Toufika.com

Toufika.com I love meeting new people and exploring new places. http://toufika.com .. “LET'S TUNE UP OUR THINKING!!! ”

Life is a journey, and I choose to live it with love, affection, and joy — guided by faith and a peaceful heart.

05/08/2025
21/07/2025

বৈবা‌হিক ধর্ষণ, একা‌ধিক বি‌য়ে ও তিন তালাক প্রসঙ্গ
প্রতিটা লাইন ২ বার করে পড়বেন এরপর মন্তব্য করেন

বাস্তবঘটনা বল‌ছি।
ফতওয়া‌-টে‌বি‌লের কা‌হিনী।

স্বামী-স্ত্রী দুজনই হা‌জির। সা‌থে স্ত্রীর মা, তথা স্বামীর শাশু‌ড়িও র‌য়ে‌ছে। সমস‌্যা হ‌লো স্বামী স্ত্রী‌কে ৩তা‌লাক দি‌য়ে‌ছে। প্রেক্ষাপট জিজ্ঞাস কর‌ার পর যা জান‌া গেল, তা মোটা‌মো‌টি এরূপ :

স্বামী আজ দু মাস থে‌কে ‘ক্ষুধার্ত’। স্ত্রী তা‌কে সু‌যোগই দেয় না। স্ত্রী ১৬/১৭বছর বয়সী নিজ কণ‌্যা‌কে নি‌য়ে নিয়‌মিত ঘু‌মায়, স্বামীর কা‌ছে আসেও না, স্বামী‌কে ঘেষতেও দেয় না। স্বামী বেচারা ক‌য়েকবছর বি‌দেশ করার পর এখন ছু‌টি‌তে বা‌ড়ি‌তে। মাঝবয়‌সের চ‌ল্লি‌ষোর্ধ পুরুষ। প্রথম দি‌কে খুনসু‌টি ও মানঅ‌ভিমান পর্যা‌য়ে‌ সীমাবদ্ধ ছিল। প‌রে তা নিয়‌মিত ঝগড়া‌বিবা‌দে প‌রিণত হয়। সব‌শে‌ষে একেবা‌রে ৩তালা‌কে গি‌য়ে গড়ায়।

ঘটনার দিন দুপুর রা‌তে এ দম্প‌ত্তির ঝগড়া বাঁ‌ধে। স্বামী সইতে না পে‌রে প্রথ‌মে হা‌ড়ি পা‌তিল পিটা‌পি‌টি করে‌ছিল। প‌রে ক্রোধা‌ন্বিত হ‌য়ে তালাক দি‌য়ে দেয়- ৩তালাক।
স্বামীর দাবী হল, আজ দু মাস থে‌কে সে একবা‌রের জ‌ন্যেও আমা‌কে সু‌যোগ দেয়‌নি। বরং ডাক‌লে ও অশ্লীল গালাগাল শুরু ক‌রে দেয়।
স্ত্রীর কথা ছিল, বুড়াকা‌লে এগু‌লি কী? মে‌য়ে‌ ও ছে‌লেরা এখন বড় হ‌য়ে‌ছে। এ বয়‌সে বেটা মাইষের সা‌থে কেম‌নে শুইবে? স্ত্রী‌ ‌মিল‌নে বিলকুল অনীহ ছিল। অথচ স্বামী পূর্ণ ক্ষুধার্ত ছিল। স্ত্রীর এ গোয়ার্তু‌মি‌তে পূর্ণ সমর্থন ছিল শাশু‌ড়ির। এ বু‌ড়ো ম‌হিলার উচিত ছিল ‌নিজ মে‌য়ে‌কে বুঝা‌নো, যেন স্বামী‌কে কিছু হ‌লেও সময় দেয়। কিন্তু না, বরং দুজন মি‌লেই পুরুষের ওপর মান‌সিক নির্যাতন শুরু ক‌রে। তা‌কে অশ্লীল ভাষায় গা‌লিগালাজ কর‌তে থা‌কে। বৈধ স্ত্রীর সা‌থে সহবা‌সের ইচ্ছা‌পোষণ না‌কি লুচ্চা‌মি, বদমা‌য়ে‌শি। কী আশ্চর্য ব‌্যাপার।
শেষ‌মেষ যখন এ ঝগড়া তালাক পর্যন্ত গড়াল, তখন তা‌দের হুঁশ আস‌লো। তারা বুঝ‌তে পার‌লো তালা‌কের চাইতে বৈবা‌হিক ধর্ষণ অ‌নেক ভা‌লো। দ্বিতীয় বি‌য়েও অ‌নেক সহনীয়। এখন দু ম‌হিলার কান্নাকা‌টি শুরু, ছে‌লে‌-মে‌য়ে‌দের বি‌য়ে করা‌নোর বয়‌সে মা এখন কোথায় যা‌বে?

এঘটনা উল্লেখ করার উদ্দেশ‌্য, ক‌থিত বৈবা‌হিক ধর্ষণের হা‌কিকত বুঝা। অ‌নিচ্ছা স‌ত্ত্বেও স্বামীর যৌনাচা‌হিদা পূরণ না করলে কী কী ক্ষ‌তি র‌য়ে‌ছে।

স্ত্রী তার স্বামী বৈধ সম্ভোগপাত্র। তার সা‌থে যখন তখন সহবাস করার অ‌ধিকার শরীয়ত স্বীকৃত। হাঁ, স্ত্রীর অসুস্থতা বা ওজ‌রের বিষয়‌টি লক্ষ‌্য রাখা উচিত। না-রাখা নৈ‌তিকতা প‌রিপন্থী, তবে আইনপ‌রিপন্থী নয়।

একটু ব‌য়েষ হ‌লে স্ত্রী‌দের ম‌ধ্যে নানা কার‌ণে যৌন অনীহা সৃ‌ষ্টি হয়। ছে‌লে‌মে‌য়ে বড় হ‌য়ে‌ছে, ‌গোসল কর‌লে লো‌কেরা কী বল‌বে, সন্তান ধার‌ণের ভয়, শা‌রিরীক দুর্বলতা ইত‌্যা‌দি। পক্ষান্ত‌রের পুরুষ থা‌কে সবল, শ‌ক্তিশালী, আগ্রহী, অনুভূ‌তিশীল, ভয়-লজ্জাহীন। এক্ষে‌ত্রে সমাধা‌নের উপায়‌ কি? সে কোথায় তার যৌনচা‌হিদা পূরণ কর‌বে?
সে‌ক্ষে‌ত্রে ৪‌টি অপশ‌নের যে‌কো‌নো ১‌টি অবশ‌্যই গ্রহণ কর‌তে হ‌বে। তন্ম‌ধ্যে ২টি বৈধ, ২টি সম্পূর্ণ হারাম।

১। স্বামী দ্বিতীয় বি‌য়ে কর‌তে পা‌রে। কিন্তু এক্ষে‌ত্রে পা‌রিবা‌রিক ও সাম‌া‌জিক অসহ‌যো‌গিতা পূর্ণ মাত্রায় র‌য়ে‌ছে। স্ত্রী গু দেখ‌তে পার‌বে, কিন্তু সতীন দেখ‌তে পার‌বেনা। তা ছাড়া বহু স্বামীর দ্বিতীয় বি‌য়ের অ‌র্থিক সঙ্গ‌তি নাই।

২। স্ত্রী দ্বিতীয় বি‌য়ে না-মান‌লে স্বামী পরনারী‌তে আসক্ত হ‌য়ে পড়‌বে। পরকীয়া জ‌ড়ি‌য়ে পড়‌লে দু‌নিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ।

৩। স্বামী প‌তিতাল‌য়ে গি‌য়ে সাম‌য়িক চা‌হিদা পূরণ কর‌বে। এতেও উপ‌রিউক্ত উভয়‌বিধ ক্ষ‌তি র‌য়ে‌ছে। সা‌থে র‌য়ে‌ছে স্বাস্থ‌্যঝুঁ‌কি। কো‌নো মু‌মিন এ দু অপশন গ্রহণ কর‌তে পা‌রে না।
এ দুই ক্ষে‌ত্রে পা‌পের দায় এবং সংসারিক অশা‌ন্তির দায় স্ত্রী এড়া‌তে পা‌রে না।

রইল স্বামী‌কে সহবা‌সে স্বাগত জানা‌নো। খা‌নিক কষ্ট হ‌লেও স্বামী‌কে বিপথগা‌মিতা হ‌তে রক্ষা করা জরুরী। এতে উভ‌য়ের নে‌কিও র‌য়ে‌ছে। তা ছাড়া স্বামীর‌ যৌনচা‌হিদা নিবার‌ণে স্ত্রীর হা‌তে নানা কৌশল র‌য়ে‌ছে, নির্ধা‌রিত পদ্ধ‌তি গ্রহণ জরুরি নয়।

‌মোটকথা, জোরপূর্বক স্বামীসহবাস‌কে অপরাধ সাব‌্যস্ত কর‌লে স্ত্রী‌দেরই ক্ষ‌তি। তাদের ঘ‌রে হয়ত সতীন আস‌বে, নতুবা তারা স্বামী‌কে পাপাচা‌রের দি‌কে ঠে‌লে দি‌বে, যার দায় স্ত্রী‌কেও বহন কর‌তে হ‌বে।
নারীরাই সিদ্ধান্ত নিক তারা কী কর‌বে?

Modern Women Want a Husband—But Reject Everything That Makes a WifeShe wants a ring without your rules.She wants your na...
21/07/2025

Modern Women Want a Husband—But Reject Everything That Makes a Wife

She wants a ring without your rules.

She wants your name without your leadership.

She wants the wedding photos, the honeymoon, and the lifestyle…

But none of the duties that come with being a wife.

Let’s break it down:

---

1. She Wants the Role—Without the Responsibility

She says she wants to be a wife…

But she doesn’t want to serve.

Doesn’t want to submit.

Doesn’t want to follow.

She thinks wifehood is a prize—not a posture.

So she brings her beauty, her degree, her ambition…

And leaves behind the one thing a man needs most: peace.

---

2. She Thinks Submission Is Slavery

She’ll tell you:

“I’m not the submissive type.”

Translation?

“I want the benefits of male leadership—but I won’t honor it.”

She wants your protection. Your provision. Your decision-making.

But when you lead with discipline?

She calls it “control.”

And that’s how you end up in a marriage where you pay all the bills…

But can’t set any boundaries.

---

3. She Wants a Wedding—Not a Marriage

She planned the guest list.

Picked the dress.

Perfected the hashtags.

But ask her what her husband’s priorities are?

She doesn’t know.

Ask her what her role is in his vision?

She gets offended.

Because she wanted a moment—not a mission.

And now that the moment is over?

She resents the mission you were building before she ever arrived.

---

4. She Brings Her Resume—But Not Her Character

She brags about:

– Her job title
– Her degrees
– Her salary
– Her network

But where is her patience?

Her discipline?

Her emotional maturity?

She can quote TED Talks…

But can’t have a conversation without raising her voice.

She thinks she’s a “high-value woman” because LinkedIn says so—

But a man builds legacy with character, not credentials.

---

5. She Wants the Title—But Fights the Role

She says: “I want to feel like a wife.”

But refuses to act like one.

She thinks her femininity is activated by how much you provide—

Not by how much she respects.

She waits for a “real man” to unlock her softness…

While holding onto rebellion like a badge of honor.

She wants the ring, the house, the kids—

But won’t sacrifice her pride, her past, or her phone password.

That’s not a wife.

That’s an employee with benefits.

---

6. She Thinks Being Wanted Makes Her Worthy

She thinks because men desire her…

She’s wife material.

But being sexually desirable isn’t the same as being spiritually aligned.

Plenty of men want her body.

Few trust her spirit.

She’s addicted to attention, but allergic to accountability.

And that’s why her relationships don’t last.

Because attention gets you dates— But character builds homes.

---

Final Word: A Wife Is Not What You Call Yourself—It’s What You Build With a Man

Modern women say they want husbands.

But they:

– Don’t want to be led.
– Don’t want to serve.
– Don’t want to submit.
– Don’t want to heal.
– Don’t want to grow.
– Don’t want to sacrifice.

They want what marriage gives.

Not what it demands.

So if you meet a woman who wants the title of wife— But rejects the temperament that makes one…

Walk away.

Because marriage doesn’t succeed because of love alone.

It thrives through respect, humility, patience—and alignment.

And if she can’t offer that?

She’s not a wife.

She’s just a girlfriend with expectations—and a lawyer on standby.

— ©️ ELONAIRES | Magnus Media

21/07/2025

এই পে"শে"ন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বা"র্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন ।
০১৮১১৬৯৬০৩৩

21/07/2025
21/07/2025

ঢাকা, উত্তরা (মাইলস্টোন কলেজ)জরুরি রক্ত প্রয়োজন হবে।
মাইলস্টোনের নিকটবর্তী হাসপাতালের তালিকা (Uttara, Sector 6–11):
• Uttara Adhunik Medical College & Hospital (Sector 9): ৫০০ বেড, ICU + জরুরি বিভাগ
• Kuwait–Bangladesh Friendship Govt. Hospital (Sector 6): ২০০ বেড, ICU + জরুরি বিভাগ
• Aichi Hospital (Sector 6): সাধারণ হাসপাতাল
• Al-Ahsraf General Hospital (Sector 4): স্থানীয় হাসপাতালে জরুরি সেবা
• Japan East West Medical College Hospital – বহুমুখী সেবা
• Uttara Homeopathy Medical College & Hospital (Sector ~?): সাধারণ সেবা
• Medical College for Women & Hospital: নারীদের জন্য বিশেষ হাসপাতাল ।

Collected

আজকের সমাজে এক অদ্ভুত প্রতিযোগিতা চলেছে —> ❝সহবাসে যদি ৩০ মিনিট না পারো — তুমি শক্তিশালী পুরুষ নও!❞এই ধারণা শুধু ভুল না ...
20/07/2025

আজকের সমাজে এক অদ্ভুত প্রতিযোগিতা চলেছে —

> ❝সহবাসে যদি ৩০ মিনিট না পারো — তুমি শক্তিশালী পুরুষ নও!❞

এই ধারণা শুধু ভুল না — এটি স্বাস্থ্যবিরোধী, বৈজ্ঞানিকভাবে অস্বাভাবিক এবং দাম্পত্য সম্পর্কের জন্য ক্ষতিকর।

---

📊 এখন চলুন দেখা যাক আন্তর্জাতিক গবেষণায় কী বলা হয়েছে:

🔹 গবেষণা ১: (Pennsylvania State University, USA)

👉 গবেষক Dr. Eric Corty এবং Jenay Guardiani-এর নেতৃত্বে এক যৌন স্বাস্থ্য জরিপে দেখা যায়:

ধরন সহবাসের সময়কাল (গড়)

“Too short” ১–২ মিনিট
“Adequate” ৩–৭ মিনিট
“Desirable” ৭–১৩ মিনিট
“Too long” ১০–২০ মিনিটের বেশি (অনেক নারী বিরক্ত বা ব্যথা অনুভব করে)

📌 এই গবেষণা অনুযায়ী, ৩–৭ মিনিট সহবাসই অধিকাংশ দম্পতির জন্য যথেষ্ট এবং স্বাভাবিক।

---

🔹 গবেষণা ২: (Journal of Sexual Medicine, 2008)

👉 ৫০০ দম্পতির উপর পরিচালিত এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে:

প্রবেশের পর গড় সহবাসকাল: ৫.৪ মিনিট

“থ্রাস্ট” সংখ্যা (পুশ ইন–আউট): গড়ে ১০০–৫০০ বার, যার চেয়ে বেশি হলে অধিকাংশ ক্ষেত্রে ক্লান্তি বা বিরক্তি তৈরি হয়।

📌 গবেষকরা বলেন:

> “Longer in*******se is not equal to better satisfaction. Connection, communication and emotional intimacy matter far more.”

---

🔹 গবেষণা ৩: (University of Queensland, Australia)

👉 Dr. Brendan Zietsch-এর নেতৃত্বে পরিচালিত গবেষণায় বলা হয়:

“Intercourse duration does not correlate with relationship satisfaction.”

অর্থাৎ, সহবাসের সময় বেশি হলেও দাম্পত্য সুখ বাড়ে না, বরং সঙ্গীর চাহিদা ও আরাম বোঝাই আসল বিষয়।

---

📛 সমাজ কী শিখাচ্ছে?

🔴 “৩০ মিনিট না পারলে ব্যর্থ”
🔴 “হাজার বার থ্রাস্টই সুখ”
🔴 “দ্রুত বীর্যপাত মানেই দুর্বলতা”

এই সব কুসংস্কার পুরুষদের মনে দুশ্চিন্তা, হীনম্মন্যতা ও আত্মবিশ্বাসহীনতা তৈরি করে।
আর স্ত্রীদের জন্য এটি হতে পারে — শরীরী কষ্ট, মানসিক দুরত্ব, নিরব ক্ষোভ।

---

🌙 ইসলাম কী বলে?

রাসূল ﷺ বলেছেন:

> “তোমরা স্ত্রীর সঙ্গে পশুর মতো আচরণ করো না। আগে আদর করো, পরস্পরের অনুভূতি বোঝো, তারপর মিলনে যেয়ো।”
(ইহইয়া উলুমুদ্দিন – ইমাম গাযযালি)

📌 কোনো হাদীস, কোনো ইসলামী শিক্ষায় —
❌ থ্রাস্টের সংখ্যা
❌ সময়ের দৈর্ঘ্য
— এগুলোর উপর কোনো গৌরব বা শর্ত নেই।

---

✅ উপসংহার:

> ❝ সহবাসে সাফল্য মানে — কতবার পুশ ইন–আউট হলো নয়, বরং স্ত্রী চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ফেললো কি না — সেটাই সত্যিকারের জয়। ❞
❝ বিজ্ঞান ও দ্বীন — উভয়েই বলে, সময় নয় — অনুভবই মুখ্য! ❞

---

📣 তরুণদের জন্য বার্তা:

➤ ৩ মিনিটে প্রেমে জয় করা যায়, ৩০ মিনিটে ক্লান্তি ডেকে আনা যায়

➤ হাজার থ্রাস্টে নয়, স্ত্রীর সন্তুষ্টির হাসিতে প্রমাণ হয় পুরুষত্ব

➤ বিজ্ঞানের কথা শোনো, সমাজের কুসংস্কার ভাঙো

#সহবাস_সচেতনতা
#যৌনশিক্ষা
#বিজ্ঞান_ও_ইসলাম
#থ্রাস্ট_কুসংস্কার
#স্বাস্থ্যকর_সম্পর্ক

19/07/2025

সূরা আল ফুরকান, আয়াত নংঃ ৭৪

وَ الَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّةَ اَعْیُنٍ وَّ اجْعَلْنَا لِلْمُتَّقِیْنَ اِمَامًا ﴿٧٤﴾

উচ্চারণঃ ওয়াল্লাযীনা ইয়াকূ লূনা রাব্বানা-হাবলানা-মিন আঝওয়া-জিনা-ওয়া যুররিইইয়া-তিনা কুররাতা আ‘ইউনিওঁ ওয়াজ‘আলনা-লিলমুত্তাকীনা ইমা-মা-।

অনুবাদঃ এবং যাহারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক ! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান কর যাহারা হইবে আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে কর মুত্তাকীদের জন্য অনুসরণ যোগ্য।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Toufika.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share