Nisa's Storybook

Nisa's Storybook Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nisa's Storybook, Digital creator, Rajshahi, Rajshahi.
(55)

Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh ✨
📖 Nisa’s Storybook 📖
Homedecor🏡Cooking🫕Gardening🪴Travelling🚊
Capturing everyday stories, daily vibes & little joys 🌸
Lifestyle • Family • Fashion
📩 Accepting PR & Promotions

25/09/2025
শুভ সন্ধ্যা 💫প্রতিটি সন্ধ্যা আমাদের মনে করিয়ে দেয়, দিনের শেষে আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়ার কত কিছুই আছে। 🕌হে আল্লাহ, আমাদের...
24/09/2025

শুভ সন্ধ্যা 💫
প্রতিটি সন্ধ্যা আমাদের মনে করিয়ে দেয়, দিনের শেষে আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়ার কত কিছুই আছে। 🕌
হে আল্লাহ, আমাদের সন্ধ্যাগুলো যেন শান্তি, বরকত আর রহমতের আলোয় ভরে ওঠে। 🌸

#শুভ_সন্ধ্যা #আলহামদুলিল্লাহ ীবন #ইসলামিকপোস্ট

🌸 কখনো কখনো মনে হয় মনটা কোথাও হারিয়ে যায়… চারপাশে শান্তি খুঁজে পাই না। তখন শুধু একটা জিনিসই মনে করিয়ে দিই নিজেকে—আল্লাহ ...
23/09/2025

🌸 কখনো কখনো মনে হয় মনটা কোথাও হারিয়ে যায়… চারপাশে শান্তি খুঁজে পাই না। তখন শুধু একটা জিনিসই মনে করিয়ে দিই নিজেকে—
আল্লাহ আছেন, তিনি কখনো একা ছেড়ে দেন না। 🌿

🕌 আল্লাহ বলেছেন:
"অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে।" (সূরা ইনশিরাহ ৬)

তাই মনটা যখন অস্থির হয়ে যায়, আমি শুধু আল্লাহর নাম নেই, দোয়া করি, নামাজে দাঁড়াই। তখনই মনে হয় ভেতরটা হালকা হয়ে গেলো… 💖

🤲
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল-হাম্মি ওয়াল-হজন।
(হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে।)

#আল্লাহ_ভরসা #আমার_মনের_কথা #ইসলামিক_পোস্ট #শান্তি #আল্লাহরস্মরণ

শুভ সকাল 🌻🌹💐"ঝর্ণার সুর, গাছের ছায়া আর হ্রদের নীরবতা—প্রকৃতি যেন হৃদয় ছুঁয়ে যায় শান্তির ছোঁয়ায়।"         #প্রকৃতি       ...
22/09/2025

শুভ সকাল 🌻🌹💐
"ঝর্ণার সুর, গাছের ছায়া আর হ্রদের নীরবতা—প্রকৃতি যেন হৃদয় ছুঁয়ে যায় শান্তির ছোঁয়ায়।"

#প্রকৃতি

🌿 রাফি আমার ছেলে জানতে চেয়েছে: ইক্ষু ফল না সবজি?আপনাদের কি মনে হয়? 🤔কমেন্টে লিখে জানান, আমরা সবাই একসাথে জানব! 👇 #রাফির_...
21/09/2025

🌿 রাফি আমার ছেলে জানতে চেয়েছে: ইক্ষু ফল না সবজি?

আপনাদের কি মনে হয়? 🤔
কমেন্টে লিখে জানান, আমরা সবাই একসাথে জানব! 👇

#রাফির_প্রশ্ন #ইক্ষু #খাদ্য_জ্ঞান #মজার_তথ্য

🌸 শুভ সকাল 🌸প্রতিটি সকালই আল্লাহর দেওয়া অমূল্য নেয়ামত।নতুন ভোর মানে নতুন সুযোগ, নতুন আশা, নতুন আমল।তাই আসুন দিনটি শুরু ক...
21/09/2025

🌸 শুভ সকাল 🌸
প্রতিটি সকালই আল্লাহর দেওয়া অমূল্য নেয়ামত।
নতুন ভোর মানে নতুন সুযোগ, নতুন আশা, নতুন আমল।
তাই আসুন দিনটি শুরু করি আল্লাহর স্মরণে, কৃতজ্ঞতায় আর সুন্দর niyyah নিয়ে।

#শুভ_সকাল #আলহামদুলিল্লাহ #নতুন_শুরু #আল্লাহরদিকেফিরে_যাওয়া

🌸 আমার মনের কথা 🌸অনেকদিন ধরেই মনে এক ধরনের অশান্তি কাজ করছিলো… ভাবতাম আমি যা করছি, এগুলো কি আল্লাহর সন্তুষ্টির কাজ, নাকি...
20/09/2025

🌸 আমার মনের কথা 🌸

অনেকদিন ধরেই মনে এক ধরনের অশান্তি কাজ করছিলো… ভাবতাম আমি যা করছি, এগুলো কি আল্লাহর সন্তুষ্টির কাজ, নাকি গোনাহ বাড়াচ্ছে? বারবার মন বলতো — “না, আমাকে বদলাতে হবে।”

আজ আমি আল্লাহর কাছে তওবা করে নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নিলাম। 💖
এখন থেকে আমার পেজে আর কোনো গোনাহের পোস্ট থাকবে না। ইনশাআল্লাহ, আমি ইসলামিক কনটেন্ট শেয়ার করবো — দোয়া, কোরআনের আয়াত, হাদিস, এবং এমন লেখা যা আমাদেরকে হেদায়েতের পথে এগিয়ে নেবে। 🌿

আমি নিজে শিখবো, আর সেই শিক্ষাগুলো তোমাদের সাথেও ভাগাভাগি করবো। দোয়া কোরো, আল্লাহ যেন আমার এ ছোট্ট চেষ্টা কবুল করেন, আর আমাকে ও তোমাদের সবাইকে সঠিক পথে রাখেন। 🤲✨

#ইসলামিকপোস্ট #তওবা #হেদায়েত #আল্লাহরদিকেফিরে_যাওয়া #নতুনশুরু

শুভ সকাল 💐🌻🌿🍃“জীবনের কোলাহল, ব্যস্ততা আর দুঃখ-কষ্টের ভিড়ে কখনও কখনও একটু থেমে যেতে হয়। নীরব প্রকৃতির কোলে বসে চারপাশের স...
20/09/2025

শুভ সকাল 💐🌻

🌿🍃
“জীবনের কোলাহল, ব্যস্ততা আর দুঃখ-কষ্টের ভিড়ে কখনও কখনও একটু থেমে যেতে হয়। নীরব প্রকৃতির কোলে বসে চারপাশের সৌন্দর্যকে অনুভব করলে মন যেন হালকা হয়ে যায়। নদীর শান্ত জল, সবুজের ছায়া আর ঠাণ্ডা বাতাসে লুকিয়ে আছে এক অদ্ভুত প্রশান্তি।

আল্লাহর সৃষ্টি নিয়ে কিছু সময় ভাবলে মনটা শান্ত হয়ে যায়, হৃদয়ে কৃতজ্ঞতা ভরে ওঠে। জীবনের প্রতিটি মুহূর্তেই তাঁর রহমতের ছোঁয়া আছে—শুধু উপলব্ধি করার মতো মন চাই।”

✨ আলহামদুলিল্লাহ ✨

#শান্তি #প্রকৃতি

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
19/09/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

🌸 শুভ সকাল 🌸নতুন দিনের আলো মানেই নতুন আশা ✨সকালের ঠাণ্ডা হাওয়া, পাখির কিচিরমিচির আর সূর্যের মিষ্টি হাসি—সবকিছু মিলে দিনট...
19/09/2025

🌸 শুভ সকাল 🌸

নতুন দিনের আলো মানেই নতুন আশা ✨
সকালের ঠাণ্ডা হাওয়া, পাখির কিচিরমিচির আর সূর্যের মিষ্টি হাসি—সবকিছু মিলে দিনটাকে করে তোলে প্রাণবন্ত। 💛

আজকের দিন হোক সবার জন্য শান্তি, সুখ আর অনাবিল আনন্দে ভরপুর। 🌼
আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা নতুন সকাল দেখতে পারলাম। 🕊️

#শুভসকাল #নতুনদিন #পজিটিভভাইবস #আলহামদুলিল্লাহ 🌿

শুভ রাত্রি 🌻💐
18/09/2025

শুভ রাত্রি 🌻💐

আজ থেকে আমি আমার কোনো ভিডিওতে মিউজিক ব্যবহার করব না।নিজে তো পাপ করছিলামই, আবার আমার ভিডিও দেখার মাধ্যমে অন্যদেরও পাপের ম...
18/09/2025

আজ থেকে আমি আমার কোনো ভিডিওতে মিউজিক ব্যবহার করব না।
নিজে তো পাপ করছিলামই, আবার আমার ভিডিও দেখার মাধ্যমে অন্যদেরও পাপের মধ্যে জড়িয়ে ফেলছিলাম। 💔

তাই সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ এখন থেকে শুধু হালাল জিনিসই ব্যবহার করবো।
চাইলে নাশিদ (যাতে মিউজিক নেই), প্রাকৃতিক শব্দ বা শুধু লেখা দিয়েও সুন্দর ভিডিও বানানো যায়। 🌿✨

আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বাঁচিয়ে হালাল পথে চলার তাওফিক দান করুন। 🤲

Address

Rajshahi
Rajshahi

Telephone

+8801717451151

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nisa's Storybook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share