Mithun Kumar

Mithun Kumar Scientist | Explorer | Adventure Traveler Hi, I am Mithun Kumar, I currently work as a Scientist at SERC, Bangladesh.

I also work as Climate & Environment Advisor (CEA) at national and international level. My professional experience in Bangladesh Agriculture Research Institute (BARI); Space and Environment Research Center (SERC), Bangladesh; University of Education Freiburg, Germany, University of Rajshahi, Bangladesh can help to grow your businesses and organizations. I have more than 6 years of research & devel

opment, administrative, management and leadership experience. Research Interest:

- Remote Sensing and Earth Observation
- Satellite and RADAR Meteorology
- Tropical Cyclones and Tropical Convection
- Severe Weather Surveillance
- Extreme Weather Dynamics
- Disaster Management and Risk Reduction
- Climate Change and Environmental Sustainability

As a Climate & Environment Advisor (CEA) my advisory and consulting expertise are in:

- Disaster Management and Risk Reduction
- Climate Resilience
- Flood and River Management
- Irrigation and Water Management
- Environmental Management Systems (EMS)
- EIA and Environmental Compliance
- Feasibility Study
- Environmental Governance
- Climate Diplomacy & Geopolitics

Since I have research and development (R&D) experience both in industry and academic level so I can help you as a Consultant to conduct R&D projects in the following area:

- Research/Project Proposal Writing
- Literature Review and Idea Generation
- Research/Project Planning, Design and Implementation
- Data Analysis, Visualization and Reporting
- Research and Academic Paper Writing, Editing, Proofreading
- Project/Research Supervision and Consultation

Technical Expertise:

- Satellite Data Processing, spatial analysis and mapping using IDRISI Selva, ArcGIS, QGIS, Google Earth Engine Python, ArcView, CartaLinx, Surfer 10
- Weather Monitoring, Observation and Forecasting using Satellite and DOPPLER RADAR
- Programming/ Script language- Python, HTML5, CSS3, and Java Script
- Data Collection using KoboCollect
- Chain and Tape Survey, Plane Table Survey, GPS Survey, Theodolite Survey
- Statistical Analysis
- Office application, database management and project management (Microsoft Office package)
- Working in Windows environment

Make a contact for discussion: [email protected]
Check me here: mithunkumarbd.weebly.com

কৃষি হচ্ছে আবহাওয়ার উপর নির্ভরশীল । শস্যের ক্ষয়ক্ষতি কমাতে নিয়মিত আবহাওয়ার তথ্যের সাথে নিজেকে আপডেট রাখুন। Crop Monitori...
19/08/2025

কৃষি হচ্ছে আবহাওয়ার উপর নির্ভরশীল । শস্যের ক্ষয়ক্ষতি কমাতে নিয়মিত আবহাওয়ার তথ্যের সাথে নিজেকে আপডেট রাখুন।
Crop Monitoring and Crop Damage Assessment

18/08/2025
During my technical lecture on "Space Technology and ICT for Disaster Monitoring, Modeling and Mitigation' at National C...
14/08/2025

During my technical lecture on "Space Technology and ICT for Disaster Monitoring, Modeling and Mitigation' at National Conference on Disaster Forecasting & Management.

13/08/2025

Weather Update

দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ একজন এনভাইরনমেন্টাল কনসালটেন্ট সমাজের জন্য এক অমূল্য সম্পদ । প্রাকৃতিক দুর্যোগ এড়ানো না গেলেও,...
13/08/2025

দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ একজন এনভাইরনমেন্টাল কনসালটেন্ট সমাজের জন্য এক অমূল্য সম্পদ । প্রাকৃতিক দুর্যোগ এড়ানো না গেলেও, ক্ষতি কমানো যায়—যদি পাশে থাকে সঠিক মানব সম্পদ।

আজকের বিশ্বে জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস কিংবা খরা—এগুলো আর শুধু খবরের কাগজে পড়া ঘটনাই নয়; বরং আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এমন সময়ে একজন দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ এনভাইরনমেন্টাল কনসালটেন্ট শুধু একটি পেশাগত পরিচয় নয়, বরং জীবন বাঁচানোর এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার হাতিয়ার।

কেন তারা গুরুত্বপূর্ণ?

একজন দক্ষ কনসালটেন্ট জানেন কীভাবে দুর্যোগের ঝুঁকি চিহ্নিত করতে হয়, ঝুঁকি কমানোর পরিকল্পনা তৈরি করতে হয় এবং দুর্ঘটনার সময় কীভাবে কার্যকর পদক্ষেপ নিতে হয়। তারা শুধু প্রজেক্ট রিপোর্ট বা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করেন না—তারা কমিউনিটি, সরকারি সংস্থা এবং বেসরকারি খাতকে একসাথে কাজ করার পথে এগিয়ে দেন।

একজন সফল দুর্যোগ ব্যবস্থাপনা কনসালটেন্টের বৈশিষ্ট্য:

- গভীর প্রযুক্তিগত জ্ঞান: জিওগ্রাফি, আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান, রিমোট সেন্সিং, GIS, আঞ্চলিক পরিকল্পনা এবং পরিবেশ নীতি সম্পর্কে গভীর ধারণা।

- ঝুঁকি বিশ্লেষণ ক্ষমতা: ডাটা বিশ্লেষণ করে সম্ভাব্য দুর্যোগের প্রভাব পূর্বাভাস দেওয়া।

- দ্রুত সিদ্ধান্ত গ্রহণ: জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া।

- যোগাযোগ দক্ষতা: সাধারণ মানুষ থেকে নীতিনির্ধারক—সবাইকে সহজ ভাষায় পরিকল্পনা বোঝাতে সক্ষম হওয়া।

- টিমওয়ার্ক এবং নেতৃত্ব: একাধিক সেক্টরের সাথে সমন্বয় করে কাজ করার সক্ষমতা।

- নৈতিকতা ও দায়বদ্ধতা: প্রতিটি সিদ্ধান্তে মানবজীবন ও পরিবেশের সুরক্ষাকে প্রাধান্য দেওয়া।

ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে করণীয়ঃ

- একাডেমিক যোগ্যতা: জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট, আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান, আঞ্চলিক পরিকল্পনা, পরিবেশ ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি।

- টেকনিক্যাল স্কিল: রিমোট সেন্সিং, GIS, ডাটা অ্যানালিটিক্সে দক্ষতা অর্জন।

- ফিল্ড এক্সপেরিয়েন্স: বাস্তব দুর্যোগ মোকাবেলায় অংশগ্রহণ ও প্রজেক্ট পরিচালনা।

- নেটওয়ার্কিং: আন্তর্জাতিক ও স্থানীয় বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ।

- নিরন্তর শিখন: নতুন প্রযুক্তি, নীতি ও গ্লোবাল বেস্ট প্র্যাকটিস সম্পর্কে আপডেট থাকা এবং শেখার আগ্রহ ও মন মানসিকতা থাকা জরুরী।

দুর্যোগের মুখে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকার বদলে, আমরা যদি এমন পেশাজীবী তৈরি করি যারা বৈজ্ঞানিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে সমাধান দিতে পারে—তাহলে জীবন ও সম্পদ দুই-ই রক্ষা পাবে।

আপনি কি প্রস্তুত এই চ্যালেঞ্জিং কিন্তু গৌরবময় ক্যারিয়ার পাথ বেছে নিতে?

কমেন্টে লিখুন—আপনার মতে একজন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞের সবচেয়ে বড় গুণ কী হওয়া উচিত?

-
মিঠুন কুমার
রিমোট সেন্সিং স্পেশালিস্ট | আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞ | এনভাইরনমেন্টাল কনসালটেন্ট | ডিজাস্টার ম্যানেজমেন্ট স্পেশালিস্ট

১৩ আগস্ট ২০২৫

12/08/2025

দায়সারাভাবে কোন কাজ সাময়িক স্বস্তিদায়ক হলেও এর কোন গুরুত্ব থাকেনা ।

Crop Monitoring
10/08/2025

Crop Monitoring

10/08/2025

ঊচ্চশিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন একাডেমিক, গবেষনা ও উন্নয়ন সংস্থায় চকারির জন্য অনেক ক্ষেত্রেই রিসার্চ প্রপোজাল লিখতে হয়। রিসার্চ প্রপোজাল রাইটিং বিষয়ক আমাদের এই কর্মশালায় রেজিস্ট্রেশন চলছে। আগামীকালই রেজিস্ট্রেশনের শেষদিন। আগ্রহীরা আজই রেজিস্ট্রেশন করুন।

Virtual Workshop on "Research Proposal Writing"
Date: 12 August, 2025 (Tuesday)
Time: 7.00 pm - 8:30 pm
Registration link: https://forms.gle/kbiK5NZucRp3EMgL6
*** Limited seats on first comes first basis.

~~ একজন সফল রিমোট সেন্সিং বিশেষজ্ঞের গুণাবলি ~~যদিও প্রতি বর্ষে ফিল্ডওয়ার্ক ও রিপোর্ট তৈরি করতে হতো তবে আমার গবেষনায় ভাল...
08/08/2025

~~ একজন সফল রিমোট সেন্সিং বিশেষজ্ঞের গুণাবলি ~~

যদিও প্রতি বর্ষে ফিল্ডওয়ার্ক ও রিপোর্ট তৈরি করতে হতো তবে আমার গবেষনায় ভালোভাবে হাতেখড়ি হয় মূলত ইউনিভার্সিটির বিএসসি এর শেষ বর্ষে রিসার্চ প্রজেক্টে। বিষয় ছিলো রিমোট সেন্সিং । প্রজেক্ট সাইট ছিলো ভুটান । হিমালয় পর্বতের ৩৫ বছরের বরফের তারতম্য খুঁজে বের করা এবং ঝুকিপুর্ন স্থান খুঁজে বের করা । ভুটানের দুইটা ঝুকিপুর্ন জেলা খুঁজে বের করেছিলাম । জিপিএস নিয়ে পয়েন্ট ডাটা সংগ্রহ করা বা হেলিকপ্টার নিয়ে যেয়ে সার্ভে করার টাকা আমার নিজের ছিলো না আর আমাকে কোন ফান্ডও দেওয়া হয়নি এই কাজের জন্য তাই নাসার ল্যান্ডস্যাট স্যাটেলাইট ইমেজ গ্রাউন্ড ট্রুথিং করার জন্য গুগল আর্থের পয়েন্ট ডাটা (latitude, Longitude, Altitude) কাজে লাগিয়ে ছিলাম (গরীবেরা এইভাবেই কাজ করে :) ) । একবার প্রজেক্ট সাইটের রিসেন্ট ভিউ নেওয়ার জন্য গুগল আর্থের ইমেজে হিমবাহ ডিজিটাইজ করতে গিয়ে সাদা মেঘও ডিজিটাইজ করে ফেলেছিলাম । যার ফলে পুনরায় খাটতে হয়েছিলো । তবে বিএসসি এর সেই কাজটা নিয়ে আমি খুবই সন্তুষ্ট হয়েছিলাম । পরপর্তীতে সেটা Korean Society of Environmental Engineers এর Environmental Engineering Research জার্নালে পাবলিশ করি।

এমএস থিসিসও করলাম রিমোট সেন্সিং এর উপর । তবে এবার প্রয়োগ ক্ষেত্র ছিলো সুন্দরবন । সবকিছু আমার ওপর চাপিয়ে দিয়ে রিসার্চ সুপারভাইজার চলে গেলেন জার্মানীতে । গাইডলাইন ছাড়া একা একা যা করলাম তাতে আমি খুব একটা সন্তুষ্ট হতে পারিনি যদিও আমার সুপারভাইজার সন্তুষ্ট হয়েছিলেন । পরপর্তীতে সেই কাজ Acta Geophysica (Springer) জার্নালে পাবলিশ করি।

রিমোট সেন্সিং বর্তমান তথ্যনির্ভর বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যা আবহাওয়া পর্যবেক্ষন, পরিবেশ পর্যবেক্ষণ, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু বিজ্ঞান, শহর পরিকল্পনাসহ বিভিন্ন খাতে অবদান রাখছে। একজন রিমোট সেন্সিং বিশেষজ্ঞ স্যাটেলাইট ও ড্রোনের মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যার মাধ্যমে বাস্তব জীবনের সমস্যার সমাধান করে থাকেন। এই গতিশীল ক্ষেত্রে সফল হতে হলে কিছু নির্দিষ্ট কারিগরি ও ব্যক্তিগত বৈশিষ্ট্য অপরিহার্য। এখানে একজন দক্ষ রিমোট সেন্সিং বিশেষজ্ঞের জন্য প্রয়োজনীয় মূল গুণাবলি তুলে ধরা হলো-

১. Strong Technical Knowledge

রিমোট সেন্সিং-এর মূল ভিত্তি হলো বিজ্ঞান ও প্রযুক্তি। একজন বিশেষজ্ঞের মধ্যে থাকতে হবে:

• তড়িৎচুম্বকীয় তরঙ্গ ও বিকিরণ প্রক্রিয়ার ভালো ধারণা
• ইমেজ প্রসেসিং ও উন্নয়ন পদ্ধতি (Image Processing and Image Enhancement Techniques) সম্পর্কে জ্ঞান
• জিআইএস (GIS) সিস্টেম পরিচালনার দক্ষতা
• স্যাটেলাইট ও ড্রোন-ভিত্তিক সেন্সর ব্যবস্থার পরিচিতি
• ENVI, ERDAS Imagine, ArcGIS বা QGIS-এর মতো সফটওয়্যার ব্যবহারে পারদর্শিতা
• Google Earth Engine এর মত ক্লাউড কম্পিউটিং সিস্টেমে ডেটা প্রসেসিং সক্ষমতা
• মেশিন লার্নিং ও কম্পিউটার ভিশন সম্পর্কিত জ্ঞান

নতুন প্রযুক্তি ও টুলস সম্পর্কে সচেতনতা একজন বিশেষজ্ঞকে আধুনিক রাখে।

২. Analytical and Critical Thinking Skills

রিমোট সেন্সিং-এ বিপুল পরিমাণ ডেটা নিয়ে কাজ করতে হয়। এই ডেটা থেকে কার্যকর তথ্য বের করতে প্রয়োজন:

• জটিল ডেটার প্যাটার্ন বিশ্লেষণ (Interpret Complex Data Patterns)
• ব্যতিক্রম বা পরিবর্তন সনাক্তকরণ (Anomalies Detection and Change Detection)
• ভূস্থানিক (Geospatial) সম্পর্ক বোঝা
• বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা
• বিশ্লেষণ ক্ষমতা যেমন- আবহাওয়া পর্যবেক্ষণ, কৃষি শস্য পর্যবেক্ষন বা ভূমি ব্যবহারের বিশ্লেষণে গুরুত্বপূর্ণ।

৩. প্রোগ্রামিং ও অটোমেশন দক্ষতা

আধুনিক রিমোট সেন্সিং ধীরে ধীরে অটোমেশনের ওপর নির্ভরশীল হতে যাচ্ছে। তাই Python, R বা MATLAB-এর মতো প্রোগ্রামিং ভাষায় দক্ষতা জরুরি। এতে সুবিধা হয়:

• বড় ডেটাসেট প্রক্রিয়াকরণের জন্য স্ক্রিপ্ট তৈরি
• পুনরাবৃত্ত কাজ অটোমেট করা
• রিয়েল-টাইম ডেটা মনিটরিং সিস্টেম তৈরি
• এআই ও মেশিন লার্নিং এর সাথে ইন্টিগ্রেশন

প্রোগ্রামিং দক্ষতা একজন বিশেষজ্ঞকে অনেক বেশি কার্যকর করে তোলে।

৪. সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা

অল্প ভুলেও বিশ্লেষণে বড় সমস্যা দেখা দিতে পারে। তাই দরকার সূক্ষ্ম নজর, বিশেষত যখন:

• ভূমি কভার (Land Cover) শ্রেণিবিন্যাস করা হয়
• বিভিন্ন স্পেকট্রাল ব্যান্ডের পরিবর্তন খেয়াল রাখতে হয়
• ফিল্ড ডেটা যাচাই করা হয়
• ইমেজে বায়ুমণ্ডলীয় সংশোধন (Atmospheric Correction) প্রয়োগ করা হয়

একজন খুঁতখুঁতে বিশেষজ্ঞই সঠিক ও নির্ভরযোগ্য ফলাফল দিতে পারেন।

৫. আন্তঃবিভাগীয় জ্ঞান (Interdisciplinary Understanding)

রিমোট সেন্সিং-এর প্রয়োগ বহু খাতে। তাই একজন বিশেষজ্ঞের থাকা উচিত সংশ্লিষ্ট বিষয়ে অন্তত প্রাথমিক ধারণা, যেমন:

• আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান
• পরিবেশ বিজ্ঞান
• কৃষি
• দুর্যোগ ব্যবস্থাপনা
• প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা
• নগর পরিকল্পনা
• জলবিদ্যুৎ ও জলের মানচিত্রণ
• জলবায়ু পরিবর্তন
• টেকসই উন্নয়ন, প্রভৃতি

এতে ডেটার সঠিক প্রেক্ষাপট বোঝা এবং অর্থপূর্ণ বিশ্লেষণ সম্ভব হয়।

৬. যোগাযোগ ও দলগত কাজের দক্ষতা (Communication and Collaboration Skills)

বিশেষজ্ঞদের অনেক সময় টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই এমনদের সঙ্গে কাজ করতে হয়। তাই দরকার:

• পরিষ্কার রিপোর্ট ও ডকুমেন্টেশন তৈরি
• ডেটা ভিজ্যুয়ালাইজেশন (ম্যাপ, গ্রাফ, চার্টের মাধ্যমে)
• অন্যান্য বিশেষজ্ঞ বা নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয়
• জটিল বিষয় সাধারণ ভাষায় উপস্থাপন

একজন ভালো কমিউনিকেটর পুরো দলকে সঠিক পথে রাখতে পারেন।

৭. কৌতূহল ও আজীবন শেখার মানসিকতা

রিমোট সেন্সিং প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই একজন দক্ষ বিশেষজ্ঞের মধ্যে থাকতে হবে:

• নতুন গবেষণার প্রতি আগ্রহ
• AI বা ক্লাউড প্ল্যাটফর্ম (যেমন: Google Earth Engine)-এ কাজ শেখার ইচ্ছা
• ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ
• নতুন ডেটাসেট ও টুল নিয়ে এক্সপেরিমেন্ট করার আগ্রহ

রিমোট সেন্সিং এমন একটি আধুনিক ক্ষেত্র, যা বিজ্ঞান, প্রযুক্তি ও মানবিক গুণাবলির মিশ্রণে এগিয়ে চলে। বিশ্লেষণ ক্ষমতা, প্রোগ্রামিং দক্ষতা, বহুবিদ্যাগত (Interdisciplinary) জ্ঞান এবং শেখার আগ্রহ—এই চারটি গুণ একজন রিমোট সেন্সিং বিশেষজ্ঞকে শুধু দক্ষ নয়, বরং বিশ্বব্যাপী প্রাসঙ্গিক ও কার্যকর করে তোলে। এসব গুণের মাধ্যমে একজন বিশেষজ্ঞ পরিবেশগত সমস্যা সমাধানে এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
-
মিঠুন কুমার
রিমোট সেন্সিং স্পেশালিস্ট | আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞ | এনভাইরনমেন্টাল কনসালটেন্ট

০৮ আগস্ট ২০২৫

Address

Sagorpara, Ghoramara

6100

Website

https://www.youtube.com/@MithunKbd

Alerts

Be the first to know and let us send you an email when Mithun Kumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share