25/10/2025
'' তুমি ''
( শাহরিয়ার )
বেলা ফুরোনোর আগে
বিরতিহীন ভাবে দু চোখ,
ব্যস্ত রাস্তার ভীড়ে
চাহিদাতে সেই পরিচিত মুখ!
না পেয়ে তার দেখা
কতবার গেলাম চেনা জায়গায় ,
বাধ্য আমি হতাশ প্রাণে
ফিরেছি পড়ন্ত সন্ধায়!
চোখ তাহার মায়াবিনী
দেখিলেই আমি হতাম আড়ষ্ট,
হাসিতে ঝরে শিরনি
উপস্থিতিতে চলে পার্বন
সে এক সুনিপুণ মৃন্ময়ী!
কি করে হতাম না আকৃষ্ট??!
তুমি, নয়ন জুড়িয়ে দেওয়া
তুমি, ক্লান্তিকে মুছে দেওয়া!
তুমি আমার সকল
অসময় কে থমকে দেওয়া!
এ জীবনে তুমি শ্রেষ্ঠ পাওয়া।