দায়িত্ব

দায়িত্ব দায়িত্ব একটি অলাভজনক,
অরাজনৈতিক ও মানবকল্যাণ, সমাজকল্যাণ,
সেবামূলক প্রতিষ্ঠান.

01/05/2024

ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য

27/04/2024

#দায়িত্ব

 #দায়িত্ব সূরা আল-বাকারা আয়াত ২৭১إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ ۖ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَا...
27/04/2024

#দায়িত্ব
সূরা আল-বাকারা আয়াত ২৭১
إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ ۖ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ ۚ وَيُكَفِّرُ عَنْكُمْ مِنْ سَيِّئَاتِكُمْ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

# ইন তুবদুসসাদাকা-তি ফানি‘ইমমা-হিয়া ওয়া ইন তুখফূহা-ওয়া তু’তূহাল ফুকারাআ ফাহুওয়া খাইরুল্লাকুম ওয়া ইউকাফফিরু ‘আনকুম মিন ছাইয়িআ-তিকুম ওয়াল্লা-হু বিমা-তা‘মালূনা খাবীর।

# যদি তোমরা প্রকাশ্যে দান-খয়রাত কর, তবে তা কতইনা উত্তম। আর যদি খয়রাত গোপনে কর এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও, তবে তা তোমাদের জন্যে আরও উত্তম। আল্লাহ তা’আলা তোমাদের কিছু গোনাহ দূর করে দিবেন। আল্লাহ তোমাদের কাজ কর্মের খুব খবর রাখেন।

স্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রার (৪৫ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস) রেকর্ড ভাঙ্গার আশংকা খুবই বেশি আগামী ২৮ ও ২৯ শে এপ্র...
26/04/2024

স্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রার (৪৫ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস) রেকর্ড ভাঙ্গার আশংকা খুবই বেশি আগামী ২৮ ও ২৯ শে এপ্রিলের যে কোন দিন। সম্ভব্য জেলা: চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, পাবনা, রাজশাহী, ও চাঁপাইনবাবগঞ্জ।

খুবই জরুরী প্রয়োজন ছাড়া সকাল ১১ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে ঘরের বাহিরে বের হওয়ার থেকে বিরত থাকুন। শিশু ও বয়স্ক ব্যক্তিদের এই সময়ে ঘরের বাহিরে বের খোলা আকাশের নিয়ে অবস্থান করা জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যে কোন সময় হিটস্ট্রোক হয়ে যেতে পারে।

#দায়িত্ব

ইনশাআল্লাহ 🤲🤲🤲 #দায়িত্ব
26/04/2024

ইনশাআল্লাহ 🤲🤲🤲
#দায়িত্ব

 #দায়িত্ব যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাবেন,তারা এই বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন। কারণ বেস্ট সময়ে লাগালে survival rate...
25/04/2024

#দায়িত্ব
যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাবেন,তারা এই বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন। কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি হবে। হুজুগে লাগালেন, কিন্তু গাছ বাঁচলো না, লাভ নাই ত।

সকল গাছ সব জায়গায় লাগানোর জন্য উপযুক্ত নয়। ধরেন এমন গাছ রাস্তার divider এ লাগালেন যেগুলোর শিকড় অনেক বড় হয় বা গভীরে যায়,তাহলে হবে না। খুব বেশি শাখা প্রশাখা হয় এমন গাছ লাগালেও দেখা যাবে যানবাহন চলাচলে সমস্যা হবে।

একটা লিস্ট দিচ্ছি, চাইলে ফলো করতে পারেন।
চারা সংগ্রহের সময় অবশ্যই ভালো কোয়ালিটির চারা নিবেন। এতে ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা রাখি।

# #

রাস্তার ধার (Roadside):
1. নিম ()
2. রেইন ট্রি ( )
3. জারুল ()
4. কদম()
5. সিলভার ওক ( )
6.সোনালু

রাস্তার বিভাজক (Road Divider):
1. জবা ()
2. কান্টিকারা ( )
3. রতনগাছ ( )
4.রাধাচূড়া ()
5.দেবদারু()

পার্ক (Park):
1. বটগাছ ( )
2. কদম ()
3. চাপালিশ ()
4. কনক চাঁপা ()
5. অশোক ()

ফুটপাথ (Footpath):
1. পারুল
2. সিঙ্গাপুরের চেরি
3. ক্রিসমাস ট্রি
4.দেবদারু

খোলা জায়গা (Open Space):
1. মেহগনি ()
2. কৃষ্ণচূড়া ()
3. শিমুল ()
4. অর্জুন গাছ ()

শিক্ষা প্রতিষ্ঠান (Institutional Areas):
1. আম ()
2. কাঁঠাল ()
3. জাম্বুল ()
4. বেল ()
5. পাকুড় ()

বাড়ির আঙ্গিনা (Homestead):

ফলের গাছ
1. আম
2. কাঁঠাল
3. লিচু
4. পেয়ারা
5. নারিকেল
6. কলা গাছ
7. পপাই
8. জাম্বুল
9. কামরাঙ্গা
10. বেল

কিছু ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্ট থেকে মিক্স করেও লাগাতে পারেন।
সবাই অন্তত ৫-১০ টি গাছ লাগানোর প্রস্তুতি নেই।
ধন্যবাদ
Post : Collected.

 #দায়িত্ব যাকাত আদায় না করলে আল্লাহ তায়ালা বৃষ্টি দেয়া বন্ধ করে দেন।[ইবনে মাজাহ, ৪০১৯ নং হাদিছ]আমাদের দেশের মানুষ যাকাত ...
25/04/2024

#দায়িত্ব
যাকাত আদায় না করলে আল্লাহ তায়ালা বৃষ্টি দেয়া বন্ধ করে দেন।[ইবনে মাজাহ, ৪০১৯ নং হাদিছ]

আমাদের দেশের মানুষ যাকাত নিজে তো দেয় না অন্য কেউ দেলে বলে এত টাকা আসছে কোথা থেকে?
এদের উপরে আল্লাহর গজব আসবে না কার উপরে আসবে?

Address

Rajshahi

Telephone

01799287753

Website

Alerts

Be the first to know and let us send you an email when দায়িত্ব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দায়িত্ব:

Share