Success Story _ সফলতার গল্প

Success Story _ সফলতার গল্প পারিবো না এ কথাটি বলি ও আর " এক বার না পারিলে দেখো শত বার "
(1)

"পারব না" কথাটা শুধু বোকাদের ডাইরীতে পাওয়া যায়। Believe in yourself.
শুধু সাহস টা বুকে রাখো আর নিজেকে বিশ্বাস করাও, তুমি যেখানে দাঁড়াবে "সফলতার শুরু হবে ঠিক সেখান থেকেই ।"

ভারত থেকে কুড়িগ্রামের নদীতে ভেসে এলো সাপে কাটা মরদেহ, সঙ্গে চিরকুটভারতে সাপে কাটা একটি শিশুর লাশ কলাগাছের ভেলায় করে নদীত...
29/07/2025

ভারত থেকে কুড়িগ্রামের নদীতে ভেসে এলো সাপে কাটা মরদেহ, সঙ্গে চিরকুট
ভারতে সাপে কাটা একটি শিশুর লাশ কলাগাছের ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। ওই শিশুর লাশ কুড়িগ্রামে দুধকুমার নদে এসে পৌঁছেছে। রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম জেলার, সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দুধকুমার নদে গারুহারা ঘাটে ভেলা‌টি ভাসতে দেখেন স্থানীয়রা।

লাশের সঙ্গে থাকা মোবাইল নাম্বারে ফারুক খান নামে এক শিক্ষার্থী ফোন করে জানতে পারেন (শিশুটির মামা পরিচয়দানকারী অনকু দাস জানায়) শিশুটি ১০ জুলাই সাপের কামড়ে মারা যায়।

নতুন করে জীবন ফিরে পাবে- এমন আশায় লাশটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এসব কথা জানার পর স্থানীয়রা আর লাশটি না আটকিয়ে আবারও নদীতে ভাসিয়ে দেন।
স্থানীয় বা‌সিন্দারা জানান, কলাগাছের কয়েকটি গুঁড়ি দিয়ে তৈরি এক‌টি ভেলায় চাটাইয়ের ওপর প্রায় ৬ বছর বয়সি এক‌টি শিশুর ম‌রদেহ ভাসতে দেখেন তারা। লাশটি চাদর, মশা‌রি এবং প‌লি‌থিন দিয়ে ঢেকে রাখা, শুধু মুখখানি দৃশ্যমান।

সূত্রঃ কালের কণ্ঠ

টঙ্গীতে একজন মহিলা ম্যা-ন-হো-লে পড়ে গিয়েছিল৷ ৩৬ ঘন্টা পার হওয়ার পর উনার লা** উদ্ধার করা হলো। অনেকদিন যাবতই নাকি ম্যানহোল...
29/07/2025

টঙ্গীতে একজন মহিলা ম্যা-ন-হো-লে পড়ে গিয়েছিল৷ ৩৬ ঘন্টা পার হওয়ার পর উনার লা** উদ্ধার করা হলো। অনেকদিন যাবতই নাকি ম্যানহোলের ওই ঢাকনাটা সরানো ছিল। সিটি কর্পোরেশনের লোকেরা গাফিলতি করে ঠিক করেনি।

হাঁটু সমান বৃষ্টির পানিতে ঢাকনা আছে কি নাই সেটা দেখারও কোন উপায় ছিল না। মহিলাটাও প্রতিদিনকার মতই যাতায়াত করছিলো।

শুনা গেলো এজন্য ফায়ার সার্ভিস দো-ষা-রো-প করছিল সিটি কর্পোরেশনকে আর সিটি কর্পোরেশন দো-ষা-রো-প করছিল ফায়ার সার্ভিসকে।

কিন্তু দুর্ভাগ্য আমাদের একটা জ-ল-জ্যা-ন্ত মানুষ এভাবে চলে যাবে! অথচ মহিলার ৮ বছরের ছোট্ট ২টা জমজ বা-চ্চা রয়েছে।

এর দায় রাষ্ট্র কখনো এড়াতে পারে না। এর জবাব রাষ্ট্র কখনো দিতে পারবে না। বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে সবচেয়ে স-স্তা হলো মানুষের জীবন।

"প্রকৃতি যদি পথ খুঁজে পায় , তুমিও পাবে।"
28/07/2025

"প্রকৃতি যদি পথ খুঁজে পায় , তুমিও পাবে।"

নাম না জানা এক ট্রেন এসেছিল—আমি নেমে গিয়েছিলাম বসন্ত আসার আগে!Pic : 8 Years AgoPlace : Puthia Rajbari, Rajshahi
27/07/2025

নাম না জানা এক ট্রেন এসেছিল—
আমি নেমে গিয়েছিলাম বসন্ত আসার আগে!

Pic : 8 Years Ago
Place : Puthia Rajbari, Rajshahi

ক্ষুধায় মরে যাওয়া মানিককে শেষবার---!দেখছেন বাবা। গাlজার আর্তনাদ শুনেনি বিশ্ব!
27/07/2025

ক্ষুধায় মরে যাওয়া মানিককে শেষবার---!

দেখছেন বাবা। গাlজার আর্তনাদ শুনেনি বিশ্ব!

27/07/2025

টেকঅফের ঠিক আগে বিমানের চাকায় আগুন!

যদি সম্মান না পাও ,সঙ্গ ছেড়ে দাও !!যদি  গুরুত্ব না পাও, দূরত্ব বাড়িয়ে নাও !!
26/07/2025

যদি সম্মান না পাও ,সঙ্গ ছেড়ে দাও !!
যদি গুরুত্ব না পাও, দূরত্ব বাড়িয়ে নাও !!

26/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

26/07/2025

শুভ সকাল

26/07/2025

MBBS(DMC), MD(Nephrology)

29/10/2022

I am back to my Pavilion.

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Success Story _ সফলতার গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Success Story _ সফলতার গল্প:

Share