15/10/2025
আজকে বাবা-মায়ের বাড়ি থেকে চলে যাচ্ছি...
মনটা কেমন যেন অদ্ভুত ভারী হয়ে আছে।
এই বাড়ির প্রতিটা দেয়াল, প্রতিটা গন্ধে লুকিয়ে আছে আমার শৈশব, হাসি, কান্না, ভালোবাসা।
মায়ের হাতের রান্না, বাবার স্নেহমাখা দৃষ্টি—সবকিছুই মনে হয় আজ আরও আপন হয়ে উঠেছে, কারণ কাল থেকে এগুলো থাকবে শুধু মনে, চোখে নয়।
প্রতিবার আসি আনন্দ নিয়ে, আর ফিরি একরাশ শূন্যতা বুকে নিয়ে।
বাবা-মায়ের বাড়ি হয়তো ছেড়ে যাচ্ছি, কিন্তু মনটা পড়ে রইলো ঠিক সেখানেই… ❤️
#বাবামায়েরবাড়ি #মনখারাপেরদিন #ভালোবাসা #চলে_যাওয়া #মায়েরগন্ধ