Mamun Sarkar

Mamun Sarkar Digital Marketing Trainer (LEDP), Blogger, Freelancer & Content Creator

এরাবিকাম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:🌿 বৈজ্ঞানিক নাম: Adenium obesum🌸 ফুলের রঙ: গোলাপি, লাল, সাদা ও মিশ্র রঙ☀ আলো: পর্যা...
22/01/2025

এরাবিকাম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
🌿 বৈজ্ঞানিক নাম: Adenium obesum
🌸 ফুলের রঙ: গোলাপি, লাল, সাদা ও মিশ্র রঙ
☀ আলো: পর্যাপ্ত সূর্যালোক প্রয়োজন
💧 পানি: মাঝারি পরিমাণে, মাটির উপরের স্তর শুকিয়ে গেলে পানি দেওয়া উচিত
🪴 মাটি: ভাল জলনিকাশযুক্ত, বেলে মাটি উপযোগী
⚠ যত্ন: অতিরিক্ত পানি ও ঠান্ডা আবহাওয়া এড়িয়ে চলুন

24/09/2024

কিছু মানুষকে সোজা বিষয় বুঝাইতে গেলেই, নিজের নাক কাটিয়া হলেও ঝাকুনি দেওয়া লাগে, না হলে কিছুই বুঝতে চায় না

25/08/2024

ভাইরে ত্রাণের নামে মানুষকে বেজ্জত করো না। সময়টা তাদের খারাপ যাচ্ছে, তোমাদের লোক দেখানো ফটোসেশনে অনেকেই বিব্রত হচ্ছে।

15/08/2024

আপনি ভালো খারাপ যেটাই করেন না কেন, পিন দেওয়ার লোকের অভাব হবে না। এরা বিনা বেতনের শ্রমিক

04/08/2024

কি এমুন অর্জন করলা যে তুমি মরলেই (তোমার উইকেট পড়লে) প্রতিটি মানুষ আলহামদুলিল্লাহ পড়ে????

2007 সাল থেকে রেমিটেন্স নিয়ে আসছি বিনিময়ে  করাপটেড নেতাদের কাছে তো সুবিধা চায় নি। তাই বলে আপনারাতো আমাদের জন্য বাঁধা,প্র...
04/08/2024

2007 সাল থেকে রেমিটেন্স নিয়ে আসছি বিনিময়ে করাপটেড নেতাদের কাছে তো সুবিধা চায় নি। তাই বলে আপনারাতো আমাদের জন্য বাঁধা,প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন না। আপনারা যদি আমাদের রুজি রুটিতে লাথি দেন, আমরাও চেয়ারে লাথি দিতে ছাড়বো না। ‍

"Give a dog a bad name and hang him"স্বার্থ উদ্ধারের জন্য পুরো সমাজ ও দেশে এটাই চলছে
02/08/2024

"Give a dog a bad name and hang him"

স্বার্থ উদ্ধারের জন্য পুরো সমাজ ও দেশে এটাই চলছে

28/07/2024

ফেসবুক বন্ধ থাকিবে বলিয়া, ফেুসবুকেই পোষ্ট দিয়ে জানানো হয়, তাহলে ইহাকে বলে দোগলাপান বা Hypocrite
🤣🤣🤣

মন্তুর ছেলে বল্টু ফ্রিল্যান্সিং করে কোটিপতি হয়ে গেছে? শুনে আবুল কামারের কাজ ছেড়ে ফ্রিল্যান্সিং করে সেও কোটিপতি। ইউটিউব, ...
25/07/2024

মন্তুর ছেলে বল্টু ফ্রিল্যান্সিং করে কোটিপতি হয়ে গেছে? শুনে আবুল কামারের কাজ ছেড়ে ফ্রিল্যান্সিং করে সেও কোটিপতি। ইউটিউব, টিভি নিউজ এমনকি আমাদের সরকারী আমলা-কামলারও ঢোল পিটায়, অটো চালানো ছেড়ে মুখলেসও আজ কোটিপতি । বিশ্বের ফ্রিল্যান্সারের ১৪ শতাংশই (2023) বাংলাদেশের, যদিও আমাদের সরকারের কাছে কোনে প্রকার হিসেব নেই কারণ সরকার তো থাকেই ট্যাক্স বসানোর ধান্ধায়। তাই ফ্রিল্যান্সারা নিজেকে হাইালাইট করতে চাই না। তবে স্বীকার করছি, দেশে কিন্তু স্ক্রীনশট ফ্রিল্যান্সার এর অভাব নেই।

ডূল্যান্সারের স্ক্যাম মনে আছে? অতি ঢোল বাজানোর ফসল। সাথে রাজশাহীর Fleet Bangladesh

যাইহোক, আমরা ঢোলের আওয়াজে নাচতে নাচতে তালে তালে ফ্রিল্যাসিং শুরু করলাম। দুইটা মাত্র হাত দিয়ে বস্তায় বস্তায় ডলার নিয়ে আসলাম কিন্তু ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল বুদ্ধিজীবীদের বুদ্ধিতে দেশে ছোটোখাটো ঘটনা ঘটা মাত্রই নেট বন্ধ করে দিয়ে ঢোলের তালে নাচতে থাকা ফ্রিল্যান্সারদের পেটে/রুজি রুটিতে লাথি দিলাম। এ কেমুন বিচার?

ফ্রিল্যান্সারদের ইনকাম থাকুক আর নাই বা থাকুক 24/7 ইন্টারনেট একসেস থাকা জরুরী। তা না হলে হাতে হারিকেন আর **** বাঁশ নিয়ে ফ্রিল্যান্সিং জগত বিদায় নেওয়া ছাড়া উপায় থাকবে না।

তার উদাহরণ এই সাত দিন : বাকী সবার কথা বাদই দিলাম আমার মার্কেটপ্লেসের তিনটি আইডির রিসপন্স রেট, রেটিং, (সাথে লেট ডেলিভারি ) নিচে নেমে গেছে। যারা মার্কেট বোঝে তারাই জানে এ ফ্রিল্যান্সারদের জন্য কত গুরুত্বপূর্ণ।

তবে আশা করছি এই ধারা কেবল শুরু, আগামীতে যেই ক্ষমতার মসনদে থাকবে, সেম কাজই করবে ।

24/05/2024

স্বাভাবিকের চেয়ে ভিন্ন যাদের জীবন, তাদের সবারই কোনো না কোনো গল্প থাকে, হতে পারে তার হাসি মাখা মুখের অন্তরালে গল্পগুলো হারিয়ে যায়।

কয়দিন আগে জনতা ব্যাংকের ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে ছিলাম। পেছনে একজন সুদর্শন ছেলে এসে দাঁড়ালো। অবশ্যই সিরিয়াল মেনটেইন করার ...
15/05/2024

কয়দিন আগে জনতা ব্যাংকের ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে ছিলাম। পেছনে একজন সুদর্শন ছেলে এসে দাঁড়ালো। অবশ্যই সিরিয়াল মেনটেইন করার জন্য যদিও সে চাইলে আমার সাথে দাঁড়াতেই পারতো। আমি ক্যাশটা কালেক্ট করে করে বের হতেই যাবো সেই সময় দুইজন শ্রদ্ধেয় শিক্ষক ঝড়ের বেগে এসে কাউন্টারে চেক দিয়ে দিল, উনারা ভ্রুক্ষেপও করলো না যে কেউ দাঁড়িয়ে আছে। আমিও ছেলেটির মতো হতবাক হয়ে দেখতে থাকলাম। আমি ইন্ট্রোভার্ট টাইপের মানুষ হওয়ায় নিজেও বুঝতে পারছিলাম ছেলেটির মনে তিক্ততা, বিরক্ত ভাব, সমাজ ব্যবস্থা নিয়ে ক্ষোভ কিন্তু ছেলেটি একটা টু শব্দও উচ্চারণ করে নাই। কারণ সে ভদ্রতা বোঝে।

তবে আমি সন্মানের সহিত সম্মাননীয় ব্যক্তিদের বলতে চাই, রুলস, রেগুলেশন নিজে মেনে চুলুন, অন্যদের শেখান, দেখবেন, শিক্ষক হয়েও আপনাকে এরকম আনইথিক্যাল কাজ করতে হবে না। আপনাকে দেখলেই সম্মান দিয়ে মাথা নত করে জায়গা করে দিবে।

11/05/2024

বিপদে পড়ে দেখেন, যে মানুষগুলোকে আমরা অন্তরের অন্তস্থলে রেখে দোল দেয়, তারাই আপনাকে আগে ছেড়ে পালিয়ে যাবে
😜😜

Address

Ramnagor, Godagari
Rajshahi
6290

Telephone

+8801720080805

Alerts

Be the first to know and let us send you an email when Mamun Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mamun Sarkar:

Share