Háy Mähîm?

Háy Mähîm? . You are always beautiful is the eyes of the rights person.....😼

অমীমাংসিত অধ্যায়ের শেষ অনুচ্ছেদ 💔🦋

08/01/2025

তুমি ঘন্টার পর ঘন্টা অনলাইনে থেকেও মেসেজ সিন করো না, রিপ্লাই দেওনা। এসে একটা ছোট্ট মেসেজ দেওয়ার সাথে সাথে আমি লম্বা একটা রিপ্লাই দেই; তোমার এক কথার উত্তরে আমি রচনা লিখি আর তাতেই ভাবলে আমি সস্তা!? তোমাকে অনলাইনে না-পেয়ে, তোমার মেসেজ না-পেয়ে অভিমানের স্বরে রাগ দেখিয়ে কথা বলি; আর তুমি ভাবলে আমি বদমেজাজী রাগী!? আরে বোকা এটা আমার ভালোবাসা ছিলো তোমার জন্য। কিন্তু তুমি বুঝলে না, সস্তা ভেবে ফেলে দিলে! আবার ভালোবাসা পাওনা বলে পুরো দুনিয়ায় প্রচার করে বেড়ালে!? ভালোবাসার বদনাম করে গেলে!

03/10/2024

যারা হাসে, তারা সুন্দর। আর সৌন্দর্যের শক্তি কল্পনাতীত। ‘হেমলক সোসাইটি’ সিনেমায় পরমব্রত একটা গল্প বলেছিলেন। গোল্ডেন গেট ব্রিজের কাছে পাওয়া একটা সু***সা**ইড নোটের গল্প। যেখানে লেখা ছিল, আমি এই ব্রিজটা ধরে হেঁটে যাচ্ছি। কেউ যদি একবার আমার দিকে তাকিয়ে হাসে, আমি আর এই ব্রিজ থেকে ঝাঁপ দিবো না।

চিঠিটা সুন্দর, কিন্তু গল্পটা কুৎসিত। লোকটি ম**রে গিয়েছিল। পরমব্রত বিদ্রুপ করেছিলেন- সেদিন যদি কেউ রাস্তায় একটিবার ইনার দিকে তাকিয়ে হেসে দিতো, কী অঘটন'টাই না ঘটত। একটা জ্বলজ্যান্ত মানুষ বেঁচে যেত, একটা জীবন বেঁচে যেত।

যারা হাসে, তারা বাঁচে। বাঁচায়। হাসা জরুরি। দু'লাইন লিখে যারা আমায় হো হো করে হাসায় প্রায়শই, আমি তাদের ভালোবাসি। মিমস শেয়ার করে টাইমলাইন ভর্তি করে ফেলা প্রতিটি মানুষ আমার পছন্দ। একটা ভারী মুহূর্ত, দু'টো শক্তিশালী পাঞ্চলাইনের তলায় চাপা পড়ে যাদের অনর্গল কথা বলায়, আমি ওদের ভালোবাসি।

প্রতিটা হাস্যোজ্জ্বল মানুষ আমার প্রিয়। একটা হাসিমুখের দাম একশো কোটি টাকা। আমি ওদের থেকে শিখি। শিখি, প্রসারিত ঠোঁটের ফাঁক-ফোকরে কী করে আটকে রাখতে হয় আস্ত মানুষ, স্মৃতি, সময়, গোপন।

অমন না যে ওরা সবাই সুখী মানুষ। ওদের কোনো দুঃখ নেই। আলবৎ আছে। হয়তোবা একটু বেশীই আছে। তাও ওরা হাসে। হয়তবা ওরা বিশ্বাস করে চাণক্য। সুখী মুখচ্ছবি নিয়ে চাণক্য'র চমৎকার একটা উক্তি আছে।

'তুমি যে ভেতর থেকে ভেঙে পড়েছ, কাউকে বুঝতে দিয়ো না। মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়।

©Shakhawat Hossen

27/09/2024

মানুষ মূলত চাঁদের মতন একা 🤎

27/09/2024

মানুষ দেখতে ইচ্ছে হলে
আমি যে মুখগুলো দেখতাম
একটা দীর্ঘ সময় পর তাকিয়ে দেখি;
তাদের কেউই আসলে মানুষ না।
যাদেরকে মানুষ ভেবে এসছি
তাদের প্রত্যেকের মুখের উপরই ছিল
একেকটা লং-লাস্টিং মুখোশ।

26/09/2024

আমি 'শুভ রাত্রি' বললেই
তোমাকেও কেনো বলে দিতে হবে 'শুভ রাত'!
শাব্দিক অক্ষর নয়, মন পড়তে শিখো।

কিছু শুভ রাত্রির আড়ালে অভিমান লিখা থাকে,
লিখা থাকে; আজ রাতে ঘুমেদের ছুটি দিক।
গল্পেরা ডালপালা মেলে দিক আকাশের বুকে।
অচেনা আঁধার দিবসের আলো নিয়ে আসুক,
কিছু রাত 'শুভরাত্রি' ছাড়াই শুভ হোক।

26/09/2024

আমি যতবার ঘুরে দাঁড়িয়েছি জীবন রাস্তায়- ইউটার্ন হিসেবে পেয়েছি দুঃখ। দুঃখ আমায় ব্যর্থ হতে দেয়নি।

26/09/2024

শহর জুড়ে বৃষ্টি নামুক,
তুমি খুঁজে নিও ঠাঁই।
প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক,
আমি তোমাকে চাই।

23/09/2024

মুখে হাসি রাখি বলে, বুকে রাখা বিষাদের মর্ম কেও বোঝে না।

23/09/2024

বিশ্বাস হলো মানুষের সবচেয়ে কোমল ময় আবেগ, একবার ভেঙ্গে গেলে দ্বিতীয়বার পরিপূর্ণ করা যায় না।

21/09/2024

একদিন ঝড় আসে। অনেক স্বপ্ন দিয়ে তীল তীল করে গড়ে তোলা স্বপ্নের ঘরখানা ভেঙে তছনছ করে দিয়ে চলে যায়। মানুষটা শুধু চেয়ে দেখতে থাকে কেমন করে, প্রিয় বলা মানুষটা অপ্রিয় হয়ে ওঠে। ভালোবাসার কথা বলে কী নিষ্ঠুরভাবে একটা গোলপালে হত্যা করে চলে যায় আরেকটা মানুষ। সঙ্গে করে নিয়ে যায় গোটা আকাশ। চোখ ভিঁজে ওঠে। ছোট বাচ্চাদের মত মানুষটা জানতে চায়, আমার অপরাধ কী? আমি কি করলাম? কেন আমার হৃদয়খানা ভেঙে চূর্ণবিচূর্ণ করলো? কেন আমাকে বলা গেলোনা ছেড়ে যাওয়ার কারণ? মানুষটা দিনটা যেমন তেমন কাটলেও রাতে তাকে তাড়িয়ে বেড়ায় স্মৃতির ছাড়পোঁকা। জীবনের বুকের উপর বিচ্ছিরিভাবে কাটাকুটি ওরা। চোখের হাতে-পায়ে ধরেও খুঁজে পাওয়া যায় না একচিমটি ঘুম। এতকিছুর পরও একটা প্রশ্নের উত্তর মিলে না; আমার দোষটা কি?

21/09/2024

| বিশ্বাসঘাতক |

নদীকে আপনি যতই ভালোবাসেন, সুযোগ পাইলে আপনাকে ভাসিয়ে দিবেই।

14/09/2024

নিজের কাছে আমি নিজেই প্রশ্নবোধক রেখা..!!!!

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Háy Mähîm? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share