AYF tv

AYF tv AYF tv

09/10/2025

❁ তাফসীরুল কুরআন পাঠ প্রতিযোগিতা ❁
📖 পবিত্র কুরআন পড়ুন, আলোকিত জীবন গড়ুন 📖

❖ নির্ধারিত কিতাব: ‘বিষয়ভিত্তিক’ ”তাফসীরুল কুরআন বিল কুরআন”
লেখক : শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী
সম্পাদক : মোহাম্মদ ইমাম হুসাইন কামরুল
প্রকাশনায়: ইমাম পাবলিকেশন্স লিঃ

☆ প্রতিযোগিতা ☆
❏ প্রতিযোগিতায় যেকোনো বয়সের ও যেকোনো শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করতে পারবে।

📑 অংশগ্রহণের পদ্ধতি:
➠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
[রেজিস্ট্রেশন সম্পূর্ন ফ্রি]
➠ রেজিস্ট্রেশন ফরম লিঙ্কঃ https://forms.gle/RAd54C2XJFLMfaaz8
➠ রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ২৮শে ডিসেম্বর ২০২৫ ইং

❖ তিনটি ধাপে পরীক্ষা নেওয়া হবে, [প্রক্তেক পরীক্ষায় ১০০টি করে প্রশ্ন থাকবে]
➠ ১ম ধাপের পরীক্ষার তারিখ : ৩১ ডিসেম্বর বুধরার, রাত ৯.টা থেকে ১০.টা, (⏰সময় ১ ঘণ্টা)।
➠ ২ম ধাপের পরীক্ষার তারিখ : ৭ই মার্চ শনিরার, সকাল ৯.টা থেকে ১০.টা, (⏰সময় ১ ঘণ্টা)।
➠❁ফাইনাল পরীক্ষার তারিখ : ১৪ ই মার্চ শনিরার, সকাল ৯.টা থেকে ১০.টা, (⏰সময় ১ ঘণ্টা)।

❖ সিলেবাস: তাফসীরুল কুরআন বিল কুরআন
➠ ১ম ধাপে পড়তে হবে (পর্ব-১ থেকে পর্ব-৩৯ পযর্ন্ত)। এর মধ্য থেকেই ১ম ধাপের পরীক্ষার প্রশ্ন করা হবে।
➠ ২ম ধাপে পড়তে হবে (পর্ব-৪০ থেকে পর্ব-৫০ পযর্ন্ত)। এর মধ্য থেকেই ২ম ধাপের পরীক্ষার প্রশ্ন করা হবে।
➠ ফাইনাল পরীক্ষায় (পর্ব-১ থেকে পর্ব-৫০ পযর্ন্ত)। সম্পূর্ন কিতাব থেকে প্রশ্ন করা হবে।

🌟 শুধুমাত্র প্রতিযোগিতা উপলক্ষ্যে কিতাবটির মূল্য ১৫০০টাকা থেকে, মাত্র ৭০০ টাকা রাখা হয়েছে,
ক্যাশ অন ডেলিভারি। বইটি হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন । বইটি ক্রয় করতে নিম্নোক্ত ফরমটি সঠিকভাবে পূরণ করুন।
বই ক্রয় ফরমঃ https://forms.gle/3KP6tKNtJpC2oykv5

[কিতাবটি বিশেষ ছাড় মূল্যে (৭০০ টাকায়) আপনারা, ৩১ই নভেম্বর পর্যন্ত আমাদের থেকে অর্ডার করতে পারবেন।]

📝 বিঃদ্রঃ নির্ধারিত কিতাবের বাইরে কোনো প্রশ্ন করা হবে না। 📚 সরাসরি আরবি থেকে কোনো প্রশ্ন থাকবে না। ✍️ প্রশ্নের ধরন হবে সহজ ও বোধগম্য—যাতে সাধারণ মানুষও সহজে উত্তর দিতে পারেন।
✧❁•══════════════•❁✧
আয়েশা (রাঃ) বলেন:
«كَانَ خُلُقُهُ الْقُرْآنَ»
“তাঁর (রাসূলুল্লাহ ﷺ এর) চরিত্র ছিল কুরআন।”(সহীহ মুসলিম: হাদীস নং ৭৪৬)

• আপনি পবিত্র কুরআনের আলোয় আপনার জীবনকে আলোকিত করুন, এবং সেই আলোয় অন্যদেরও জীবনকে রাঙিয়ে তোলার জন্য আহবান করুন।
• নিজে প্রতিযোগিতায় অংশগ্রহন করুন, অন্যদেরও এই মহৎ কাজে অংশগ্রহণে অনুপ্রাণিত করুন!
✧❁•════════════════•❁✧

🎁 পুরস্কার: বিজয়ীদেরকে দেওয়া হবে, প্রায় ২ লক্ষ টাকা পুরস্কার ।

🌐 বিস্তারিত পুরস্কার তালিকা:
★ ১ম ধাপে 💰প্রথমস্থান অর্জনকারীকে দেওয়া হবে: ১০ হাজার টাকা পুরস্কার।
[যারা ১ম ধাপে ৫০ নম্বার এর উপরে পাবে, শুধু তারা ২য় ধাপে পরীক্ষা দিতে পারবে]
★ ২ম ধাপে 💰প্রথমস্থান অর্জনকারীকে দেওয়া হবে: ১০ হাজার টাকা পুরস্কার।
[যারা ২ম ধাপে ৫০ নম্বার এর উপরে পাবে, শুধু তারা ফাইনাল পরীক্ষা দিতে পারবে]

🌐 ফাইনাল পরীক্ষায় বিজয়ীদের পুরস্কারঃ
☆ প্রথম পুরস্কার: ৩০ হাজার টাকা এবং ক্রেস্ট ।
★ দ্বিতীয় পুরস্কার: ২০ হাজার টাকা এবং ক্রেস্ট ।
☆ তৃতীয় পুরস্কার: ১৫ হাজার টাকা এবং ক্রেস্ট ।
★ চতুর্থ থেকে দশম পুরস্কার: ১০ হাজার টাকা এবং ক্রেস্ট ।
✧═══••═══✧•✧═══••═══✧•✧═══••═══✧

❖◊ পরীক্ষার পদ্ধতি ও নিয়মাবলী :
► প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যেই, রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
► অনলাইনে গুগল ফর্মে MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
► প্রক্তেক পরীক্ষার সময় : ১ ঘণ্টা । মোট প্রশ্ন : ১০০টি। পূর্ণমান : ১০০।
► প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।
► একই নম্বর প্রাপ্ত একাধিক প্রতিযোগীর মধ্যে যিনি আগে সাবমিট করবেন তিনি নির্বাচিত হবেন।
► নির্ধারিত সময়ে ফেসবুক পেজে প্রতিযোগিতা প্রশ্নপত্র লিঙ্ক দেওয়া হবে।
► প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে, পরীক্ষা নেওয়ার ৫দিনের মধ্যেই, ইন শা আল্লাহ।
► গুগল ফর্মে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্রাউজার, ইন্টারনেট, ডিভাইস ও সার্ভার জনিত কোনো অভিযোগ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
► প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন নির্দেশনা এবং আপডেট তথ্য সম্পর্কে গ্রুপে এবং পেইজে জানিয়ে দেওয়া হবে।
► প্রতিযোগিতার পোস্টটি নিজের প্রোফাইলে শেয়ার করুন এবং আপনার ফ্রেন্ডলিস্টের দশজনকে মেনশন করুন [আবশ্যক]।

✓ জরুরি জ্ঞাতব্য:
≡ প্রতিযোগিতা বিষয়ক যেকোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেইজে মেসেজ দিন ।
ফেসবুক পেইজ লিঙ্ক ⤵
https://www.facebook.com/siratur.rasul.sallallahu.alaihi.wasallam/
ফেসবুক গ্রুপ লিঙ্ক ⤵
https://www.facebook.com/groups/siratur.rasul.sallallahu.alaihi.wasallam

#❁তাফসীরুল_কুরআন_পাঠ_প্রতিযোগিতা_2025❁

‎সীরাতুর রাসূল ﷺ পাঠ প্রতিযোগিতা‎-এর সাথে -- আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉
13/09/2025

‎সীরাতুর রাসূল ﷺ পাঠ প্রতিযোগিতা‎-এর সাথে -- আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉

30/08/2024
20/03/2024
16/03/2024

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when AYF tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share