05/08/2025
হঠাৎ করে অনুভব করলাম সে আর আগের মতো নেই; অনেক টা বদলে গেছে হঠাৎ অনুভব করলাম তার ভালোবাসার গতি পথ পাল্টে গেছে; এখন আর আগের মতো মন খুলে কথা বলে না; আমি রাগ এখন সে বুঝতেই পারে না মেসেজ করার ধরনও পাল্টে গেছে; অনুভব করলাম সে এখন আমাকে অবহেলা করতে শুরু করেছে; তার মানে কি এখন আমিও পুরনো হয়ে গেলাম; আমাকে ছেড়ে যাওয়ায় বাহানা খুঁজতাছে!! 😅💔।