
05/06/2025
কিরে গরু কিনসস? কত দিয়ে? কিরে কিনবিনা? তোরা দিবিনা?
এসব বলার থেকে দূরে থাকবেন✋ কাননা অনেক মানুষ আছে যারা আপনার আমার মতো নাও হতে পারে,হয়ত আপনি পারছেন কিন্তু তাদের সার্থ নেই সবাই কুরবানী দিতে পারে না মনে রাখবেন এসব প্রশ্ন করে অন্য কে হতাশ ও লজ্জায় ফেলবেন না এই যে আজ তা বলে বেড়াচ্ছেন গরু কিনছি এতো এতো দামের খোঁজ নিয়ে দেখে উপর আল্লার কাছে তা হালাল হচ্ছে ত সহি হচ্ছে ত তাই ভাই/বোন আপনারা এসব থেকে দূরে থাকবেন!
আসেন না,,,, ঈদ হলো আনন্দের দিন খুশি থাকার দিন সবাই এক সাথে সুস্থ ও ভালো থাকি! 😊
কানো অহেতুক প্রশ্ন করে মানুষ কে বিব্রত করছেন? শুধু গরু না জামা কিনসিস কিরে কত দিয়ে আমি ৩০ হাজার নিয়ে মার্কেট এ গেছি তুই?
ভাই ৩০ হাজার নিয়ে জান আর ৩হাজার নিয়ে জান আপনা যা সার্থ আছে নিছেন কিন্তু অনেক এ সেই ৩ হাজারে সুখ পায় আনন্দ পায় সবার এক পরিবেশ না এক উচ্চত না অনেক আমাদের মতো ছোট বড় সংসার আছে যারা আমাদের মতো মধ্যবিত্ত এদের ত আরো বেশি কষ্ট এরা কষ্ট লুকাতে লুকাতে হতাশ আজ কাল কার যুগে টাকা কে সবাই মূল্য দাই কিন্তু মানুষ কে না মানুষ, যাই হক জানিনা কথা গুলো ভুল হয়েছে নাকি জদি হয়ে থাকে ক্ষমা করবেন!
সবাই আনন্দের সাথে ঈদের খুশি পরিবারের সাথে ভাগ করুন! 😊