Dream of BD Nurse

Dream of BD Nurse নার্সিং বিষয়ে কোনো কিছু জানতে চাইলে নক করতে পারেন🥀❤️

20/01/2025

🛑হটাৎ কেউ স্ট্রোক করলে কি করবেন???(জনস্বার্থে প্রচারিত) ♦️

০১. প্রথম কাজ হবে ওই ব্যক্তির বিশ্রামের ব্যবস্থা করা।

০২. রোগীকে নড়াচড়া করা যাবে না। কারণ, মস্তিষ্কে রক্তক্ষরণ বিস্ফোরিত হতে পারে।

৩. সেলাই সুই কয়েক সেকেন্ড আগুনের শিখার উপরে রেখে গরম করে নিয়ে সুঁচটি জীবানুমুক্ত করে সুচ দিয়ে রোগীর হাতের ১০টি আঙুলের ডগার নরম অংশে ছোট ক্ষত করতে হবে, এমনভাবে করুন যাতে প্রতিটি আঙুল থেকে রক্তপাত হয়। এরপর কয়েক মিনিট অপেক্ষা করুন, দেখবেন রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

৪. যদি আক্রান্ত ব্যক্তির মুখ বিকৃত হয় তাহলে তার কানে ম্যাসেজ করতে হবে। এমনভাবে ম্যাসেজ করতে হবে যাতে রোগীর কান লাল হয়ে যায়। লাল হলে বুঝতে হবে কানে রক্ত পৌঁছেছে।

৫. এরপর দুই কান থেকে দুই ফোঁটা রক্ত পড়ার জন্য কানের নরম অংশে সুচ ফুটাতে হবে। কয়েক মিনিট পর দেখবেন মুখ আর বিকৃত হবে না।

জনস্বার্থে প্রচারিত

02/12/2024

OD (Omne In Die) - দিনে ১ বার মেডিসিন দেওয়া
BD (Bis In Die) - দিনে ২ বার দেওয়া
TDS (Ter Die Sumendum) - দিনে ৩ বার দেওয়া
QDS (Quarter Die Sumendum) - দিনে ৪ বার মেডিসিন দিতে হবে
SOS - দরকার হলে ওষুধ দেওয়া
State - এক্ষুনি ওষুধ দেওয়া লাগবেই
Omit - ওষুধ একেবারে বাদ দেওয়া
Hold - সাময়িক সময়ের জন্য ওষুধ বাদ রাখা
Diet: NPO (Nothing per oral) - সেলাইন চলাকালীন মুখে কিছু খেতে পারবে না।
Diet: N (Normal) - সেলাইন চলাকালীন সময়ে মুখে সবই খেতে পারবে।

Saline -
N/S - Normal Saline
H/S - Hartsmanns Solution এটাকে অনেকে হারসল সেলাইন বলে
5% DA - Dextross In Aqua Saline
5% DNS - Dextross Normal Saline

ব্যাথার জন্য দেওয়া হয়: -ট্যাবলেট (Ketorolac)
-ইনজেকশন (Ketorolac/Rolac/Todol) Only IM

গ্যাস্ট্রিকের জন্য দেওয়া হয়:
-ট্যাবলেট (Omeprazole/Esomeorazol)
-ইনজেকশন (Esoral/Pentid/Esotid/Ometid) IV

বমির জন্য:
-ট্যাবলেট (Emistate)
- ইনজেকশন (Emistate/Ondasetron) IV

শ্বাসকষ্ট এর জন্য:
- ইনজেকশন (Cotson) IV

এনটিবায়োটিক:
- ইনজেকশন (ceftriaxone) IV

জ্বরের জন্য:
-ট্যাবলেট (Napa/Paracetamol)

ঘুমের জন্য:
-ট্যাবলেট (Sedil/Dizepam)

13/06/2024

⤴ কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই.?
___অ।
⤴ এশিয়ার কোন দেশে সারা বছর বৃষ্টিপাত হয়.?
___শ্রীলঙ্কা।
⤴ইতিহাসের বিখ্যাত হিরোশিমা দিবস কবে.?
___৬ আগস্ট।
⤴ বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি.?
___৩২টি।
⤴'চর্যাপদ' কোন ধর্মাবলম্বীদের সাহিত্য.?
___সহজিয়া বৌদ্ধ।
⤴ ঘামের গন্ধের জন্য কোনটি দায়ী.?
___ফ্যাটি এসিড।
⤴ ঢাকা বিশ্ববিদ্যালয় কতজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে.?
___৮৭৭ জন।
⤴ বাংলাদেশ পাকিস্তানের উপনিবেশ ছিল কত বছর.?
___২৪ বছর।
⤴ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কী বার ছিল.?
___বৃহস্পতিবার।
⤴ ধ্বনি প্রধান ছন্দ বলা হয়.?
___মাত্রাবৃত্ত।
⤴ পৃথিবীর রাজধানী নাম কি.?
___নিউইর্য়ক।
⤴ ক্রিকেট শব্দের অর্থ কি.?
___ঝিঁঝিঁপোকা

24/04/2024

নার্সিং ভর্তি পরিক্ষার প্রস্তুতি ২০২৩-২৪

১।ভারতচন্দ্রের শ্রেষ্ঠ প্রতিভার নিদর্শন কোনটি?
(ক) চন্ডীমঙ্গল
(খ) ধর্মমঙ্গল
(গ) মনসামঙ্গল
(ঘ) অন্নদামঙ্গল✅
২।ফোর্ট উইলিয়াম কলেজেরে বাংলা বিভাগের অধ্যক্ষ কে ছিলেন?
(ক) উইলিয়াম কেরি✅
(খ) রামমোহন রায়
(গ) রামরাম বসু
(ঘ) জন ক্লার্ক মার্শম্যান
৩।'সবুজপত্র' কি?
(ক) উপন্যাস
(খ) নাটক
(গ) সাময়িকপত্র✅
(ঘ) গদ্য সংকলন
৪।শুক্ল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) শান্ত
(খ) শুচি✅
(গ) সুশীল
(ঘ) ভদ্র
৫।'যা বলা হবে' এর বাক্য সংকোচন কোনটি?
(ক) উক্ত
(খ) বক্তব্য✅
(গ) ভবিতব্য
(ঘ) অনুমিত
৬।ইলিয়াম হতে নিঃসৃত হয় না-
(ক) মলটেজ
(খ) অ্যামাইলেজ
(গ) লাইপেজ
(ঘ) পিত্তরস✅
৭।কোথায় সেরাস ফ্লুইড পাওয়া যায়?
(ক) ফুসফুস✅
(খ) ব্রঙ্কাস
(গ) ট্রাকিয়া
(ঘ) অ্যালভিওলাস
৮।ফোরামেন ম্যাগনাম পাওয়া যায়-
(ক) বক্ষ অস্থিচক্রে
(খ) শ্রোণিচক্রে
(গ) মেরুদন্ড
(ঘ) করোটিতে✅
৯।Noun of the 'poor' is ---?
(a) Poorify
(b) Poority
(c) Poorness
(d) poverty✅
১০।What is the plural of 'deer'?
a. Deer✅
b. Deers
c. Deerese
d. Deeres
১১।Three-fourths of the work.....finished.
a. have been
b. were
c. has been✅
d. had
১২।৯.৫% হার সরল সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত?
ক. ১১৪ টাকা✅
খ. ১০৮ টাকা
গ. ৫৭ টাকা
ঘ. ৫৪ টাকা
১৩।যে বৃত্তের ব্যাস ১৪ মি. ক্ষেত্রফল আসন্ন বর্গমিটারে-
ক. ১৫০ বর্গমি.
খ. ১৫২ বর্গমি.
গ. ১৫৪ বর্গমি.✅
ঘ১৫৬ বর্গমি.
১৪।একটি ঘড়িতে যখন ২.১৫ বাজে তখন যদি মিনিটের কাটা দক্ষিণ দিকে থাকে তবে ঘন্টার কাটা থাকবে কোন দিকে?
ক. উত্তর-পূর্ব
খ. পূর্ব-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব✅
ঘ. উত্তর-দক্ষিণ
১৫।বঙ্গের কয়টি শাখার নাম পাওয়া যায়?
ক. ১টি
খ. ২টি✅
গ. ৩টি
ঘ. ৫টি
১৬।বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম-
(ক) রাজশাহী
(খ) যশোর✅
(গ) জয়পুরহাট
(ঘ) বগুড়া
১৭।বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর অবস্থিত -
(ক) ঢাকা জেলায়
(খ) চট্টগ্রাম জেলায়✅
(গ) বগুড়া
(ঘ) রাজশাহী
১৮।থাইলাকয়েড উদ্ভিদকোষের কোষের কোন অংশে বিদ্যমান?
ক. সাইটোপ্লাজম
খ. লাইসোসোম
গ. মাইটোকন্ড্রিয়া
ঘ. প্লাস্টিড✅
১৯।কার্জের একক কোনটি?
(ক) কেলভিন
(খ) ওয়াট
(গ) জুল✅
(ঘ) নিউটন
২০।বর্জ্য তরল শোধনের অধিশোষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয় কোনটি?
(ক) গ্রাফাইট কার্বন
(খ) কোক কার্বন
(গ) সক্রিয় কার্বন✅
(ঘ) কয়লা

16/04/2024

🔘🔘বাংলা ব্যাকরণ:- নিজে সংগ্রহে রেখে শেয়ার করে দাও

1. বাংলা বর্ণমালার সংখ্যা = ১ টি।
2. বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা = ৫০ টি।
3. বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণের সংখ্যা = ৫০ টি।
4. বাংলা বর্ণমালায় মোট ধ্বনির সংখ্যা = ৩৭ (৭+৩০) টি।
5. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ = ১১ টি।
6. মৌলিক স্বরধ্বনি = ৭ টি (অ, আ, ই, উ, এ, এ্যা, ও)।
7. মৌলিক স্বরবর্ণ = ৬ টি (অ, আ, ই, উ, এ, ও)।
৪. কেন্দ্রীয় স্বরধ্বনি= ১ টি (আ)।
9. যৌগিক স্বরধ্বনি / যুগ্মস্বর / সন্ধিস্বর / সান্ধ্যক্ষর /দ্বিস্বর / দ্বৈতস্বর ধ্বনি = ২৫ টি।
10. যৌগিক স্বরবর্ণ / যৌগিক স্বরজ্ঞাপক / যুগ্মস্বর / সন্ধিস্বর / সান্ধ্যক্ষর /দ্বিস্বর / দ্বৈতস্বর বর্ণ = ২ টি (ঐ, ঔ)।
11. হ্রস্ব স্বর= ৪ টি (অ, ই, উ, ঋ)।
12. দীর্ঘ স্বর= ৭ টি (আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ)।
13. অর্ধ্বস্বর = ৪ টি (ও, ই, উ, এ)।
14. সংক্ষিপ্ত স্বর/ কার = ১০ টি ('অ' বাদে)।
15. নিলীন বর্ণ= ১ টি (অ)।
16. সংক্ষিপ্ত ব্যঞ্জন / ফলা= ৬ টি (ম, ন, য, র, ব, ল)।
17. মোট ব্যঞ্জনবর্ণ = ৩৯ টি।
18. মোট ব্যঞ্জনধ্বনি = ৩০ টি।
19. বর্গীয় বর্ণ = ২৫ টি (ক-ম)।
20. বর্গীয় ধ্বনি = ২৩ টি (ঞ, ণ বাদে ক-ম)।
21. নাসিক্য ব্যঞ্জন / নাসিক্য বর্ণ / অনুনাসিক বর্ণ = ৫ টি (ঙ, ঞ, ণ, ন, ম)
22. নাসিক্য ধ্বনি / অনুনাসিক ধ্বনি = ৩ টি (ঙ, ন, ম)।
23. ঘৃষ্ট ধ্বনি / ঘৃষ্ট বর্ণ = ৪ টি (চ, ছ, জ, ঝ)।
24. স্পর্শ ব্যঞ্জন / স্পৃষ্ট ধ্বনি
= ২০ টি
26. স্পর্শ ব্যঞ্জন / স্পৃষ্ট বর্ণ (ক-ম)
= ২৫ টি
26. উষ্মবর্ণ = ৪ টি (শ, স, ষ, হ)।
27. উষ্মধ্বনি = ৩টি (শ, স, হ)।
28. শিস বর্ণ = ৩ টি (শ, স, ষ)।
29. শিস ধ্বনি = ২ টি (শ, স)।
30. তাড়িত ধ্বনি / তাড়নজাত বর্ণ = ২ টি (ড়, ঢ়)।
31. কম্পিত ধ্বনি / কম্পনজাত বর্ণ = ১ টি (র)।
32. অন্তঃস্থ বর্ণ = ৪ টি (য, র, ল, য়)।
34. অযোগবাহ বর্ণ = ২ টি ( ং, ঃ)।
35. পরাশ্রয়ী বর্ণ = ৩ টি ( ং, ঃ,ঁ)
36. পার্শ্বিক ধ্বনি - ল ১টি
37. মাত্রাহীন মোট বর্ণ - ১০
38.পূর্ণমাত্রা মোট বর্ণ- ৩২
39. অর্ধমাত্রা মোট বর্ণ- ৮
40.পূর্ণমাত্রা স্বরবর্ণ- ৬
41.অর্ধমাত্রা স্বরবর্ণ- ১
42. মাত্রাহীন স্বর বর্ণ - ৪
43. পূর্ণমাত্রা ব্যঞ্জনবর্ণ- ২৬
41.অর্ধমাত্রা ব্যঞ্জনবর্ণ- ৭
42. মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ - ৬
43.অনুবর্ণ হয়-৩ ধরনের
44.কণ্ঠনালীয় ধ্বনি- ১ টি - হ.
45. দন্ত্যমূলীয় ধ্বনি- ৪ টা(ন,র,ল, স)

বাংলাদেশের প্রথম1. প্রথম এভারেষ্ট বিজয়ী--মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০) । 2. প্রথম মহিলা এভারেষ্ট বিজয়ী –নিশাত মজুমদার(২০ ম...
06/04/2024

বাংলাদেশের প্রথম
1. প্রথম এভারেষ্ট বিজয়ী--মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০) ।
2. প্রথম মহিলা এভারেষ্ট বিজয়ী –নিশাত মজুমদার(২০ মে, ২০১২) ।
3. প্রথম স্পীকার (গণ পরিষদ)--শাহ আব্দুল হামিদ
4. প্রথম স্পীকার (জাতীয় সংসদ)--মোহাম্মদ উল্ল্যাহ
5. প্রথম নারী স্পিকার—ড. শিরিন শারমিন চোধুরী।
6. প্রথম রাষ্ট্রপতি--বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
7. প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি-- সৈয়দ নজরুল ইসলাম
8. প্রথম উপ-রাষ্ট্রপতি--সৈয়দ নজরুল ইসলাম
9. প্রথম সি.ইন.সি. --জেনারেল এম. এ. জি. ওসমানী
10. প্রথম সেনাবাহিনীর প্রধান --জেনারেল এম. এ. জি. ওসমানী
11. প্রথম প্রধান বিচারপতি--এ. এস. এম. সায়েম
12. প্রথম এটর্নী জেনারেল --এম. এইচ. খোন্দকার।
13. প্রথম প্রধানমন্ত্রী--তাজউদ্দিন আহমেদ ।
14. প্রথম মহিলা প্রধানমন্ত্রী-- বেগম খালেদা জিয়া ।
15. প্রথম মহিলা রিবোধী দলীয় নেত্রী-- শেখ হাসিনা ।
16. প্রথম নির্বাচন কমিশন--বিচারপতি মোহাম্মদ ইদ্রিস।
17. প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী--আ. স. ম. আব্দুর রব।
18. প্রথম মহিলা নোটারী পাবলিক--মিসেস কামরুন্নাহার লাইলী ।
19. প্রথম মহিলা পাইলট--কানিজ ফাতেমা রোকশানা।
20. প্রথম মহিলা রাষ্ট্রদূত--মাহমুদা হক চৌধূরী ।
21. পুলিশ একাডেমীর প্রথম মহিলা প্যারেড কমান্ডার--এলিজা শারমিন (০২ সেপ্টেম্বর, ২০০৭)।
22. প্রথম মডেল থানা-- ভালুকা, ময়মনসিংহ।
23. প্রথম মহিলা কুটনীতিবিদ--তাহমিনা হক ডলি ।
24. প্রথম মহিলা সচিব--জাকিয়া আখতার ।
25. প্রথম মহিলা এস.পি --বেগম রওশন আরা ।
26. প্রথম মহিলা কাস্টমস কমিশনার -- হাসিনা খাতুন ।
27. বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক --নাজনিন সুলতানা ।
28. ব্যাংকিং জগতের প্রথম মহিলা এম.ডি.--আনিসা হামেদ ।
29. হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি--নাজমুন আরা সুলতানা ।
30. প্রথম মহিলা বিগ্রেডিয়ার--সুরাইয়া রহমান।
31. বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র--বেতবুনিয়া, রাঙ্গামাটি।
32. পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভি.সি –অধ্যাপক ড.ফারজানা ইসলাম(জাহা.বিশ্ব)।
33. প্রথম বাঙ্গালী ভাইস চ্যান্সেলর-- স্যার এফ রহমান ।
34. প্রথম বাঙ্গালী বিলেত গমণকারী-- রাজা রামমোহন রায়।
35. প্রথম বাঙ্গালী বিচারপতি--স্যার সৈয়দ আমির আলী ।
36. প্রথম বাঙ্গালী নোবেল বিজয়ী-- রবীন্দ্রনাথ ঠাকুর(১৯১৩) ।
37. প্রথম বাংলাদেশী নোবেল বিজয়ী—ডঃ মোহাম্মদ ইউনুস(২০০৬) ।

05/04/2024

নার্সিং ভর্তি পরিক্ষার প্রস্তুতি ২০২৩-২৪

১। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি?
(ক) ৯০০-১২০০ সাল
(খ) ৭০০-১১৫০ সাল
(গ) ৬৫০-১২০০ সাল✅
(ঘ) ১২০০-১৩৫০ সাল
২। কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয়?
(ক) ১৩১৬ সালে
(খ) ১৯০৭ সালে✅
(গ) ১৯০৯ সালে
(ঘ) ১৯১৬ সালে
৩। ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে শ্রেষ্ঠ লেখক হিসেবে গণ্য করা হয় কাকে?
(ক) উইলিয়াম কেরি
(খ) রামরাম বসু
(গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার✅
(ঘ) গোলোকনাথ শর্মা
৪। 'ভানু সিংহ' কার ছদ্মনাম?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর✅
(খ) সত্যেন্দ্রনাথ দত্ত
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) টেকচাঁদ ঠাকুর
৫। বাংলা সাহিত্যে 'ছন্দের জাদুকর' বলা হয়-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) প্রমথ চৌধুরী
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত✅
(ঘ) শামসুর রাহমান
৬। কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
(ক) কালিকাম
(খ) প্রগতি
(গ) কল্লোল✅
(ঘ) সবুজপত্র
৭। আহসান হাবীবের কোন কবিতাগুলো পাঠককে সহজে আকৃষ্ট করে?
(ক) ব্যঙ্গাত্মক কবিতা✅
(গ) কৌতুক মিশ্রিত কবিতা
(খ) সামাজিক কবিতা
(ঘ) স্নিগ্ধসুরের কবিতা
৮। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বংলা কোন সনে?
(ক) ১৩০৬✅
(খ) ১৩০৮
(গ) ১৩০৯
(ঘ) ১৩১১
৯। 'নকশী কাঁথার মাঠ' কোন জাতীয় কাব্য?
(ক) কাহিনী কাব্য✅
(খ) গাঁথা কাব্য
(গ) উপাখ্যান
(ঘ) চম্পুকাব্য
১০। জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা' কীসের পরিচায়ক?
(ক) স্বদেশ প্রতি ও নিসর্গময়তা✅
(খ) জীবনবোধ ও সজীবতা
(গ) অপরাজেয় যৌবনের উদ্দমতা
(ঘ) সংস্কৃতি ও ঐতিহ্য চেতনা
১১। রোকেয়া সাখাওয়াত হোসেনের 'সুলতানার স্বপ্ন'-
(ক) কাব্য
(খ) উপন্যাস
(গ) প্রবন্ধ✅
(ঘ) নাটক
১২। 'একেই কি বলে সভ্যতা' ও 'বুড় সালিকের ঘাড়ে রোঁ'
মধুসূদনের কোন ধরনের রচনা?
(ক) কবিতা
(খ) ছোটগল্প
(গ) প্রহসন✅
(ঘ) নাটক
১৩। 'সাম্যবাদী' কবিতায় কিসের গানের কথা বলা হয়েছে?
(ক) মৈত্রীর
(খ) ভ্রাতৃত্বের
(গ) স্বাধীনতার
(ঘ) সাম্যের✅
১৪। 'জলে-স্থলে' কী সমাস?
(ক) সমার্থক দ্বন্দ্ব
(খ) বিপরীতার্থক দ্বন্দ্ব
(গ) অলুক দ্বন্দ্ব✅
(ঘ) একশেষ দ্বন্দ্ব
১৫। Epic শব্দের পরিভাষা কী?
(ক) কিংবদন্তী
(খ) পুরাণ
(গ) মহাকাব্য✅
(ঘ) বিস্মৃত কাহিনী

01/04/2024

★* আপডেট তথ্য........

★ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী --> শেখ হাসিনা (১৪তম)
★ বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি --> মোঃ সাহাবুদ্দিন (২২তম)
★ বর্তমান প্রধান বিচারপতি --> ওবায়দুল হাসান (২৪তম)
★ বর্তমান প্রধান নির্বাচন কমিশনার --> কাজী হাবিবুল আউয়াল (১৩তম)
★ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর --> আব্দুর রউফ তালুকদার (১২তম)
★ পিএসসির বর্তমান চেয়ারম্যান --> মোঃ সোহরাব হোসাইন (১৩ তম)

★*এপ্রিল সাম্প্রতিক........

★ বায়ু দূষণে শীর্ষ দেশ = বাংলাদেশ।
★ বায়ু দূষণে শীর্ষ রাজধানী = নয়াদিল্লি, ভারত।
★ ঢাকার অবস্থান = দ্বিতীয়।
★বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ = বুরকিনা ফাসো।
★ বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান = ৩২তম
★২০২৪ সালে স্বাধীনতা পুরষ্কার লাভ করে = ১০ জন।
★২০২৪ সালের অষ্কারে সেরা চলচ্চিত্র =Oppenheimer
★কারাগারের রোজনামচা সর্বশেষ অনূদিত হয়েছে যে ভাষায় = আরবি।
★ ৭১তম মিস ওয়ার্ল্ড = ক্রিস্টিনা পিসকোভা, চেক প্রজাতন্ত্র।
★ ২৬ আন্তর্জাতিক এইডস সম্মেলন হবে = জার্মানী

পড়া শেষে কমেন্টে done লিখে দিবেন।

31/03/2024

🔗এক নজরে মার্চ মাসের দিবসসমূহ:

✅ পতাকা উত্তোলন দিবস→ ২ মার্চ
✅আন্তর্জাতিক নারী দিবস → ৮ মার্চ
✅ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস → ১৪ মার্চ
✅ জাতীয় শিশু দিবস → ১৭ মার্চ
✅ আন্তর্জাতিক বর্ণবিরোধী দিবস →২১ মার্চ
✅ বিশ্ব পানি দিবস → ২২ মার্চ
✅জাতীয় গণহত্যা দিবস →২৫ মার্চ
✅ স্বাধীনতা দিবস → ২৬ মার্চ

29/03/2024

গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিন, যেকোনো পরিক্ষায় কাজে লাগবে।

1. Abeyance- স্থগিতাবস্থা

2. Abolition- বিলোপ

3. Abortive Coup- ব্যর্থ অভ্যুত্থান

4. Abrogation- রদ, নিরাকরণ

5. Absconder- ফেরারি, পলাতক

6. Abstract- সার, বিমূর্ত

7. Accountancy- হিসাববিদ্যা

8. Accounting- হিসাবরক্ষণ

9. Acting- ভারপ্রাপ্ত

10. Accused- অভিযুক্ত

11. Acknowledgement- প্রাপ্তিস্বীকার

12. Act- আইন

13. Addendum- পরিশিষ্ট, সংযোজন

14. Adjournment- মুলতবি

15. Ad-hoc - তদর্থক

16. Adjustment- সমন্বয়ন

17. Aeronautics- বিমানবিদ্যা

18. Aesthetics- নন্দনতত্ত্ব

19. Affidavit- হলফনামা

20. Affiliation-সম্বন্ধীকরণ

21. Agenda- আলোচ্যসূচি

22. Aggregate- সমষ্টি

23. Agitation- আন্দোলন

24. Agreement-চুক্তি

25. Agronomy- কৃষিবিদ্যা

26. Aid- সাহায্য

27. Aircraft- বিমান

28. Airways- বিমানপথ

29. Alien- বিদেশি, বহিরাগত

30. Allegation- অভিযোগ

31. Allegiance- আনুগত্য

32. Allocation- বিভাজন

33. Allotment- বরাদ্দ

34. Allowance- ভাতা

35. Almanac- পঞ্জিকা

36. Alliance-মৈত্রীজোট

37. Alternate- একান্তর

38. Amalgamation- সংমিশ্রণ, সংযোজন

39. Ambassador- রাষ্ট্রদূত

40. Appropriation- উপযোজন

41. Approval- অনুমোদন

42. Arbiter- মধ্যস্থ, সালিস

43. Archaeology- প্রত্নতত্ত্ব

44. Armoury- অস্ত্রাগার

45. Arsenal- অস্ত্রাগার

46. Auditor- নিরীক্ষক

47. Authority- কর্তৃত্ব, কর্তৃপক্ষ

48. Authentic- প্রামাণিক, যথাযথ

49. Ambiguous- দ্ব্যর্থক, অস্পষ্ট

50. Analysis- বিশ্লেষণ

51. Ancestor- পূর্বপুরুষ

52. Animal husbandry- পশুপালন

53. Annexation- সংযোজন

54. Anonymous- বেনামি, অজ্ঞাতনামা

55. Anthropology- নৃতত্ত্ব

56. Anti-Corruption- দুর্নীতি দমন

57. Antonym- বিপরীত শব্দ

58. Apartheid- বর্ণবৈষম্য

59. Apology- ত্রুটি স্বীকার

60. Appendix- পরিশিষ্ট

61. Appointment- নিয়োগ

62. Apprentice- শিক্ষানবিশ

63. Arrear- বকেয়া

64. Article- অনুচ্ছেদ, প্রবন্ধ

65. Assassination- গুপ্তহত্যা

66. Assembly- পরিষদ

67. Assessment- নির্ধারণ, কর নির্ধারণ

68. Asylum- আশ্রয়

69. Attachment- ক্রোক

70. Attestation- সত্যায়ন

71. Auction- নিলাম

72. Award- রায়, রোয়েদাদ

29/03/2024

সাধারণ জ্ঞান

১।কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয় কার সময়ে?
উত্তর:দ্বিতীয় মহীপালের।
২।বল্লাল সেনের বিশেষ উপাধি ছিল কোনটি?
উত্তর:অরিরাজ নিঃশঙ্ক শঙ্কর।
৩।দেব রাজাদের রাজধানী কোথায় ছিল?
উত্তর:দেবপর্বত।
৪।সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উত্তর:পাহাড়পুরে।
৫।চন্দ্র বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে?
উত্তর:শ্রীচন্দ্র।
৬।সমতট একটি করদ রাজ্য ছিল কার সময়ে?
উত্তর:প্রথম চন্দ্রগুপ্তের।
৭।মৌর্যদের প্রাদেশিক রাজধানী ছিল কোনটি?
উত্তর:পুন্ড্রনগর।
৮।'দানসাগর' ও 'অদ্ভুদসাগর' গ্রন্থের লেখক কে?
উত্তর:বল্লাল সেন।
৯।ধর্মপাল কোন ধর্মের অনুসারী
ছিলেন?
উত্তর:বৌদ্ধধর্মের।
১০।মাৎস্যন্যয়'-এর ব্যপ্তি ছিল কত বছর?
উত্তর: ১০০।
১১।পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
উত্তর:ধর্মপাল।
১২।দেব পর্বত বর্তমানের কোথায় অবস্থিত?
উত্তর:কুমিল্লায়।
১৩।রামচরিত কার লেখা?
উত্তর:সন্ধাকর নন্দী।
১৪।নালন্দয় এক বিশাল বৌদ্ধ
মন্দির নির্মাণ করেন কে?
উত্তর:মহীপাল।
১৫।ধর্মপাল কত বছর রাজত্ব করেন?
উত্তর:৪০।
১৬।খড়গ বংশের রাজধানীর নাম কী ছিল?
উত্তর:কর্মান্ত বাসক।
১৭।রাম চরিত রচনা করেন কে?
উত্তর:সন্ধ্যাকর।
১৮।পুকুরে বড় মাছ শক্তির দাপটে ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খলা পরিস্থিতিকে বলে-
উত্তর:মাৎস্যন্যায়।
১৯।'মাৎস্যন্যায়'-এর অবসান ঘটে কীভাবে?
উত্তর:পালদের আগমনে।
২০।দক্ষিণ-পূর্ব বাংলার সবচেয়ে শক্তিশালী স্বাধীন রাজবংশ ছিল কোনটি?
উত্তর:চন্দ্র বংশ।
২১।শশাঙ্কের মৃত্যুর পর কোন যুগের সূচনা হয়?
উত্তর:দুর্যোগপূর্ণ অন্ধকারময়।
২২।শশাঙ্ক কোথায় তাঁর রাজ্য স্থাপন করেন?
উত্তর:গৌড়ে।
২৩।কোন সময়ে ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
উত্তর:৩২০ খ্রিষ্টাব্দে।
২৪।মহীপাল কোন ধর্মালম্বী ছিলেন?
উত্তর:বৌদ্ধ।
২৫।মাৎসান্যায় কী?
উত্তর:পাল তাম্রশাসনে অরাজক সময়কাল।
২৬।ত্রৈলোকচন্দ্রের শাসনকাল কোনটি?
উত্তর:৯০০-৯৩০ খ্রিষ্টাব্দ।

29/03/2024

নার্সিং ভর্তি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন।
শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিন।

০১। মস্তিস্কের পর্দার নাম কি==মেনিনজেস
০২। হৃদপিন্ডের পর্দার নাম কি===পেরিকার্ডিয়াম
০৩। ফুসফুসের পর্দার নাম কি===প্লুরা
০৪। যকৃতের পর্দার নাম কি==গ্লিসনস ক্যাপসুল
০৫। অস্থির পর্দার নাম কি==পেরি অষ্টিয়াম
০৬। তরুণাস্থির পর্দার নাম কি ==পেরিকন্ডিয়াম
০৭। স্নায়ুতন্ত্রের গঠনের একক কি==নিউরন
০৮। রেচনতন্ত্রের গাঠনিক একক==নেফ্রন
০৯। কঙ্কালতন্ত্রের গাঠনিক একক==অস্থি
১০। যকৃতের গাঠনিক একক==হেপাটোসাইট
১১। মাংশপেশীর গাঠনিক একক===মায়োসাইট
১২। ফুসফুসের গাঠনিক একক==এলভিওলাই
১৩। মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি==হাইপোথ্যালামাস
১৪। কোন রস যা মর্করা বা আমিষ উভয়কে পারিপাক করে ==অগ্ন্যাশয় রস
১৫। মানুষের লালায় কোন রস থাকে==টায়ালিন
১৬। কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায়==রেনিন
১৭। HCL কোন কোষ থেকে নিঃসৃত হয়==প্যারাইটাল কোষ
১৮। যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ
করতে সাহায্য করে ভিটামিন ‘K’ (২৬তম
বিসিএস)।
১৯। যে হরমোনের অভাবে ডায়াবেটিস
রোগ হয় ইনসুলিন (২০তম বিসিএস)।
২০। কচুশাক বিশেষভাবে মূল্যবান যে
উপাদানের জন্য লৌহ (১০তম বিসিএস)।
২১। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে
অক্সিজেন ও গ্লুকোজ। (১০ তম BCS )
২২। মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের
উপর মেলানিন (২৭তম বিসিএস)।
২৩। এনজিও প্লাষ্টি হচ্ছে হ্রৎপিন্ডের বন্ধ শিরা
বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS)
২৪। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য ১৮
ইঞ্চি (প্রায়) (২৮তম বিসিএস)।
২৫। আপেলে কোন অ্যাসিড থাকে ?
==
ম্যালিক অ্যাসিড
২৬। আমলকিতে কোন অ্যাসিড থাকে ?== ভিটামিন সি বা এস্করবিক এসিড
২৭। কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা
বলে ? ==এবি গ্রুপ কে
২৮। আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক
করে ? ==পেপসিন
২৯। ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?
অগ্নাশয়ে
৩০। কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত
দিতে পারে ? ==পুরুষ
৩১। কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা
বলে ? ==ও গ্রুপ

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream of BD Nurse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share