Film Man

Film Man Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Film Man, Rajshahi.

ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিতেই দেখলাম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ঘোষণা দিয়েছেন—আগামী ১ আগস্ট থে...
08/07/2025

ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিতেই দেখলাম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ঘোষণা দিয়েছেন—আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশের সব পণ্যের ওপর ৩৫% শুল্ক। আগে ছিল ৩৭%, এখন কমে ৩৫%—অর্থাৎ আমাদের আন্তর্জাতিক খেলোয়াড়, শান্তির দূত, মার্কিন প্রিয় পাত্র ড. ইউনূসের চিঠির মূল্য মাত্র ২%!

সত্যি বলতে, ট্রাম্প সাহেব চিঠি পেয়ে হেসেছেন, তিনমাস স্থগিত করার সিদ্ধান্ত তো আমি সবার জন্য রেখেছি। তোমার চিঠি পেয়ে খুশি হলাম। তারপর কলম দিয়ে শুল্ক দুই শতাংশ কাটছাঁট করে বলছেন: "এতোটুকুই পারি ভাই, বাকিটা তোমার দেশের নীতির ওপর নির্ভর করছে!"

চিঠিতে তিনি আরও বলে দিয়েছেন—বাংলাদেশ যদি আমেরিকার মাটিতে ফ্যাক্টরি বানায়, তাহলে শুল্ক শূন্য।
মানে, ‘তোমার দেশের সস্তা লেবার ছেড়ে, আমার দেশে আসো’—এই হচ্ছে নতুন বাণিজ্যনীতি!

আরও চমক আছে—শুধু বাংলাদেশ না, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, লাওস, তিউনিসিয়া, এমনকি কাজাখস্তানও বাদ গেল না। তবে অনেকে শুল্ক আমাদের থেকে কম। তালিকাটা দেখে মনে হচ্ছে ট্রাম্প নিজে বসে বসে বিশ্ব মানচিত্রে শুল্কের রং তুলছেন! 🎨

এখন প্রশ্ন:
আমরা কী করবো? পাল্টা শুল্ক বসাবো?
উত্তরও ট্রাম্প দিয়ে রেখেছেন—"তাহলে তোমার শুল্ক যত, তার সঙ্গে আমারটা জুড়ে নেব!" 😎

আর ড. ইউনূস?
উনি চিঠি লিখে দায়িত্ব শেষ। মাঠে খেলা ট্রাম্প খেললেন একাই, গোলও দিলেন একাই, আমরা শুধু দর্শক। উনার মহা কাজের কাজী উপদেষ্টা খলিল কি মিটিং করে আসলো তাহলে মার্কিনীদের সাথে! এখন হয়ত ইউনূস সাহেব দ্বিতীয় চিঠির খসড়া করবেন—এইবার কালি লাল রঙের হবে! এখন লাল জুলাই চলছে।

বাংলাদেশের অর্থনীতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে—ভবিষ্যৎ বিনিয়োগের জায়গা খালি, অথচ শুল্কে বাজার ভারী। দেশের অভ্যন্তরে বিনিয়োগ নাই, অথচ বাইরের চিঠি চালাচালিতে খুব আগ্রহ। সবচেয়ে বেশি আগ্রহ ড. সাহেবের বিদেশ ভ্রমণে।

𝙊𝙪𝙩𝙨𝙥𝙤𝙠𝙚𝙣 𝘼𝙣𝙞𝙨 𝘼𝙡𝙖𝙢𝙜𝙞𝙧

Address

Rajshahi
6100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Film Man posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share