Fairy tales of Preety

Fairy tales of Preety Lifestyle and blogging ❤️
(11)

কি সুন্দর টেবিল ম্যাট গুলো 😍😍😍থ্যাংকিউ বসন্তিকা - Bosontika 💞💞💞
17/08/2025

কি সুন্দর টেবিল ম্যাট গুলো 😍😍😍
থ্যাংকিউ বসন্তিকা - Bosontika 💞💞💞

ঘর মানে কি শুধু চার দেয়ালের গল্প ❓নাহ‼️.......ঘর হলো সেই গল্প যেখানে লুকিয়ে থাকে মানুষের ভালো থাকার সব উপকরণ....... এই উ...
17/08/2025

ঘর মানে কি শুধু চার দেয়ালের গল্প ❓
নাহ‼️.......ঘর হলো সেই গল্প যেখানে লুকিয়ে থাকে মানুষের ভালো থাকার সব উপকরণ....... এই উপকরণ কিন্তু ঘর ভর্তি ফার্নিচার বা একগাদা বিলাসী জিনিসপত্র না !!........ এই উপকরণ হলো ঘরের মানুষগুলোর মধ্যে সম্মান,মায়া ,সঠিক বোঝাপড়া ,খুনসুটি আর সাধ্যের মধ্যে একটু একটু করে সাজানো শখগুলো। সেই সাথে ঘরের প্রতিটি ফার্নিচার এর প্রতিটি কর্ণার এর একটা করে গল্প থাকে। কতটা মায়া আর কতটা ধৈর্য ধরে তবেইএকটা ঘর তৈরি হয় 💞💞💞💞

゚ ゚

ডিপ ফ্রিজের উপর টা ফাকা ফাকা লাগতো আগে। তাই  কিউট একটা কাভার দিয়ে দিলাম। মাশা আল্লাহ এত সুন্দর লাগছিলো  🥰🥰🥰 এই কিউট কাভা...
13/08/2025

ডিপ ফ্রিজের উপর টা ফাকা ফাকা লাগতো আগে। তাই কিউট একটা কাভার দিয়ে দিলাম। মাশা আল্লাহ এত সুন্দর লাগছিলো 🥰🥰🥰 এই কিউট কাভার টা কাস্টমাইজ করে Desi Verve পেজ থেকে বানিয়ে নিয়েছিলাম 🥰

゚viralシ ゚

বাংলাদেশ মহাদেশের একমাত্র যুক্তরাষ্ট্রীয় দেশ হল মিরপুর।মিরপুর ১, মিরপুর ২, মিরপুর ৩,মিরপুর ৬, মিরপুর ৭, মিরপুর ১০, মিরপু...
07/08/2025

বাংলাদেশ মহাদেশের একমাত্র যুক্তরাষ্ট্রীয় দেশ হল মিরপুর।

মিরপুর ১, মিরপুর ২, মিরপুর ৩,মিরপুর ৬, মিরপুর ৭, মিরপুর ১০, মিরপুর ১১, মিরপুর সাড়ে ১১, মিরপুর ১২, মিরপুর ১৩, মিরপুর ১৪, মিরপুর ১৫, কাজীপাড়া, শেওড়াপাড়া ,আগারগাঁও ,কাফরুল,রুপনগর,মিরপুর DOHS সহ আরো কিছু স্বায়ত্বশাসিত অঙ্গরাজ্য নিয়ে স্টেটস অফ মিরপুর গঠিত।

তাই মিরপুর নিয়ে জোকস করার আগে একবার USM এর কথা চিন্তা করে কথা বলা উচিত।

যে সব অশিক্ষিত বড়লোক্স USM মানে জানে না তারা জেনে নাও 😎😎🫤😉
USM = United States of Mirpur.
আর এই USM র অংগরাজ্যের কারও সাথে দেখা হলে আগেই সালাম দিবা কিন্তু সবাই আর সাথে স্যার/মেডাম ডাকবা😍🫣

তানিয়া উর্মি

আমার ছোট্ট পরী টা যখন বৃষ্টি তে ঘুটঘুট করে ঘুরে বেড়ায় আর মাম্মার গাছ পরিদর্শন করে মাশা আল্লাহ 💞💞💞💞
06/08/2025

আমার ছোট্ট পরী টা যখন বৃষ্টি তে ঘুটঘুট করে ঘুরে বেড়ায় আর মাম্মার গাছ পরিদর্শন করে মাশা আল্লাহ 💞💞💞💞

প্রতিদিন অফিস যাতায়াত এর জন্য রিকশা ইউজ করি আমি। তো আমি খেয়াল করে দেখেছি ম্যাক্সিমাম বুড়া রিকশাওয়ালা, বয়স ৫০ এর উপরে যার...
03/08/2025

প্রতিদিন অফিস যাতায়াত এর জন্য রিকশা ইউজ করি আমি। তো আমি খেয়াল করে দেখেছি ম্যাক্সিমাম বুড়া রিকশাওয়ালা, বয়স ৫০ এর উপরে যারা (সবাই যদিও একরকম না)... এদের ব্যবহার খুবই বাজে হয়। এরা ভাড়া অতিরিক্ত চায়। এরা তর্ক করে আবার অনেক সময় বয়সের দোহাই দিয়ে সুবিধাও নিতে চায়। তবে আমার মতে রিকশাওয়ালাদের উপর মায়া দেখিয়ে কোন লাভ নেই। এরা এতটুকু মনে রাখেনা। আর আমাদের মত কর্মজীবী বা স্টুডেন্ট মানুষ যারা চলাচলের জন্য এদের উপর নির্ভরশীল এদের কে হ্যারাসমেন্ট করে। এজন্য যখন দেখি কেউ রিকশাওয়ালা কে চড় থাপ্পড় দেয় তখন আর মায়া লাগেনা। আর আমাদের রাজশাহীর রিকসাওয়ালারা তো একেকজন জমিদার 😂😂😂 মনেহয় ওদের সিটে বসিয়ে আমরাই রিকাশা চালিয়ে গন্তব্যে চলে যাই।আর গতির কথা কি বলবো! রিকশায় উঠেই মনেহয় হেলিকপ্টার এ উঠেছি। ধাই করে গতি বাড়িয়ে দেয়। তারপর অনেকে পা দুটো উপরে তুলে সর্বোচ্চ গতি দিয়ে তাদের টেসলা চালু করে 😂😂😂 কি একটা অবস্থা ‼️

আমার এই পেজের শুরু থেকে পথচলার সংগী হিসেবে কিছু ক্লাইন্ট পেয়েছিলাম ভাগ্যগুণে। সমস্ত প্রতিকূলতার মধ্যেও তারা আমার পাশে সব...
24/02/2023

আমার এই পেজের শুরু থেকে পথচলার সংগী হিসেবে কিছু ক্লাইন্ট পেয়েছিলাম ভাগ্যগুণে। সমস্ত প্রতিকূলতার মধ্যেও তারা আমার পাশে সবসময়ই থেকেছে এবং এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। কাজ করা অনেক কমিয়ে দিয়েছি তা স্বত্তেও এই ক্লাইন্টদের অর্ডার আমি কখনও না করতে পারিনি পুরোপুরি আমার উপর চোখ বন্ধ করে ভরসা করে উনারা তাই। সবসময়ই ভালো থাকুন আর প্রীতির রান্নাঘর এর সাথেই থাকুন 🥰🥰🥰
আজকে দুপুরের অর্ডারে ছিল....
👉পোলাও
👉মুরগীর ঝোল
👉চিংড়ি দোপেয়াজা
👉রুই মাছ ভাজা
👉ঝিরিঝিরি আলু ভাজি
👉গরুর ভুড়ি
👉পেয়াজু
👉বেগুনি।

আগামীকাল বিকেলে বেশ কিছু পাটিসাপটা পিঠার অর্ডার আছে। কারও লাগলে জানাতে পারেন।অর্ডার করতে পেজে মেসেজ দিতে পারেন।🥰🥰🥰
20/01/2023

আগামীকাল বিকেলে বেশ কিছু পাটিসাপটা পিঠার অর্ডার আছে। কারও লাগলে জানাতে পারেন।
অর্ডার করতে পেজে মেসেজ দিতে পারেন।
🥰🥰🥰

এখন ছবি তুলতে মনেই থাকেনা রান্নার।  অর্ডারের টুকটাক কাজও করি কিন্তু আগের মত ছবি তুলা হয়না।
20/01/2023

এখন ছবি তুলতে মনেই থাকেনা রান্নার। অর্ডারের টুকটাক কাজও করি কিন্তু আগের মত ছবি তুলা হয়না।

Address

Rajshahi

Telephone

+8801676123227

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fairy tales of Preety posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fairy tales of Preety:

Share