ওয়াজ মাহফিল -Waj Mahfil

  • Home
  • ওয়াজ মাহফিল -Waj Mahfil

ওয়াজ মাহফিল -Waj Mahfil We stand for truth and beauty...

25/09/2024

ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি কে নিয়ে যা বললেন মুফতি আমির হামজা ...

“ছাত্রশিবিরের কার্যক্রম অনেকের কাছে নতুনত্ব মনে হচ্ছে। মূলত ফ্যাসিস্টরা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কারণে আমাদের কার্যক্রম...
24/09/2024

“ছাত্রশিবিরের কার্যক্রম অনেকের কাছে নতুনত্ব মনে হচ্ছে। মূলত ফ্যাসিস্টরা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কারণে আমাদের কার্যক্রম সম্পর্কে সাধারণ ছাত্র-জনতার জানার সুযোগ কম ছিল। হয়তো এ কারণে অনেকের কাছে ছাত্রশিবির নতুন করে কার্যক্রম শুরু করছে বলে মনে হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির পরিচয় মিডিয়ার সামনে আসায় অনেকেই অবাক হচ্ছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকেই ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়। অথচ সেই ঢাবিতে শিবিরের কার্যক্রম থাকবে না এটা কীভাবে সম্ভব!”
- জাহিদুল ইসলাম
সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

24/09/2024

চরমোনাই পীরের সেই কথাগুলো ?
চাটুকার ও শাহবাগী হুজুরদের বিরুদ্ধে কঠিন হুংকার রফিকুল ইসলাম মাদানী ।

23/09/2024

যারা বলেন কেন ইসলামী ছাত্রশিবির প্রকাশ্যে এসে কাজ করেনি তারা আছেন মায়ের কোলে ।

ঢাবিতে ছাত্রশিবির সভাপতির প্রকাশ্যে আসা নিয়ে যা বললেন. জামায়াতের নেতৃবৃন্দরা।

21/09/2024

সিলটি ভাইদের সাথী সমাবেশ, মাশা-আল্লাহ্ এই পরিমান সাথী আছে!

এত্ত সাথী যে এলাকায় আছে সেই এলাকা ইসলামের জন্য অনেক উর্বর এলাকা।

১৬ বছরের নির্যাতনের ভিতর দিয়ে এত সাথী বানানো সত্যি অবাক করার বিষয়। অব্যাহত দাওয়াতি কাজের ফসল।

08/09/2024

আপনি কাকে দেখতে চান আগামী নির্বাচনে সরকার ক্ষমতায় ?

26/08/2024

কোনো মানুষ বিপদে পড়লে তাকে নিয়ে ট্রল করা ঠিক না: জামায়াতের আমীর

২০১৮-র নিরাপদ সড়ক আন্দোলন বাংলাদেশে কার্যকর সড়ক নিরাপত্তার দাবিতে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট ২০১৮ পর্যন্ত সংঘটিত একটি আন্দো...
04/08/2024

২০১৮-র নিরাপদ সড়ক আন্দোলন বাংলাদেশে কার্যকর সড়ক নিরাপত্তার দাবিতে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট ২০১৮ পর্যন্ত সংঘটিত একটি আন্দোলন বা গণবিক্ষোভ। ঢাকায় ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দ্রুতগতির দুই বাসের সংঘর্ষে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও দিয়া নিহত হয় ও ১০ জন শিক্ষার্থী আহত হয়। এই সড়ক দুর্ঘটনার প্রেক্ষিতে নিহত দুই কলেজ শিক্ষার্থীর সহপাঠিদের মাধ্যমে শুরু হওয়া এই বিক্ষোভ পরবর্তীতে সারাদেশে ছড়িয়ে পড়ে এবং নৌমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে।

03/08/2024

ঢাকার শহীদ মিনারে লাখো মানুষের এই উপস্থিতি জানান দিচ্ছে এখনো জনস্রোত থামছেনা। পুরো ঢাকাবাসী শহীদ মিনার অভিমুখে যাত্রা করেছে।

02/08/2024

ইন্টারনেট ব্লাকআউট এর প্রস্তুতি হিসাবে অনেকে ব্রিজফাই অ্যাপ ব্যবহার করার কথা বলেন। কন্তু এই অ্যাপ কিভাবে কাজ করে সেটাই তারা জানান না। শুরুতে ভিডিওটি দেখে নিন। ভিডিও দেখা মাত্রই প্রায় ৮০-৯০ শতাংশ বুঝে যাবেন।

এবার এটা পড়ুন। পথমে জেনে নেই ব্রিজফাই কিভাবে কাজ করে। ব্রিজফাই (Bridgefy) অ্যাপটি মেসেজিং সেবা দিয়ে থাকে যা ইন্টারনেট কানেকশন ছাড়াই কাজ করে। এটি ব্লুটুথ এবং মেশ নেটওয়ার্কিং প্রযুক্তি ব্যবহার করে কাজ করে, ফলে এটি ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কার্যকর হয়।

—ব্লুটুথ কনেকশন: এই অ্যাপটি ব্লুটুথের মাধ্যমে নিকটবর্তী ডিভাইসগুলোর সাথে সরাসরি সংযোগ স্থাপন করে।
—মেশ নেটওয়ার্কিং: মেশ নেটওয়ার্কিং ব্যবহারের মাধ্যমে, অ্যাপটি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে মেসেজ করে, ফলে মেসেজ আরও দূরে যেতে পারে যতক্ষণ না এটি প্রাপক পর্যন্ত পৌঁছায়।
—অফলাইন মেসেজিং: ইন্টারনেট কানেকশন ছাড়া, শুধুমাত্র ব্লুটুথ এবং মেশ নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন।
—দূরত্ব: সাধারণত ব্লুটুথের রেঞ্জের মধ্যে সরাসরি মেসেজ পাঠানো যায়। সাধারণত ৩৩০ ফুট বা ১০০ মিটার পরিসরের মধ্যে ব্রিজফাই কাজ করে। তবে মেশ নেটওয়ার্কের মাধ্যমে এই রেঞ্জ আরও বেড়ে যায় কারণ একাধিক ডিভাইস মেসেজটি ফরোয়ার্ড করে।
—তবে, এই অ্যাপটি সঠিকভাবে কাজ করার জন্য আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদেরও অ্যাপ্লিকেশনটি থাকতে হবে, না হলে বার্তাগুলি পাঠানো হবে না কারণ অ্যাপ্লিকেশনটি ব্লুটুথ ব্যবহার করে, এসএমএস বা ইন্টারনেট নয়।

যেভাবে ব্যবহার করবেন: (কালেক্টেড)
—ইন্টারনেটের সাথে সংযোগ করুন (শুধুমাত্র অ্যাপটি প্রথমবার ব্যবহার করার জন্য)।
—একবার হয়ে গেলে, আপনাকে যা করতে হবে তা হল আপনার স্মার্টফোন ডিভাইসে (অ্যান্ড্রয়েড এবং আইফোন) ব্লুটুথ, "চালু" করুন।
—এখন, অ্যাপটি পুরোপুরি বন্ধ করুন।
—তারপর, আপনি আপনার ইন্টারনেট বন্ধ করে অ্যাপটি খুলতে পারেন এবং এর সেবা উপভোগ করতে পারেন।

ব্রিজফাই অ্যাপটি মূলত এমন পরিস্থিতিতে ব্যবহার করা হয় যেখানে ইন্টারনেট অ্যাক্সেস নেই, যেমন বড় ইভেন্ট, প্রাকৃতিক দুর্যোগ, বা গ্রামীণ এলাকা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when ওয়াজ মাহফিল -Waj Mahfil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ওয়াজ মাহফিল -Waj Mahfil:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share