Josimuddin Shamsul Truthful Waz

Josimuddin Shamsul Truthful Waz Sheikh Jasimuddin Bin Shamsul Huda official page

18/10/2025

জান্নাত লাভের উপায়, পড়ুন, জানুন এবং সর্বোচ্চ চেষ্টায় লেগে থাকুন ❤️🌹💚

অবশ্যই 🌿
“জান্নাত ক্রয়” বা “জান্নাত অর্জন” বলতে বোঝানো হয়—মানুষ তার আকীদা, আমল ও ত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করা।
এটা কোনো অর্থনৈতিক ক্রয় নয়, বরং আল্লাহর পথে ত্যাগ, ইমান, ও সৎকর্মের মাধ্যমে জান্নাত অর্জন করা বোঝানো হয়েছে।
চলুন কুরআন ও হাদীসের আলোকে বিস্তারিত দেখি 👇

---

🕋 কুরআনের আলোকে জান্নাত ক্রয়

১️⃣ আল্লাহর পথে নিজের জীবন ও সম্পদ বিক্রি করা

> إِنَّ اللَّهَ اشْتَرَىٰ مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُم بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ
“নিশ্চয়ই আল্লাহ মু’মিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ ক্রয় করেছেন—বদলে তাদের জন্য জান্নাত।”
📖 (সূরা আত-তাওবা, ৯:১১১)

🔹 এই আয়াতেই “জান্নাত ক্রয়” ধারণার মূল কথা বলা হয়েছে।
🔹 অর্থাৎ, একজন মুমিন আল্লাহর পথে নিজের জীবন ও ধন ত্যাগ করলে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে পুরস্কৃত করেন।

২️⃣ আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে দুনিয়া বিক্রি

> وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ ۗ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ
“আর মানুষের মধ্যে কেউ কেউ নিজের প্রাণ বিক্রি করে দেয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আর আল্লাহ বান্দাদের প্রতি দয়ালু।”
📖 (সূরা আল-বাকারা, ২:২০৭)

🔹 এখানে বোঝানো হয়েছে—যে ব্যক্তি আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করে, সে আসলে জান্নাতের বিনিময়ে নিজের প্রাণ বিক্রি করেছে।

৩️⃣ জান্নাত আল্লাহর পক্ষ থেকে পুরস্কার

> إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا
“যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস অতিথিশালা হিসেবে।”
📖 (সূরা কাহফ, ১৮:১০৭)

🔹 এখানে বলা হয়েছে—সৎকর্মই জান্নাতের ‘মূল্য’।

🌹 হাদীসের আলোকে জান্নাত ক্রয়

১️⃣ সৎকাজের বিনিময়ে জান্নাত

> قال النبي ﷺ:
مَن بَنَى لِلَّهِ مَسْجِدًا بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ
“যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন।”
📘 (সহীহ বুখারী: ৪৫০, মুসলিম: ৫৩৩)

🔹 এখানে বোঝানো হয়েছে—যে আল্লাহর জন্য খরচ করে, সে জান্নাতের ঘর ‘অর্জন’ করে।

---

২️⃣ ধৈর্য ও সৎ জীবন জান্নাতের মূল্য

> قال رسول الله ﷺ:
حُفَّتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ وَحُفَّتِ النَّارُ بِالشَّهَوَاتِ
“জান্নাতকে কঠিন বিষয়ের দ্বারা বেষ্টিত করা হয়েছে, আর জাহান্নামকে ইচ্ছার দ্বারা বেষ্টিত করা হয়েছে।”
📘 (সহীহ মুসলিম: ২৮২২)

🔹 জান্নাত পেতে কষ্ট, ত্যাগ ও সংযম প্রয়োজন—এটাই জান্নাতের আসল “মূল্য”।

৩️⃣ শহীদের জান্নাত ক্রয়

> قال النبي ﷺ:
ما أحد يدخل الجنة يحب أن يرجع إلى الدنيا إلا الشهيد، فإنه يتمنى أن يرجع فيُقتل عشر مرات لما يرى من الكرامة.
“কেউ জান্নাতে প্রবেশ করার পর দুনিয়ায় ফিরে আসতে চায় না, কেবল শহীদ ছাড়া; সে চায় ফিরে এসে বারবার শহীদ হতে, কারণ সে জানে কী মর্যাদা তার জন্য রাখা হয়েছে।”
📘 (সহীহ বুখারী: ২৮১৭)

🔹 শহীদ তার জীবন দিয়ে জান্নাত ‘ক্রয়’ করে নেয়।

🌷 সংক্ষেপে জান্নাত ক্রয়ের মূল উপায়সমূহ

কাজ জান্নাতের প্রতিশ্রুতি

ঈমান ও সৎকর্ম সূরা কাহফ ১৮:১০৭
আল্লাহর পথে ত্যাগ সূরা তাওবা ৯:১১১
নামাজ, রোযা, জাকাত, হজ্জ সহীহ হাদীস
মসজিদ নির্মাণ বুখারী ৪৫০
ধৈর্য ও তাকওয়া মুসলিম ২৮২২
শহীদ হওয়া বুখারী ২৮১৭

💎 উপসংহার

“জান্নাত ক্রয়” মানে—
👉 আল্লাহর পথে নিজের জীবন, সম্পদ ও সময় উৎসর্গ করা,
👉 আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিস ত্যাগ করা।

📌🖋️জসিম উদ্দিন বিন শামসুল হোদা, অধ্যয়নরত জাউফ ইউনিভার্সিটি সৌদি আরব।

16/10/2025

কি বলতে পারেন আপনি?
আবু ত্বহা মোহাম্মদ আদনানের বৌ।

12/10/2025

কি কারণে ব্রাদার রাহুল ভাইয়ের, অক্টোবর মাসের সব মাহফিল বাতিল করা হয়েছে।

তাঁর নিজের মুখ থেকেই শুনুন, মহান আল্লাহ তাঁর উপর রহম করুন আমীন ❤️

সুখবর, সুখবর, সুখবর। আগামী নভেম্বর মাসে ড. জাকির নায়েক (হাফিজাহুল্লাহ) প্রথমবারের মতো বাংলাদেশে আগমনের দৃঢ় ইচ্ছা পোষণ ...
12/10/2025

সুখবর, সুখবর, সুখবর। আগামী নভেম্বর মাসে ড. জাকির নায়েক (হাফিজাহুল্লাহ) প্রথমবারের মতো বাংলাদেশে আগমনের দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন, মহান রব্ব কবুল করুন আমীন ❤️

চারী দিকে সবুজের সমারোহ 💙🩵💚আলহামদুলিল্লাহ! এক প্রশান্ত বিকেল দাওমাতুল জান্দালে আজ  আমরা দাওমাতুল জান্দাল ভ্রমণে গিয়েছিল...
09/10/2025

চারী দিকে সবুজের সমারোহ 💙🩵💚

আলহামদুলিল্লাহ! এক প্রশান্ত বিকেল দাওমাতুল জান্দালে

আজ আমরা দাওমাতুল জান্দাল ভ্রমণে গিয়েছিলাম।
অসীম আকাশ, নিসর্গের সৌন্দর্য আর ভ্রাতৃত্বের মধুর বন্ধনে কাটানো মুহূর্তগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে ।

এ ছিল শুধু ঘোরাঘুরি নয় — বরং আল্লাহর সৃষ্টিজগতের মাঝে তাঁর মহিমা নিয়ে চিন্তা করার এক সুযোগ

"إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ... لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ"
“নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে রয়েছে নিদর্শন তাদের জন্য, যারা চিন্তা করে।”
📖 (সূরা আলে ইমরান: ১৯০)

আল্লাহ তাআলা যেন এই সফরকে কবুল করেন, আমাদের ভ্রাতৃত্ব দৃঢ় করেন এবং ইলম ও দাওয়াতের পথে আরও একসাথে চলার তাওফিক দান করেন আমিন।

#দাওমাতুল_জান্দাল #ভ্রাতৃত্ব #ইলমী_সফর #আলহামদুলিল্লাহ #স্মরণীয়_দিন ।

নিঃসন্দেহে স্যার সব মিলিয়ে একজন যোগ্য।২০২৫-২০২৯ সেশনের জন্য বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর  কেন্দ্রীয় সভাপতি  ও সেক্রে...
04/10/2025

নিঃসন্দেহে স্যার সব মিলিয়ে একজন যোগ্য।
২০২৫-২০২৯ সেশনের জন্য বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি মনোনীত হয়েছেন হয়েছেন যথাক্রমে অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সালাফী এবং অধ্যাপক মো. আসাদুল ইসলাম।

📢 বিশেষ ঘোষণা✨ সালাফি মিডিয়া অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর উদ্যোগে 🕌  ইনশাআল্লাহ আগামি ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছেনশাহিনুর...
04/10/2025

📢 বিশেষ ঘোষণা
✨ সালাফি মিডিয়া অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর উদ্যোগে

🕌 ইনশাআল্লাহ আগামি ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছেন
শাহিনুর রহমান (মুর্শিদাবাদ, ভারত)

📌 অনুষ্ঠানের ধরণ:
জুমার খুতবা
ইসলামী কনফারেন্স
ওয়াজ মাহফিল

📞 যোগাযোগের জন্য:
👉 সরাসরি 01718046104 WhatsApp
👉 সরাসরি WhatsApp: +919733520318 (শাহিনুর রহমান)

✨ সকল আয়োজনের জন্য আজই যোগাযোগ করুন

বন্ধুবর শায়েখ মোখলেস বিন আরশাদ মাদানী হাফিঃ কে নিয়ে হসপিটালের  CCU তে।সকলে শায়েখের জন্য দুয়া করুন।শায়েখের মোবাইল গুলো  শ...
27/09/2025

বন্ধুবর শায়েখ মোখলেস বিন আরশাদ মাদানী হাফিঃ কে নিয়ে হসপিটালের CCU তে।সকলে শায়েখের জন্য দুয়া করুন।শায়েখের মোবাইল গুলো শাইখ মীর মোয়াজ্জেম হোসেন সাইফির কাছে কাছেই রয়েছে।আপাতত ওনাকে ফোনে পাবেন না।
হার্টের সর্বোচ্চ চিকিৎসকের সাথে একটু পূর্বে মিটিং সম্পন্ন হল।বিভাগীয় প্রধান সর্বোচ্চ নিজ সত্বাবধানে রেখে সর্বোচ্চ ভাল চিকিৎসার নিশ্চয়তা দিয়েছেন।আল্লাহ নিশ্চয়ই আমাদের দুয়া কবুলকরবেন আমাদের সালাফী এসোসিয়েশনের সম্মানিত মহাসচিব শাইখ ইউসুফ জাহান কে আল্লাহ কবুল করুন এভাবে ই আমরা সকল সালাফী আহলে হাদীসের ওলামাদের পাশে থাকবে সালাফি অ্যাসোসিয়েশন ইনশাল্লাহ।

মহান আল্লাহ তাঁকে সঠিক বুঝ দান করুন আমীন ❤️।কর্তৃপক্ষকে জাযাকুমুল্লাহ খইরান জাযা।
26/09/2025

মহান আল্লাহ তাঁকে সঠিক বুঝ দান করুন আমীন ❤️।
কর্তৃপক্ষকে জাযাকুমুল্লাহ খইরান জাযা।

এ্যরাবিয়্যানের স্নেহের ছোট ছোট পাখিরা ছুটি শেষে আবার এ্যরাবিয়্যানের আঙ্গিনায় উপস্থিত হতে শুরু করেছে।স্থান :- ট্রাক টা...
26/09/2025

এ্যরাবিয়্যানের স্নেহের ছোট ছোট পাখিরা ছুটি শেষে আবার এ্যরাবিয়্যানের আঙ্গিনায় উপস্থিত হতে শুরু করেছে।
স্থান :- ট্রাক টার্মিনাল, নওদাপাড়া, রাজশাহী।
যোগাযোগ ০১৯৯৬-৪৪৮৯০০

24/09/2025

প্রথমাংশ কুরআন তেলাওয়াত এবং পরের অংশ সৌদি আরবের দার্শনিক জায়গা।

দেখুন অনেক মজা পাবেন ইনশাআল্লাহ ❤️

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Josimuddin Shamsul Truthful Waz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Josimuddin Shamsul Truthful Waz:

Share

Category