06/12/2025
খাঁচায় বন্দী জীব প্রদর্শনী বন্ধ হোক। হয় সাফারি পার্কের ব্যবস্থা করেন যেখানে পশুপাখি উন্মুক্ত থাকবে মানুষ খাঁচায় করে দেখতে যাবে নয়তো দরকার নেই। আমার বাচ্চাদের আমি এনিমেল প্ল্যানেট দেখায় পশুপাখি চিনিয়ে নিবো।
চিড়িয়াখানা বন্ধ হোক , পশুদপাখিদের বন্দী প্রদর্শনী বন্ধ হোক 🌿