AJN Lifestyle

AJN Lifestyle عدو عاقل خير من صديق جاهل

তুমি সেই নদীচোখে অবাক জলধি,তবু হেসে যাও —আমি ভালো থাকি যদি!
13/10/2025

তুমি সেই নদী
চোখে অবাক জলধি,
তবু হেসে যাও —
আমি ভালো থাকি যদি!

13/10/2025
আচ্ছা,তোমাকে পাওয়া এত কঠিন কেন? প্রতিদিন ভোর থেকে রাত অবধি শুধু তোমার কথাই মনে পড়ে। কাজের ফাঁকে, মানুষের ভিড়ে, ব্যস্ততার...
12/10/2025

আচ্ছা,
তোমাকে পাওয়া এত কঠিন কেন?
প্রতিদিন ভোর থেকে রাত অবধি শুধু তোমার কথাই মনে পড়ে।
কাজের ফাঁকে, মানুষের ভিড়ে,
ব্যস্ততার আড়ালে— সবখানেই তুমি।
অথচ তুমি যেন দূরের এক আকাশের তারা, দেখা যায়, ছোঁয়া যায় না।
তোমার অভাবটা যেন বুকের ভেতর এক অদৃশ্য ব্যথা হয়ে সারাদিন দপদপ করে জ্বলে থাকে।

পৃথিবীতে এত মানুষ, এত গল্প, এত সম্পর্ক,
তবু কেন আমি শুধু তোমাকেই চাই?
কেন তুমি ছাড়া আর কেউ আমার চোখে ধরা দেয় না? হয়তো এই চাওয়ার কোনো ব্যাখ্যা নেই,
কোনো যুক্তি নেই।
শুধু জানি, তুমি ছাড়া আমার চারপাশের সবকিছুই ফাঁকা, রঙহীন, অচেনা হয়ে যায়।

প্রতিদিন তোমাকে পাওয়ার জন্য আমি ছোটাছুটি করি, ভেতরে ভেতরে লড়াই করি, আশা বুনি।
কিন্তু দিনের শেষে ক্লান্ত হয়ে, ভাঙা বুক নিয়ে,
শূন্য হাতে ফিরে আসি নীরব রাতে।
আর সেই রাতের অন্ধকারে তোমার মুখটাই মনে ভেসে ওঠে,
আর মনে হয়—
হেরে গিয়েও যেন তোমাকে ভালোবাসাটাই আমার একমাত্র জয়...।

_সবকিছু হারাইতে হারাইতে কি নিদারুণ ভাবে 'আমি' আমাকেই হারিয়ে ফেললাম! 💔😅
12/10/2025

_সবকিছু হারাইতে হারাইতে কি নিদারুণ ভাবে 'আমি' আমাকেই হারিয়ে ফেললাম! 💔😅

তোমার দেখানো মিথ্যে স্বপ্ন আমার মস্তিষ্ক ধ্বংস করে দিচ্ছে রোজ..!😅💔
12/10/2025

তোমার দেখানো মিথ্যে স্বপ্ন আমার মস্তিষ্ক ধ্বংস করে দিচ্ছে রোজ..!😅💔

সম্পর্ক পুরোনো হলে বুঝি, মানুষ সম্পর্কের যত্ন নিতে ভুলে যায়..!😅💔
12/10/2025

সম্পর্ক পুরোনো হলে বুঝি, মানুষ সম্পর্কের যত্ন নিতে ভুলে যায়..!😅💔

আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু আমি মানুষের সাথে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি..!😅💔
12/10/2025

আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু আমি মানুষের সাথে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি..!😅💔

আচ্ছা, কোন রঙের খামে চিঠি লিখলে তুমি বুঝবে আমার মন ভালো নেই? আকাশের নীল? গুমট অন্ধকারের কালো? নাকি ফ্যাকাসে হয়ে যাওয়া হৃ...
12/10/2025

আচ্ছা, কোন রঙের খামে চিঠি লিখলে তুমি বুঝবে আমার মন ভালো নেই? আকাশের নীল? গুমট অন্ধকারের কালো? নাকি ফ্যাকাসে হয়ে যাওয়া হৃৎপিণ্ডের ধূসর?
বলে দাও।
আমি তোমায় জানাতে চাই
আমার মন ভালো নেই।

নারকেল পাতার ফাঁকা দিয়ে জানালা ঘেঁষে আসা চাঁদের আলো আমায় ছুঁতে পারছে না,
প্লে লিস্টের ‘ফেভারিট’ লিস্টে থাকা গানগুলো শুনছি না আজ,
গল্প করছি না কারো সাথে,
ধুলো মুছে বই নিয়েও বসে নেই জানালার পর্দার কোণে।
শুধু চুপচাপ শুয়ে আছি যেভাবে শুয়ে থাকে আপাদমস্তক ঢেকে থাকা লাশ!
যার চোখ বন্ধ, তবে অশ্রু হয়তো শুকোয়নি এখনো।
যার ঠোঁটে নিঃশেষ হয়ে যাওয়া জীবনের একটুকরো আকুতি একটুকরো চাওয়া –
'তুমি বুঝে নাও। বলে দাও। ঠিক কোন রঙের খামে লিখবো তোমায়। নীল? কালো? নাকি ধূসর? তোমায় যে জানাতে চাই আমার মন ভালো নেই।’

তুমিও ফিরিয়ে দিলেপৃথিবীও আর গ্রহন করলো নাঅতঃপর বেওয়ারিশ শবদেহের মতোন পড়ে আছি দাফনের অপেক্ষায়.....
12/10/2025

তুমিও ফিরিয়ে দিলে
পৃথিবীও আর গ্রহন করলো না
অতঃপর বেওয়ারিশ শবদেহের মতোন পড়ে আছি দাফনের অপেক্ষায়.....

একজন মেয়ে যখন চুপচাপ হয়ে যায়, তখন বুঝে নিও তার ভেতরে কিছু একটা ভীষণভাবে ক্ষতবিক্ষত হয়ে গেছে। সে মুখে কিছু বলে না, কা...
12/10/2025

একজন মেয়ে যখন চুপচাপ হয়ে যায়, তখন বুঝে নিও তার ভেতরে কিছু একটা ভীষণভাবে ক্ষতবিক্ষত হয়ে গেছে। সে মুখে কিছু বলে না, কারণ সে জানে এই পৃথিবীতে কান্নার চেয়ে হাসি বেশি গ্রহণযোগ্য।

সে প্রতিদিন হাজারটা প্রশ্নের উত্তর দেয়, কিন্তু নিজের জন্য একটা প্রশ্ন করার সুযোগ পায় না। সে সবার পাশে দাঁড়ায়, কিন্তু নিজের পাশে কাউকে পায় না।

মেয়েরা সহ্য করতে শেখে ছোটবেলা থেকেই_ চুপ থাকতে শেখে, মাথা নিচু রাখতে শেখে। কিন্তু সেটা দুর্বলতা নয়। বরং তার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় শক্তি।

তাকে বোঝো, শুধু বিচার করো না। তাকে ভালোবাসো, কষ্ট দিও না।
কারণ সে যতটা নরম, ততটাই কঠিনও হতে জানে।
একজন মেয়ের চোখে যদি জল আসে, বুঝে নিও সে অনেক চেষ্টা করেও আর নিজের ভেতরের যুদ্ধ লুকাতে পারেনি।

মেয়েরা শুধু একটা শরীর নয়, তারা একেকটা অসম্পূর্ণ গল্প। যা কখনো বলা হয় না, শুধু অনুভব করা যায়!💜🌺

🦋:জগত সুন্দর হলেও..জগতের মানুষ গুলো বহুরূপি !😅
12/10/2025

🦋:জগত সুন্দর হলেও..
জগতের মানুষ গুলো বহুরূপি !😅

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when AJN Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share