09/10/2025
❁ তাফসীরুল কুরআন পাঠ প্রতিযোগিতা ❁
📖 পবিত্র কুরআন পড়ুন, আলোকিত জীবন গড়ুন 📖
❖ নির্ধারিত কিতাব: ‘বিষয়ভিত্তিক’ ”তাফসীরুল কুরআন বিল কুরআন”
লেখক : শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী
সম্পাদক : মোহাম্মদ ইমাম হুসাইন কামরুল
প্রকাশনায়: ইমাম পাবলিকেশন্স লিঃ
☆ প্রতিযোগিতা ☆
❏ প্রতিযোগিতায় যেকোনো বয়সের ও যেকোনো শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করতে পারবে।
📑 অংশগ্রহণের পদ্ধতি:
➠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
[রেজিস্ট্রেশন সম্পূর্ন ফ্রি]
➠ রেজিস্ট্রেশন ফরম লিঙ্কঃ https://forms.gle/RAd54C2XJFLMfaaz8
➠ রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ২৮শে ডিসেম্বর ২০২৫ ইং
❖ তিনটি ধাপে পরীক্ষা নেওয়া হবে, [প্রক্তেক পরীক্ষায় ১০০টি করে প্রশ্ন থাকবে]
➠ ১ম ধাপের পরীক্ষার তারিখ : ৩১ ডিসেম্বর বুধরার, রাত ৯.টা থেকে ১০.টা, (⏰সময় ১ ঘণ্টা)।
➠ ২ম ধাপের পরীক্ষার তারিখ : ৭ই মার্চ শনিরার, সকাল ৯.টা থেকে ১০.টা, (⏰সময় ১ ঘণ্টা)।
➠❁ফাইনাল পরীক্ষার তারিখ : ১৪ ই মার্চ শনিরার, সকাল ৯.টা থেকে ১০.টা, (⏰সময় ১ ঘণ্টা)।
❖ সিলেবাস: তাফসীরুল কুরআন বিল কুরআন
➠ ১ম ধাপে পড়তে হবে (পর্ব-১ থেকে পর্ব-৩৯ পযর্ন্ত)। এর মধ্য থেকেই ১ম ধাপের পরীক্ষার প্রশ্ন করা হবে।
➠ ২ম ধাপে পড়তে হবে (পর্ব-৪০ থেকে পর্ব-৫০ পযর্ন্ত)। এর মধ্য থেকেই ২ম ধাপের পরীক্ষার প্রশ্ন করা হবে।
➠ ফাইনাল পরীক্ষায় (পর্ব-১ থেকে পর্ব-৫০ পযর্ন্ত)। সম্পূর্ন কিতাব থেকে প্রশ্ন করা হবে।
🌟 শুধুমাত্র প্রতিযোগিতা উপলক্ষ্যে কিতাবটির মূল্য ১৫০০টাকা থেকে, মাত্র ৭০০ টাকা রাখা হয়েছে,
ক্যাশ অন ডেলিভারি। বইটি হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন । বইটি ক্রয় করতে নিম্নোক্ত ফরমটি সঠিকভাবে পূরণ করুন।
বই ক্রয় ফরমঃ https://forms.gle/3KP6tKNtJpC2oykv5
[কিতাবটি বিশেষ ছাড় মূল্যে (৭০০ টাকায়) আপনারা, ৩১ই নভেম্বর পর্যন্ত আমাদের থেকে অর্ডার করতে পারবেন।]
📝 বিঃদ্রঃ নির্ধারিত কিতাবের বাইরে কোনো প্রশ্ন করা হবে না। 📚 সরাসরি আরবি থেকে কোনো প্রশ্ন থাকবে না। ✍️ প্রশ্নের ধরন হবে সহজ ও বোধগম্য—যাতে সাধারণ মানুষও সহজে উত্তর দিতে পারেন।
✧❁•══════════════•❁✧
আয়েশা (রাঃ) বলেন:
«كَانَ خُلُقُهُ الْقُرْآنَ»
“তাঁর (রাসূলুল্লাহ ﷺ এর) চরিত্র ছিল কুরআন।”(সহীহ মুসলিম: হাদীস নং ৭৪৬)
• আপনি পবিত্র কুরআনের আলোয় আপনার জীবনকে আলোকিত করুন, এবং সেই আলোয় অন্যদেরও জীবনকে রাঙিয়ে তোলার জন্য আহবান করুন।
• নিজে প্রতিযোগিতায় অংশগ্রহন করুন, অন্যদেরও এই মহৎ কাজে অংশগ্রহণে অনুপ্রাণিত করুন!
✧❁•════════════════•❁✧
🎁 পুরস্কার: বিজয়ীদেরকে দেওয়া হবে, প্রায় ২ লক্ষ টাকা পুরস্কার ।
🌐 বিস্তারিত পুরস্কার তালিকা:
★ ১ম ধাপে 💰প্রথমস্থান অর্জনকারীকে দেওয়া হবে: ১০ হাজার টাকা পুরস্কার।
[যারা ১ম ধাপে ৫০ নম্বার এর উপরে পাবে, শুধু তারা ২য় ধাপে পরীক্ষা দিতে পারবে]
★ ২ম ধাপে 💰প্রথমস্থান অর্জনকারীকে দেওয়া হবে: ১০ হাজার টাকা পুরস্কার।
[যারা ২ম ধাপে ৫০ নম্বার এর উপরে পাবে, শুধু তারা ফাইনাল পরীক্ষা দিতে পারবে]
🌐 ফাইনাল পরীক্ষায় বিজয়ীদের পুরস্কারঃ
☆ প্রথম পুরস্কার: ৩০ হাজার টাকা এবং ক্রেস্ট ।
★ দ্বিতীয় পুরস্কার: ২০ হাজার টাকা এবং ক্রেস্ট ।
☆ তৃতীয় পুরস্কার: ১৫ হাজার টাকা এবং ক্রেস্ট ।
★ চতুর্থ থেকে দশম পুরস্কার: ১০ হাজার টাকা এবং ক্রেস্ট ।
✧═══••═══✧•✧═══••═══✧•✧═══••═══✧
❖◊ পরীক্ষার পদ্ধতি ও নিয়মাবলী :
► প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যেই, রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
► অনলাইনে গুগল ফর্মে MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
► প্রক্তেক পরীক্ষার সময় : ১ ঘণ্টা । মোট প্রশ্ন : ১০০টি। পূর্ণমান : ১০০।
► প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।
► একই নম্বর প্রাপ্ত একাধিক প্রতিযোগীর মধ্যে যিনি আগে সাবমিট করবেন তিনি নির্বাচিত হবেন।
► নির্ধারিত সময়ে ফেসবুক পেজে প্রতিযোগিতা প্রশ্নপত্র লিঙ্ক দেওয়া হবে।
► প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে, পরীক্ষা নেওয়ার ৫দিনের মধ্যেই, ইন শা আল্লাহ।
► গুগল ফর্মে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্রাউজার, ইন্টারনেট, ডিভাইস ও সার্ভার জনিত কোনো অভিযোগ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
► প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন নির্দেশনা এবং আপডেট তথ্য সম্পর্কে গ্রুপে এবং পেইজে জানিয়ে দেওয়া হবে।
► প্রতিযোগিতার পোস্টটি নিজের প্রোফাইলে শেয়ার করুন এবং আপনার ফ্রেন্ডলিস্টের দশজনকে মেনশন করুন [আবশ্যক]।
✓ জরুরি জ্ঞাতব্য:
≡ প্রতিযোগিতা বিষয়ক যেকোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেইজে মেসেজ দিন ।
ফেসবুক পেইজ লিঙ্ক ⤵
https://www.facebook.com/siratur.rasul.sallallahu.alaihi.wasallam/
ফেসবুক গ্রুপ লিঙ্ক ⤵
https://www.facebook.com/groups/siratur.rasul.sallallahu.alaihi.wasallam
#❁তাফসীরুল_কুরআন_পাঠ_প্রতিযোগিতা_2025❁