10/12/2023
বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে প্রতি বছর পালিত হয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ - সিক্সটিন ডেইজ অফ এক্টিভিজম। ব্রিটিশ কাউন্সিলের কর্মকাণ্ডের মূলে লিঙ্গ-সমতা এবং বৃহত্তর উন্নয়নে নারীর অন্তর্ভুক্তি সার্বিকভাবে অন্তর্নিহিত। সেই সূত্র ধরেই এই বছরের শুরুতে পালিত হয়েছে ওয়াও বাংলাদেশ ফেস্টিভাল ২০২৩, যে উৎসবের মাধ্যমে আমরা উদযাপন করেছি বাংলাদেশের অসংখ্য অদম্য নারীদের সংগ্রাম ও সাফল্য।
আজ শুনব নজরুল ইসলাম রিতু'র গল্প, যিনি বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার চেয়ারম্যান। কঠোর পরিশ্রম এবং উন্নয়নমূলক ভাবনার মাধ্যমে কীভাবে ঝিনাইদহের ত্রিলোচনপুরের চেয়ারম্যান হিসেবে তিনি আত্মপ্রতিষ্ঠা করেছেন, সেই অনুপ্রেরণাময় গল্প বলেছেন, ওয়াও বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৩-এর ওয়াও বাইটস পর্বে।
ওয়াও ফেস্টিভাল সম্পর্কে আরো জানতে ক্লিক করুন এখানেঃ https://www.britishcouncil.org.bd/.../progr.../arts/wow-2023