MD Washif Iqbal Hossain

MD Washif Iqbal Hossain “The secret of getting ahead is getting started.” Start Your Journey Now. Nothing Can not Exist Forever....I am Md Washif Iqbal Hossain.

I am The Managing Derector Of CBA IT & Freelancing Institute and the Founder Of freelancing Association Advanced Rajshahi. I love my countey very much and the people also. Rajshahi Is a Education City but I want Rajshahi will be the Capital of Freelancing World.

আপনি যেমন আপনার পৃথিবী তেমন। আপনার পৃথিবী যেমন আপনার চিন্তা -চেতনা তেমন। আপনার চিন্তা-চেতনা যেমন আপনার কর্ম তেমন। আপনার ...
03/10/2024

আপনি যেমন আপনার পৃথিবী তেমন। আপনার পৃথিবী যেমন আপনার চিন্তা -চেতনা তেমন। আপনার চিন্তা-চেতনা যেমন আপনার কর্ম তেমন। আপনার কর্ম যেমন আপনার অর্জন তেমন। আপনার অর্জন যেমন আপনি সফল তেমন। আপনার আশেপাশের সফল মানুষদের দিকে তাকিয়ে দেখুন! তাদের কারো বিরুদ্ধ কোনো অভিযোগ নেই, তারা কাজ করে কখনো হাপিয়ে উঠে না, তারা অন্যের সফলতায় কখনো ইর্ষান্বিত হয় না। তারা সবাইকে সামনে এগিয়ে দেয়, তাই বলে তারা পিছিয়ে পরে না। তারা সমস্যাকে সম্ভাবনায় রুপ দেয়, বিপদে ধৈর্য ধারন করে, হা-হুতাশ বা ভাগ্যকে দোষ দেয় না।কারো পেছনে লাগে না, অন্যের সমালোচনার সময় তাদের নেই। কেউ তাদের সমালোচনা করলে সেটাকে পজিটিভলি নিয়ে নিজেকে শোধরাতে চেস্টা করে। তারা এগিয়ে যায় পরিশ্রম আর যোগ্যতায়, বসকে তৈল দিয়ে নয়। কারণ তারা জানে তেল কমে গেলেই পিছলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যের কথা কানে নেয় না, কারো প্ররোচনায় উত্তেজিত হয় না, ভাবে আর ভাবে, তারপর নিজের মতো করে সিদ্ধান্তে আসে। নিজে কাজ করে জাহির করে না। কর্ম ক্ষেত্রে কেউ পিছনে লাগলে সে বুঝে কিন্তু বুঝতে দেয় না। আপনার কাছের সফল মানুষগুলো এমন ই হয়।
পোস্ট - এ,কে,এম কবির আহমেদঘী
লেখকঃ-ড. জে. আলী,
কথাসাহিত্যিক ও বিভাগীয় প্রধান ,
বিজনেস, আই ইউ এস।

অভিনন্দন...নতুন বাংলাদেশের কর্ণধারদের
08/08/2024

অভিনন্দন...নতুন বাংলাদেশের কর্ণধারদের

সম্মানিত আবু সাঈদ, আসসালামু আলাইকুম !প্রিয় ভাই আমার ! কি বলে ডাকিবো আপনায় । বীর, মহাবীর, শহীদ নাকি মহাকালের শ্রেষ্ঠ সন্ত...
16/07/2024

সম্মানিত আবু সাঈদ,
আসসালামু আলাইকুম !
প্রিয় ভাই আমার ! কি বলে ডাকিবো আপনায় । বীর, মহাবীর, শহীদ নাকি মহাকালের শ্রেষ্ঠ সন্তান ! আজকের এই দিনে নুরুলদিনের সেই রংপুরে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেভাবে আত্মাহুতি দিলেন এমন দৃশ্য ইতিহাসে পড়েছি ! যে শহীদি তামান্না নিয়ে রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকে পরাজিত করলেন এমন ঘটনা ধর্মীয় পুস্তকে পড়েছি ! কিন্তু ২০২৪ সালের ১৬ই জুলাই বাংলার মাটিতে যে ইতিহাস তৈরি করলেন তা এই জাতির কৃতজ্ঞ সন্তানরা কিয়ামত পর্যন্ত স্মরণ করবে !
আপনিতো মহান আল্লাহর মেহমান হয়ে চলে গেলেন । আমার মতো কাপুরুষ রোজ কিয়ামতে আপনার সামনে কিভাবে দাঁড়াবো ! আল্লাহর দরবারে কি জবাব দেবো ! আপনার জন্য দোয়া করার সাহস আমার নেই । বরং আপনি আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের কাপুরুষতাকে ক্ষমা করুন ।
আপনার রক্ত- আপনার জীবন এই জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পুঁজি হয়ে আমাদের ভীরুতা এবং কাপুরুষতার সাদাকা হিসাবে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নুর হয়ে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন এই নিবেদন আপনার বিদেহী আত্মার নিকট রইলো ! আল্লাহ হাফেজ !
Copy: Golam Maula Rony

 ্রকল্পের_আওতায়_সম্পূর্ণ_ফ্রি_কোর্সে_ভর্তি_চলছে_Digital_MarketingAccelerating and Strengthening Skills for Economic Tra...
13/07/2024

্রকল্পের_আওতায়_সম্পূর্ণ_ফ্রি_কোর্সে_ভর্তি_চলছে_Digital_Marketing
Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক অনুমোদিত কম্পিটেন্সি ম্যান্ডেট অনুযায়ী নিম্নে উল্লেখিত মেয়াদে শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি রাজশাহীতে সম্পূর্ণ বিনা খরচে নিম্নে কোর্স সমূহে সরকারী খরচে বেকার, অনগ্রসর হতদরিদ্র সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধি নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণার্থীর নিকট হতে নির্ধারতি ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে #রেজিষ্টেশন_করুনঃ https://forms.gle/ixRX5K2gBMGGpqhGA
৪ মাস/৩৬০ঘন্টার এই ট্রেনিং প্রগ্রামের জন্য অগ্রাধিকার পাবে (২২-৫০) বছর বয়সের ফ্রিল্যান্সিং শিখতে ও করতে আগ্রহী যেকোন নারী। শুধু প্রয়োজন আগ্রহ, স্বদিচ্ছা এবং ইন্টারনেট সংযোগ সহ একটি ল্যাপটপ বা কম্পিউটার।
#সুযোগ_সুবিধাসমূহঃ
* নিয়মিত উপস্থিতির ভিত্তিতে প্রতি মাসে(৩মাস) প্রশিক্ষণ ভাতা সাধারন নারী ১৫০০ টাকা (প্রতিবন্ধি ও নৃ-গোষ্ঠীর ২০০০) টাকা প্রদান করা হবে। (বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষ)
* দৈনিক ৬০ টাকা হারে মাসিক সবোর্চ্চ ১৩৫০ টাকা যাতায়াত ভাতা প্রদান করা হবে (৪ মাস)। (বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষ)
* কোর্স শেষে সরকারি সার্টিফিকেট ও জব প্লেসমেন্টের সুবিধা।
#বিঃদ্রঃ ট্রেনিং শেষে মূল্যায়ন পরীক্ষায় কৃতকার্য না হলে সার্টিফিকেট এবং যাতায়াত ও সম্মানী ভাতা প্রদান করা হবে না। কর্তৃপক্ষ যে কোন সময়ে উক্ত সময়সূচী ও যে কোন ধরনের বিষয়ের উপর পরিবর্তন করতে পারবে।

এইটার মানে শুধু মাত্র ৯০ দশকের ছেলে মেয়েরাই বুঝতে পারবে ❤️
13/06/2024

এইটার মানে শুধু মাত্র ৯০ দশকের ছেলে মেয়েরাই বুঝতে পারবে ❤️

07/05/2024

আলহামদুলিল্লাহ!!!
অবশেষে রহমতের বৃষ্টি!!!

ছবিটা দেখা মাত্র কোন কবিতাটার কথা মনে পড়ে?
01/05/2024

ছবিটা দেখা মাত্র কোন কবিতাটার কথা মনে পড়ে?

তোমার জন্য কৃষ্ণচূড়ার লাল,তোমার জন্য জমিয়ে রাখা অভিমানের অযুত কোটি কাল।তোমার জন্য পুড়ে যাওয়া মন,তোমার জন্য পুষে রাখাএকশো...
28/04/2024

তোমার জন্য কৃষ্ণচূড়ার লাল,
তোমার জন্য জমিয়ে রাখা
অভিমানের অযুত কোটি কাল।

তোমার জন্য পুড়ে যাওয়া মন,
তোমার জন্য পুষে রাখা
একশো আকাশ সেই সে কথা
আরও না-হয় 'থাকো কিছুক্ষণ'।

তোমার জন্য বৃষ্টি মূখর দিন,
তোমার জন্য জমিয়ে রাখা বুকে
হয়নি বলা 'অনেক কথার ঋণ'।

তোমার জন্য আকাশ দেখা বিকাল,
তোমার জন্য ঘুমভাঙা ভোর
রাত্রি শেষের স্নিগ্ধতম সকাল।

তোমার জন্য কৃষ্ণচূড়ার লাল,
তোমার জন্য জমিয়ে রাখা
অভিমানের অযুত কোটি কাল।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when MD Washif Iqbal Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Washif Iqbal Hossain:

Share

Our Story

Nothing Can not Exist Forever....I am Md Washif Iqbal Hossain. I am The Managing Director Of CBA IT & Freelancing Institute and The Division Coordinator of Bangladesh Uddokta Poribar and The Organize Secretary of Rajshahi Freelancing Association also The Founder Of freelancing Association Advanced Rajshahi. I love my country very much and the people also. Rajshahi Is a Educational City but I want Rajshahi will be the Capital of Freelancing World.