Aysha Somo

Aysha Somo I will create Logo, Social media post,Banner etc for you.

[DM for paid work]

[Graphic designer]

04/10/2024

দায়িত্ব বেড়ে যাওয়ার আগে ইবাদত বাড়িয়ে দিন। __ কথাটার প্রকৃত অর্থ আগে বুঝিনি🙂

29/06/2024

"তোমাদের কেউ যদি জানতো যে, 'জাযাকাল্লাহু খইরন' বলার ভেতর কী প্রাপ্তি রয়েছে, তাহলে একজন আরেকজনের চেয়ে সেটা বেশি বলতো।"

-উমর ইবনুল খাত্তাব (রাঃ)
[ইবনু আবী শায়বাহ, ১/৪৩৬]

29/06/2024

📌 "ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ'র পুত্র ‘আব্দুল্লাহ’ বলেন: আমার বাবা প্রায়ই সালাতের পরে দোয়া করতেন,

اللهم كما صنت وجهي عن السجود لغيرك صنه عن المسالة لغيرك.

“আল্লাহ! আপনি যেভাবে আমার চেহারাকে আপনি ছাড়া অন্য কারো জন্য সিজদা করা থেকে রক্ষা করেছেন, তেমনিভাবে আপনি ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া থেকেও রক্ষা করুন।”

📖 [সিফাতুস সাফওয়াহ, ১/৪৮৪]©️

18/06/2024

শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রহি’মাহুল্লাহ বলেন:

“পুরুষের হৃদয় যদি কোনো নারীর সাথে এঁটে যায়, যদিও সে নারী তার জন্য বৈধ হয়, তাহলেও তার হৃদয় থাকে ওই নারীর কাছে বন্দী। নারী তার অধিপতি হয়ে বসে, পুরুষ সেই নারীর খেলার পুতুলে পরিণত হয়, যদিও প্রকাশ্যভাবে সে তার অভিভাবক; কেননা সে তার স্বামী। তবে বাস্তবে সেই নারীর কাছে বন্দী, তার দাস। বিশেষত নারী যদি বুঝতে পারে যে, পুরুষ তার প্রেমে মুগ্ধ। এমতাবস্থায় নারী তার উপর আধিপত্য চালায়, জালেম ও স্বৈরাচারী শাসক যেমন তার মজলুম, নিষ্কৃতি পেতে অপারগ দাসের উপর শাসন চালায়, ঠিক সেইভাবেই নারী তার প্রেমে হাবুডুবু-খাওয়া পুরুষের উপর শাসন চালায়। বরং এর চাইতেও বেশি চালায়। আর হৃদয়ের বন্দীদশা শরীরের বন্দীদশা থেকে মারাত্মক। হৃদয়ের দাসত্ব শরীরে দাসত্বের চেয়েও কঠিনতর।”

মাজমুউল ফাতওয়াঃ ১০/১৮৫।

আরাফা দিবসে বেশী বেশী দুআ করা কাম্য।***********----------------------************"দুনিয়া ও আখেরাতের কল্যাণকর সমস্ত দুআই...
15/06/2024

আরাফা দিবসে বেশী বেশী দুআ করা কাম্য।
***********----------------------************"
দুনিয়া ও আখেরাতের কল্যাণকর সমস্ত দুআই করুন।
তন্মধ্যে এই যিকরটি:
لا إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ» (حسن، رواه الترمذي).
হে মহান আল্লাহ! আমাদের প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করো।
হে আল্লাহ্! আমাদের ছোটো বড় গুনাহ্ মাফ করো।
হে আল্লাহ্! আমাদের আমল সমূহ কবূল করো।
হে আল্লাহ্! আমাদের তোমার মনোনিত দ্বীন ইসলাম ঐ ভাবে বুঝার ও ঐ ভাবে আমল করার তৌফিক দিও যেভাবে বুঝেছিলেন তোমার হাবীব নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার একনিষ্ঠ সঙ্গীগণ।
হে আল্লাহ্! ফেত্নার যুগে তুমি আমাদের সঠিক পথে পরিচালিত করো, যে পথে ছিলেন নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা ও নেক মুমিনগণ।
হে আল্লাহ্! তুমি জগতের মুসলিমদের তাওহীদ বুঝার ও তার প্রতি আমল করার তৌফিক দান করো।
হে আল্লাহ্! তুমি আমাদের ইলম, রুজি ও আমলে বরকত দাও।
হে আল্লাহ্! আমাদের হালাল রোজগারের তৌফিক দান করো এবং হারাম থেকে দূরে রাখো।
হে আল্লাহ্! আমাদের সন্তানদের হেদায়েত দাও তাদের অন্তরে ইসলামের ঈমানের ভালোবাসা দাও এবং তাদের নেক বানাও।
হে আল্লাহ্! আমাদের বৃষ্টি দাও। তোমার রহমত থেকে বঞ্চিত করো না।
হে আল্লাহ্! আমাদের প্রিয়জন, আত্মীয় স্বজন, পূর্বসূরি যাঁরা মারা গেছেন, আল্লাহ্ তুমি তাদের ক্ষমা করো। বিশেষ করে আমাদের পিতা ও মাতার উপর রহম কর যেমন তারা ছোটবেলায় আমাদের উপর রহম করে ছিল।
হে আল্লাহ্! আমাদের অসুস্থদের সুস্থতা দান করো।
হে আল্লাহ্! আমাদের গীবত, চুগলি, আপস দ্বন্দ্ব ইত্যাদি থেকে হেফাজতে রাখো।
হে আল্লাহ্! আমাদের অজ্ঞতা ও পাপের কারণে আমাদের পাকড়াও করি ও না।
হে মহান আরশের মালিক, আকাশ জমিনের মালিক, কেয়ামত দিবসের মালিক! আমাদের ক্ষমা করে দাও, তোমার রহমতে ঢেকে দাও, তোমার সুরক্ষায় স্থান দাও, জান্নাতুল ফেরদাউসে স্থান দাও, তোমার আরশের নিচে, তোমার নবীর সান্নিধ্যে, তোমার একান্ত প্রিয় বান্দাদের সাথে।
আমীন ইয়া রাব্বিল আলামীন ইয়া আরহামার রহিমীন।

©️ Sheikh Abdur Raquib Madani Hafizahullah

14/06/2024

"গুনাহ যদি অনেক বড় হয়ে যায়, অনেক বেশিও হয়ে যায়, এরপরও কারও জন্য এটা বৈধ নয় যে সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে"।
শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়াহ [রাহ.]
[ মাজমুঊল ফাতাওয়া: ১৬/১৯]

17/03/2024
Dreams don't work unless you do!
16/03/2024

Dreams don't work unless you do!

"কষ্টের পরে স্বস্তি তখনই আসে, যখক্ন সৃষ্টির থেকে আশা ছেড়ে দিবেন।"-ইমাম ইবনে তাইমিয়্যাহ রহিমাহুল্লাহ।[মাজমু ফাতওয়া ১০/৩৩১...
13/03/2024

"কষ্টের পরে স্বস্তি তখনই আসে, যখক্ন সৃষ্টির থেকে আশা ছেড়ে দিবেন।"

-ইমাম ইবনে তাইমিয়্যাহ রহিমাহুল্লাহ।
[মাজমু ফাতওয়া ১০/৩৩১]

সাহল ইব্‌নু সা’দ (রাঃ) থেকে বর্ণিতঃআল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: লোকেরা যতদিন শীঘ্র ইফতার করব...
12/03/2024

সাহল ইব্‌নু সা’দ (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে, ততদিন তারা কল্যাণের উপর থাকবে। (সহিহ বুখারি-১৯৫৭)

Ramadan mubarak☺️
11/03/2024

Ramadan mubarak☺️

Address


Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 12:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aysha Somo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aysha Somo:

  • Want your business to be the top-listed Media Company?

Share