25/07/2024
মন্তুর ছেলে বল্টু ফ্রিল্যান্সিং করে কোটিপতি হয়ে গেছে? শুনে আবুল কামারের কাজ ছেড়ে ফ্রিল্যান্সিং করে সেও কোটিপতি। ইউটিউব, টিভি নিউজ এমনকি আমাদের সরকারী আমলা-কামলারও ঢোল পিটায়, অটো চালানো ছেড়ে মুখলেসও আজ কোটিপতি । বিশ্বের ফ্রিল্যান্সারের ১৪ শতাংশই (2023) বাংলাদেশের, যদিও আমাদের সরকারের কাছে কোনে প্রকার হিসেব নেই কারণ সরকার তো থাকেই ট্যাক্স বসানোর ধান্ধায়। তাই ফ্রিল্যান্সারা নিজেকে হাইালাইট করতে চাই না। তবে স্বীকার করছি, দেশে কিন্তু স্ক্রীনশট ফ্রিল্যান্সার এর অভাব নেই।
ডূল্যান্সারের স্ক্যাম মনে আছে? অতি ঢোল বাজানোর ফসল। সাথে রাজশাহীর Fleet Bangladesh
যাইহোক, আমরা ঢোলের আওয়াজে নাচতে নাচতে তালে তালে ফ্রিল্যাসিং শুরু করলাম। দুইটা মাত্র হাত দিয়ে বস্তায় বস্তায় ডলার নিয়ে আসলাম কিন্তু ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল বুদ্ধিজীবীদের বুদ্ধিতে দেশে ছোটোখাটো ঘটনা ঘটা মাত্রই নেট বন্ধ করে দিয়ে ঢোলের তালে নাচতে থাকা ফ্রিল্যান্সারদের পেটে/রুজি রুটিতে লাথি দিলাম। এ কেমুন বিচার?
ফ্রিল্যান্সারদের ইনকাম থাকুক আর নাই বা থাকুক 24/7 ইন্টারনেট একসেস থাকা জরুরী। তা না হলে হাতে হারিকেন আর **** বাঁশ নিয়ে ফ্রিল্যান্সিং জগত বিদায় নেওয়া ছাড়া উপায় থাকবে না।
তার উদাহরণ এই সাত দিন : বাকী সবার কথা বাদই দিলাম আমার মার্কেটপ্লেসের তিনটি আইডির রিসপন্স রেট, রেটিং, (সাথে লেট ডেলিভারি ) নিচে নেমে গেছে। যারা মার্কেট বোঝে তারাই জানে এ ফ্রিল্যান্সারদের জন্য কত গুরুত্বপূর্ণ।
তবে আশা করছি এই ধারা কেবল শুরু, আগামীতে যেই ক্ষমতার মসনদে থাকবে, সেম কাজই করবে ।