A NISHO F C

A NISHO F C নিশো মানে আবেগ, নিশো মানে ভালোবাসা

দমের আপডেট আসছে বিকেল ৫ টায় আওয়াজ দিস কিন্তু ❤️গুরু .nisho
29/10/2025

দমের আপডেট আসছে বিকেল ৫ টায়
আওয়াজ দিস কিন্তু ❤️
গুরু .nisho

দম আছে🤫guru .nisho
22/10/2025

দম আছে🤫
guru .nisho

07/09/2025

"স্বপ্ন সবাই দেখে, কিন্তু গড়তে পারে কজন?🥹
Afran Nisho
Vicky Zahed

06/09/2025

"হায়াতের যত দিন যায়, রুহের ব্যাথা ততই বাড়ে… সময় বয়ে চলে, কিন্তু কিছু ব্যথা শুধু গভীরতর হয়💔💔
Afran Nisho Vicky Zahed

05/09/2025

আমার ভয় হয়, যখন তুমি বলো তুমি আমায় ভালোবাসো😶
আহ কি সংলাপ❤️ গুরু Afran Nisho অভিনয় হৃদয় ছুঁয়ে যায়
Vicky Zahed

আকা মানে আগুন💥nisho .nisho
05/09/2025

আকা মানে আগুন💥nisho .nisho

[Spoiler Alart ]আবুল কালাম আজাদ একটি কুরিয়ার অফিসে চাকরি করে। তার স্বপ্ন গায়ক হওয়া। কিন্তু বাস্তবতার কঠিন দেয়ালে স্বপ্নট...
04/09/2025

[Spoiler Alart ]

আবুল কালাম আজাদ একটি কুরিয়ার অফিসে চাকরি করে। তার স্বপ্ন গায়ক হওয়া। কিন্তু বাস্তবতার কঠিন দেয়ালে স্বপ্নটা বারবার ধাক্কা খেয়ে ফিরে আসে। ঘটনাক্রমে আজাদের মন ভরে ওঠে এক ভয়ংকর মানসিকতায়—খুনের ইচ্ছা। চেষ্টা করেও সে নিজেকে এই অন্ধকার থেকে দূরে সরাতে কিন্তু পারে না, বরং সমাজের বাস্তবতা তাকে সেই দিকে আরও ঠেলে দেয়। ধীরে ধীরে সে হয়ে ওঠে দেশের মানুষের আস্থার আরেক নাম। তবে শেষ পর্যন্ত আজাদ কি ধরা পড়বে?

‘আকা’ মূলত একটি সোশ্যাল থ্রিলার, যা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের আগ্রহ ধরে রাখার মতো একটি ওয়েবসিরিজ। বিশেষত প্রথম চারটি এপিসোড দর্শককে দৃঢ়ভাবে আটকে রাখবে। ভিকি জাহেদ এখানে যেই ওয়ার্ল্ডটা নির্মাণ করেছেন, সেটি একেবারেই বাস্তব ও আমাদের চারপাশের সাথে ভীষণ রিলেটেবল। তার উপর কাব্যিক সব সংলাপ সিরিজটিকে আরও গভীর করেছে। এই ওয়ার্ল্ডে আকা এবং আজাদ চরিত্রগুলো যেনো বেশ শক্তিশালীভাবেই ফিট হয়েছে। এখানে, আজাদের বিষণ্ণতা কিংবা তার মানসিক দোদুল্যমানতা—সবকিছুই সংলাপের মাধ্যমে নিখুঁতভাবে মানিয়ে গেছে। এছাড়াও ভিকি জাহেদ সিরিজজুড়ে তার নিজস্ব নির্মাণশৈলী বজায় রেখেছেন। সিরিজে থ্রিল যেমন ছিল, তেমনি রোমান্টিক মুহূর্তগুলোতেও একধরনের মিষ্টি আবহ টের পাওয়া গেছে। কিছু ডিটেইলিং বেশ নজর কেড়েছে।

এই সিরিজে আফরান নিশো আজাদের চরিত্রে দুর্দান্ত। চরিত্রের ভিতরের দ্বন্দ্ব-বিষণ্ণতা এবং প্রত্যাবর্তনটাকে তিনি যথাযথভাবে তুলে ধরেছেন। তার কণ্ঠে কাব্যিক সংলাপগুলো এক অন্যরকম আবহ তৈরি করেছে। নিশোর পাশাপাশি নাবিলাও চমৎকার অভিনয় করেছেন। নিশো-নাবিলার কেমিস্ট্রি ছিল ভীষণ মিষ্টি। অবশ্য নাবিলা এমনিতেও বেশ মিষ্টি, নাবিলার সংলাপ বলার ধরণটিও বেশ মুগ্ধ করেছে। এছাড়াও, আজিজুল হাকিম (নিশোর চাচার ভূমিকায়) যথাযথ, আর ইমতিয়াজ বর্ষণও এই ক্যাট-অ্যান্ড-মাউস চেজে সঠিক ভারসাম্য এনেছেন।

তো সব মিলিয়ে ‘আকা’ আমার কাছে একটি এনগেজিং সোশ্যাল থ্রিলার ওয়েবসিরিজ। ভিন্ন স্বাদের কিছু দেখতে চাইলে হইচই-তে ‘আকা’ অবশ্যই দেখতে পারেন।

আকাচলছে হইছই তে   Afran Nisho
04/09/2025

আকা
চলছে হইছই তে
Afran Nisho

03/09/2025

আজ রাত ১২ টা ১ মিনিটে হইচই তে দেখতে পারবেন ওয়েব সিরিজ "আকা"✌️

01/09/2025

আসছে ৪ সেপ্টেম্বরে
Hoichoi Bangladesh
Afran Nisho Vicky Zahed

01/09/2025

নিশো ভাইয়ের প্রশংসায় Samonty Shoumi

Guru .nisho
10/08/2025

Guru .nisho

Address

Rajshahi

Telephone

+8801316070115

Website

Alerts

Be the first to know and let us send you an email when A NISHO F C posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share