা স্বয়ং মাওলা জোগায় শুরা আর প্রাণে চায় যখন যা যা🖋️কালামে সুফী
09/10/2024

আমাদের এই পানশালাতে
দিন দুঃখিনায় সবাই রাজা
স্বয়ং মাওলা জোগায় শুরা
আর প্রাণে চায় যখন যা যা

🖋️কালামে সুফী

04/10/2024

আলোচনার মাঝে মাঝেই উনি দরুদ শরীফ পড়তেন
নিজেও কাদতেন আর উপস্থিত সকলকেই কাদাতেন😢

অন্যরা কান্না করলে শব্দ হতো গড়াগড়ি দিতো আর উনার চক্ষুদ্বয় অশ্রু প্রবাহমান কিন্তু কান্নার কোনো শব্দ ছিলো না।

আলোচনা করছেন আর চক্ষুদ্বয়ে অশ্রু পড়তেই আছে। সুবহানাল্লাহ।

রাব্বে কারীম তার এমন আশেকের নবীপ্রেমের বাগানের একজন নগণ্য খাদেম হিসেবে আমাদের কবুল করুন🤲

বলুন, ‘সমুদ্রগুলো যদি আমার প্রতিপালকের কথা লেখার জন্য কালি হয়ে যায়, তবে আমার প্রতিপালকের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র ...
02/10/2024

বলুন, ‘সমুদ্রগুলো যদি আমার প্রতিপালকের কথা লেখার জন্য কালি হয়ে যায়, তবে আমার প্রতিপালকের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র অবশ্যই নিঃশেষ হয়ে যাবে, যদি এর সাহায্যের জন্য আরো অনুরূপ পরিমাণ সমুদ্র নিয়ে আসি তবুও।’
(সুরা : কাহফ, আয়াত : ১০৯)

মহান আল্লাহর নিয়ামতের শুকরিয়া, তাঁর সত্তার স্বরূপ ও তাঁর গুণাবলি অন্তহীন। কিছুতেই এগুলো গুনে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ 🌺

উক্ত আয়াতের অর্থই দাদা হুজুর কুতুবুল এরশাদ সুফী হাবিবুর রহমান রহঃ উনার ভাবার্থের কালামে প্রকাশ করেছেন।

Address

Rajshahi
BINODPUR

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Habib Eyadia Khankah Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darul Habib Eyadia Khankah Sharif:

Share