
10/07/2025
টি-টোয়েন্টিতে নিজের ৪৩ তম ম্যাচ সেরা পুরুষ্কার গ্রহণ করলেন বিশ্বসেরা সাকিব আল হাসান! 🤩🥺
সাকিব আল হাসানের থেকে বেশি ম্যাচ সেরা পুরুষ্কার আছে আন্দ্রে রাসেল (৪৪), কাইরন পোলার্ড (৪৫), অ্যালেক্স হেলস (৪৫), গ্লেন ম্যাক্সওয়েল (৪৬) আর ক্রিস গেইল (৬০)। কি মনে হয় গেইল ছাড়া সাকিব কি পারবে রাসেল,পোলার্ড,হেলস,ম্যাক্সওয়েলদের রেকর্ড ছাড়াতে?