03/10/2024
আপনি যেমন আপনার পৃথিবী তেমন। আপনার পৃথিবী যেমন আপনার চিন্তা -চেতনা তেমন। আপনার চিন্তা-চেতনা যেমন আপনার কর্ম তেমন। আপনার কর্ম যেমন আপনার অর্জন তেমন। আপনার অর্জন যেমন আপনি সফল তেমন। আপনার আশেপাশের সফল মানুষদের দিকে তাকিয়ে দেখুন! তাদের কারো বিরুদ্ধ কোনো অভিযোগ নেই, তারা কাজ করে কখনো হাপিয়ে উঠে না, তারা অন্যের সফলতায় কখনো ইর্ষান্বিত হয় না। তারা সবাইকে সামনে এগিয়ে দেয়, তাই বলে তারা পিছিয়ে পরে না। তারা সমস্যাকে সম্ভাবনায় রুপ দেয়, বিপদে ধৈর্য ধারন করে, হা-হুতাশ বা ভাগ্যকে দোষ দেয় না।কারো পেছনে লাগে না, অন্যের সমালোচনার সময় তাদের নেই। কেউ তাদের সমালোচনা করলে সেটাকে পজিটিভলি নিয়ে নিজেকে শোধরাতে চেস্টা করে। তারা এগিয়ে যায় পরিশ্রম আর যোগ্যতায়, বসকে তৈল দিয়ে নয়। কারণ তারা জানে তেল কমে গেলেই পিছলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যের কথা কানে নেয় না, কারো প্ররোচনায় উত্তেজিত হয় না, ভাবে আর ভাবে, তারপর নিজের মতো করে সিদ্ধান্তে আসে। নিজে কাজ করে জাহির করে না। কর্ম ক্ষেত্রে কেউ পিছনে লাগলে সে বুঝে কিন্তু বুঝতে দেয় না। আপনার কাছের সফল মানুষগুলো এমন ই হয়।
পোস্ট - এ,কে,এম কবির আহমেদঘী
লেখকঃ-ড. জে. আলী,
কথাসাহিত্যিক ও বিভাগীয় প্রধান ,
বিজনেস, আই ইউ এস।