Treat by Nur

Treat by Nur cook and family dairy
(8)

নিজেকে ভালো রাখার দায়িত্ব শুধু নিজের। সময় এর চাইতে উত্তম সমাধান আর কিছুই নেই।
16/11/2024

নিজেকে ভালো রাখার দায়িত্ব শুধু নিজের। সময় এর চাইতে উত্তম সমাধান আর কিছুই নেই।

02/11/2024

আমার খুব পছন্দের ভাইরাল ডিমের আইটেম 😋😍

তেমন কিছুই না একটু ঘুমেশে পড়েছিলাম 😅😄 এত বেশি অলসতা পেজের ভিডিও আপলোড বাদ দিয়েই দিলাম প্রায় 🙆‍♀️
05/10/2024

তেমন কিছুই না একটু ঘুমেশে পড়েছিলাম 😅😄 এত বেশি অলসতা পেজের ভিডিও আপলোড বাদ দিয়েই দিলাম প্রায় 🙆‍♀️

30/09/2024

I gained 3,572 followers, created 172 posts and received 32,023 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

নিজে কষ্টে থাকলে বলেন আল্লাহ পরীক্ষা নিচ্ছে আর অন্যকে কষ্টে থাকতে দেখলে ভাবেন পাপের শাস্তি ।এমন চিন্তা ভাবনা কারা কারা ক...
26/09/2024

নিজে কষ্টে থাকলে বলেন আল্লাহ পরীক্ষা নিচ্ছে আর
অন্যকে কষ্টে থাকতে দেখলে ভাবেন পাপের শাস্তি ।
এমন চিন্তা ভাবনা কারা কারা করেন,কমেন্টে জানান ?

অনেকেই শোকেস গাদাগাদি করে অনেক বছর ধরে জিনিস জমিয়ে রাখেন। নিজেরা মেলামাইন ব্যবহার করেন। মেহমান আসলে বের করেন আবার ধুয়ে ত...
22/09/2024

অনেকেই শোকেস গাদাগাদি করে অনেক বছর ধরে জিনিস জমিয়ে রাখেন। নিজেরা মেলামাইন ব্যবহার করেন। মেহমান আসলে বের করেন আবার ধুয়ে তুলে রাখেন। মেলামাইনে গরম জিনিস পড়লেই বিপদ। toxic হয়ে যায়। ⛔

📌বাসায় কাচের plate ব্যবহার করুন।
নতুন glass বা বাটিসেট কাপ এক সেট নিজেরা ব্যবহার করে ফেলুন।
সব সময় নিজেদের কে well treat করুন।

📌বাসা যদি চান ঝকঝকে থাকুক তাহলে জেট পাওডার দিয়ে একবার একটা রুম মুছুন। আবার পরিস্কার পানিতে মুছুন।
এভাবে সব রুম দুবার করে বেশি চাপ দিয়ে মুছুন।
ফ্যান ছেড়ে দিন। হাটলেই দেখবেন চকচকে আয়নার মত দেখাবে।

📌ফ্যান মুছলেও কালো একটা দাগ পরে থাকে, তাই ভিম পাউডার কাপরে নিয়ে মুছুন দেখবেন কালশিটে দাগ নাই।

📌ঘর সাজানো ফুল মাসে একবার এক চিমটি জেট পাউডার এ চুবিয়ে ধুয়ে ফেলুন। সাদা ফুল বেশি ময়লা ধরে।

📌বাসার লাইট এক একদিনে এক এক রুম করে মুছে ফেলুন। জানালার grll ও ঝাড়পোছ করতে হয় তাহলে ঝুল জমে না।

📌টয়লেট ৭দিন পর পর যদি ভিম পাউডার দিয়ে ব্রাশ দিয়ে ধুয়ে ফেলেন ময়লা বসে না। তবে সাথে একবার হারপিক দিতে হয়।

📌মাসে একবার furniture সরিয়ে deep clean করুন এতে ময়লা জমে থাকবে না।

📌যে বাচ্চার সারা বছর নাকে পানি থাকে সেখানে কার্পেট থাকলে তুলে ফেলুন। কমে যাবে।
কৃমির সমস্যা লেগে থাকলে পোষ্য না রাখলে ভালো।

📌রান্না ঘরের চিপায় ফিনিশ পাউডার দিয়ে রাখুন।
তেলাপোকার জন্য তেলাপোকার ছবিসমেত ফিনিশ পাউডার ভালো কাজ দেয়।
পলিথিন জমিয়ে রাখলে তেলাপোকা বেশি হয়।

📌শুটকি, চালের গুড়ি, বেসন, চনার ডাল, শুকনা মরিচ freeze এ রাখুন।

📌যাদের বোর্ডের আলমারি মাঝে মাঝে সরিয়ে পিছন দিকে নারকেল তেল তুলা দিয়ে লাগিয়ে দিন ঢেমপ্ হবে না। আবার ফিনিশও দিয়ে রাখতে হবে। নারকেল তেল পিপড়া কমায়।

📌বাংলা সাবান বা তিব্বত ৫৭০ দিয়ে ডেকচি পাতিল মাজবেন চকচকে হবে।

📌ভিম লিকুইড বা জেড পাউডার দিয়ে plastic jug or glasses মাজবেন।
ভিম বার এ আয়নার মত হয়না।

📌মাংসের গন্ধ দূর করতে জেড পাউডার সাথে গরম পানি দিবেন।
একটা plastic cloth ব্যাবহার করবেন মাংস কুটার সময়।

📌দা বটি ছুড়ি সব বেসিনে পানি আটকিয়ে গরম পানি জেড পাউডার, ভিম লিকুউডে ভেজাতে দিবেন ১০ মিনিট পর ধুয়ে ফেলবেন।

📌মাংস রাতে জাল করলেও বাইরে রাখবেন না। ভেপসা গরমে টকে যাবে।

📌গাছ যাদের আছে টব গুলা মুছে ফেলুন, সপ্তাহে একবার। আর যেগুলা বাসায় রাখবেন কদিন বারান্দায়ও রাখেন তবেই সতেজ হবে।
মানি প্লান্ট ও snake plant সবচেয়ে বেশি টিকে ঘরে। পানি spray করবেন। বাড়ীতে গেলে বারান্দায় দিয়ে যান।

📌বেডশীট চনমনে ও নতুন রাখতে ৭দিন পর পর ই চেন্জ করে ফেলবেন।
একটু সাবান মাখিয়ে গরম পানিতে ভিজাবেন ১০ মিনিট তারপর ধুয়ে ফেলবেন। দেখবেন নতুনের মত। একটু হালকা মাড় দিতে পারেন।

📌ধূলা আমাদের অসুস্থতার অন্যতম কারন তাই পরিস্কার থাকুন। পাপোস দু সেট রাখুন। মাসে একবার cleaning এ দিন।

📌সামনের দরজার পাপোশে সব জুতা রাখবেন না। এতে ধুলাবালি ঘরে দ্রুত প্রবেশ করে। জুতা রেকএ রাখার অভ্যাস করুন।

📌বাসার সামনে ডাস্টবিন রাখবেন না।
ডাস্টবিন টা ময়লার তাই অনেকে ভালো করে ধুয়ে রাখেন না। গরম পানি জেড পাউডার দিয়ে ভিজায়ে রাখলেই পরিস্কার হয়ে যাবে।

📌একটা মানুষের রুচি তার রান্নাঘর, ডাস্টবিন আর টয়লেট দেখলেই বোঝা যায়॥

📌একদিনে সব কাজ নয় ভাগ ভাগ করে করুন পরিবারের অন্য সদস্য দের কিছু হালকা কাজ ভাগ করে দিতে পারেন। নিজেও এক্টিভ থাকবেন সাথে বাসাটাও চরম ফকফকা থাকবে।
মন ফুরফুরে থাকুক।

📌যিনি এই পোস্ট টা লিখেছেন তিনি সব কাজ নিজে করেন। একটা পিচ্চিও আছে, পিচ্চি well trained।
রান্না ও নিজেই করেন। সকালের নাস্তা, বিকালের খাবারও তার তৈরি। তিনি একদিনে সব পারেন নি।
তিনি কোনো সুপার ওমেন না, তবে তিনি ধীরে ধীরে শিখেছেন।

📌উনার বুয়া আছে তাই পারে, ভুল কথা। বুয়া কোনো কাজ আপনার মনের মতো করতে পারবে না। তবুও দৈনন্দিন কিছু কাজ করার জন্য বুয়ার প্রয়োজন হয় মাত্র। এছাড়া বুয়াকে দিয়ে ঘরের সব কাজ করানো সম্ভব হয় না।

📌এক একদিনে ভাগ ভাগ করে কাজ করবেন।
তবে সবাই সব পারে না, অনেকের দুটো কিংবা তিনটে ছোট বাচ্চা থাকে অথবা ফ্যামিলি মেম্বার বেশি থাকে তারা চাইলেও এসব কাজ মনের মতো করে করতে পারেন না।

✅ Pic for attention 😊

post 👍

19/09/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবনের বিনিময়ে ভাত পাওয়া যায় 😢💔

17/09/2024

পাঙ্গাস মাছ এভাবে রান্না করলে সবাই খেতে পারবে।

15/09/2024

আলু আর ময়দা দিয়ে সহজে তৈরি করেনিন মজার এই নাস্তা।

I've received 3,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
15/09/2024

I've received 3,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

আলহামদুলিল্লাহ দুপুরের আয়োজন 🍀❤
13/09/2024

আলহামদুলিল্লাহ দুপুরের আয়োজন 🍀❤

11/09/2024

কারেন্ট ছাড়াই ঘর এসির মতো ঠাণ্ডা রাখার কিছু
কার্যকরী টিপস…🥶✅
১। প্রথমত …. See more

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Treat by Nur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share