Natore News - আমাদের নাটোর

Natore News - আমাদের নাটোর সরাসরি নাটোর শহর থেকে পরিচালিত।নাটোরের যেকোন News Update পেতে লাইক দিয়ে একটিভ থাকুন আমাদের সাথে থাকুন

আলহামদুলিল্লাহ,,♥️♥️নাটোর মানেই ব্রান্ড,,,💙💙হোটেল ছোট,,তবুও নামাজ কায়েমএর জন্য ঘর বরাদ্দ রেখেছে,,, শুকরিয়া কোথায় বলেন তো...
20/09/2025

আলহামদুলিল্লাহ,,♥️♥️
নাটোর মানেই ব্রান্ড,,,💙💙
হোটেল ছোট,,তবুও নামাজ কায়েম
এর জন্য ঘর বরাদ্দ রেখেছে,,,
শুকরিয়া কোথায় বলেন তো?

18/09/2025

নাটোরে রোড লাইটিং এর কি বেহাল দশা একদিনেই লাইট কেটে নষ্ট হয়ে গেল 😢

05/09/2025

নাটোর স্টেডিয়ামে ফুটবল খেলা শুরু হবে আজ বিকাল তিনটায়

03/09/2025

নাটোর পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড থেকে নতুন নতুন ডা/য়/রি/য়া রোগী আসছে নাটোর সদর হাসপাতালে। বঙ্গ জলের এদিক থেকে অনেকেই ভর্তি হাসপাতালে

02/09/2025
01/09/2025
সবাই শেয়ার করে দিন
01/09/2025

সবাই শেয়ার করে দিন

নাটোর জনসেবা হাসপাতালের মালিক ডাক্তার আমিনুর ইসলামের গ*লা কা*টা লা-শ উ-দ্ধা-রসবাই বেশি বেশি শেয়ার করে দিন
01/09/2025

নাটোর জনসেবা হাসপাতালের মালিক ডাক্তার আমিনুর ইসলামের গ*লা কা*টা লা-শ উ-দ্ধা-র
সবাই বেশি বেশি শেয়ার করে দিন

01/09/2025

নাটোর জনসেবা হসপিটালের মালিক ড: আমিনুল ইসলামের গলা কাটা লাশ জনসেবা হসপিটালের ৩ তলা তার নিজ রুম থেকে উদ্ধার করছে পুলিশ..

30/08/2025

য়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকা শ্যামলী খাতুনকে (৩০) গলাকেটে হত্যা করেন সুজন (৪০)। হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের কাছে ধরা পড়েন তিনি। গতকাল সোমবার রাতে কমলাপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুজনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ।

নিহত শ্যামলীর গ্রামের বাড়ি নাটোর। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন বিভাগে চাকরি করতেন।

পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, গতকাল সোমবার রাতে কমলাপুর রেলস্টেশন এলাকায় শ্যামলীকে গলাকেটে হত্যা করেন সুজন। হত্যার পর সুজন পালিয়ে যাওয়ার সময় সেখানে উপস্থিত মানুষের সহায়তায় রেলওয়ে পুলিশ তাঁকে আটক করে।

"সুজন জিজ্ঞাসাবাদে" - পুলিশকে জানিয়েছে, শ্যামলীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু শ্যামলী তাঁকে বিয়ে করতে রাজি না হওয়ায় এবং অন্য কারও সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ থেকে শ্যামলীর প্রতি ক্ষোভ তৈরি হয় সুজনের। শ্যামলীকে হত্যার পরিকল্পনা করেন।

"শ্যামলীর মা পুরো উলটো কথা বলেছে"-- শ্যামলীর ১০ বছর আগে বিয়ে হয়েছে, একটা মেয়ে আছে। চাকুরী সুবাদে সুজন প্রেমের ফাঁদে ফেলে সেই সংসার থেকে তালাক দেয়ায়। নিজে বিবাহিত হওয়ায় বিয়ে না করে এক সাথে বসবাস করতে থাকে। ফলে শ্যামলী বাবার বাড়ি ফিরে আসে। বাবা-মা আবার বিয়ে দেয়। এবার সুজন নতুন স্বামীর কাছে আগের বিশেষ মুহুর্তের ছবি ভিডিও পাঠায়। ফলে এই সংসারও ভেঙে যায়। শ্যামলী সব বাদ দিয়ে লেখা পড়া শুরু করে। কারিগরি বোর্ড থেকে চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও অংশ নেয়। তারপরও সুজন এসব ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে শুরু করে প্রতারনা। যার অংশ হিসেবে এই হত্যাকান্ড।

গতকাল শ্যামলীকে ফোনে নাটোর থেকে ঢাকায় আসতে বলেন সুজন। ওই দিন বিকেলে শ্যামলী খাতুন নাটোর থেকে ঢাকায় আসেন। সুজন ও শ্যামলী খিলগাঁও দেখা করেন। এরপর রেললাইন ধরে তাঁরা হাঁটতে হাঁটতে কমলাপুর স্টেশনের দিকে যান। রাত সাড়ে ৮টার দিকে স্টেশনের নির্জন জায়গায় শ্যামলীকে ধাক্কা মেরে ফেলে মুখে ও গলায় ছুরিকাঘাত করেন। পুরো হত্যাকাণ্ডটি সিসি ক্যামেরায় ধরা পড়ে।

গত রাতে নাটোর সুগার মিলে প্রায় ১ কোটি টাকার যন্রাংশ ডাকাতি 😰
04/08/2025

গত রাতে নাটোর সুগার মিলে প্রায় ১ কোটি টাকার যন্রাংশ ডাকাতি 😰

আমাদের নাটোর রাজবাড়ির ১ অংশ রাজতরফ দৃশ্য ।  কেউ চিনে থাকলে বলবেন।  এবং কে কোন থানা থেকে দেখছেন .???       #ভিউ          ...
01/06/2025

আমাদের নাটোর রাজবাড়ির ১ অংশ রাজতরফ দৃশ্য । কেউ চিনে থাকলে বলবেন। এবং কে কোন থানা থেকে দেখছেন .??? #ভিউ #নাটোররাজবাড়ি

Address

Rajshahi
NATORE,RAJSHAHI

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natore News - আমাদের নাটোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Natore News - আমাদের নাটোর:

Share