Nodi যে কটি বু*লেট এসে বিধেছে বুকে
হিসেব শেষে সব-কটি ফিরিয়ে দেবো তোমাদের।

30/06/2025

আমার গল্পে যে দোষী, তার গল্পে সেও আমাকে এতটুকু ছাড় না দিয়ে পুরোদমে দোষী সাব্যস্ত করে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায়। অথচ চাইলেই মাত্র এককাপ চায়ের আমন্ত্রণ গ্রহণ করে মিমাংসা টেনে দুজনে ভালোথাকা যেত। কিন্তু তা কেউই চাইলাম না।

আকড়ে ধরে ভালো থাকতে চাওয়াটা ভালোথাকতে না দেওয়ার দাপটের কাছে হেরে গেল। এতটাই বিষিয়ে উঠল একে অন্যের উপস্থিতি! মাঝ হতে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হলো — পাত্তা না পাওয়া এক সময়ের জমে থাকা অভিযোগ, রাগ আর তীব্র অভিমানেরা।

জোড় করে জিততে গিয়ে আমরা যে বারবার হেরে যাচ্ছি এই আত্মউপলব্ধিটুকুন একবারের জন্যও আমাদের চোখে আঙ্গুল দেখিয়ে ধরা দিল না। মানলামই না যে আমরা মূলত আমাদেরই ক্ষত বাড়াচ্ছি। এর চেয়ে ক্ষত নিরাময়টা বোধহয় বেশি সহজ ছিল।

আমাদের চাওয়ার পাওয়ার মাঝে এখন কতো তফাৎ!
অথচ একদিন এক হয়েছিলাম আমাদের চাওয়া পাওয়া এক বলে। এই যে এভাবে আপাদমস্তক সবকিছু বদলে যাওয়াটা আদৌ কতটা যৌক্তিক? মেনে নিয়ে থেকে যাওয়ার ইচ্ছেটাকে এখন কেন আর মানতে চাচ্ছি না কেউ? এর উত্তর আমি খুঁজব কোথায়?

কী অদ্ভূত এই বিচ্ছেদ! এ কেমন প্রহসন?

30/06/2025

ধরেন, Revenge of nature এর কথাটা বাদই দিলাম। অভিশাপ না দিলেও রুহ এর হাই বলে একটা কথা আছে যাকে কুরআন শরীফের ভাষায় বলে কিফারাহ। কারোর ক্ষতি করে ভুলে গেলেও প্রকৃতি তা ভুলে না, প্রকৃতি ক্ষমা করে না। কষ্ট থেকে আসা এক একটা দীর্ঘশ্বাস এর হাই আপনাকে কখনোই ছাড়বে না। আল্লাহ কখনো কাউকে ঠকায় না, Mind it❤️

22/06/2025

নিজের ওপর বিরক্ত হয়ে গেলে মানুষ ভীষণ অসহায় হয়ে পড়ে। কাউকে কিছু বলতে পারে না। কারণ নিজের বিরক্তির কারণ যখন আমি নিজেই!

কোথায় যাবেন? কাকে বলবেন?
কার বিরুদ্ধে অভিযোগ করবেন?

সব ছেড়ে নিজের কাছে ফিরে এসে দেখলেন আপনি নিজেই আপনার মন মতো না। নিজে নিজের মন খারাপের কারণ হয়ে উঠলে মানুষের জন্য কোনো সমাধান থাকে না। নিজে নিজেকে বুঝতে না পারাটা সবচেয়ে বড়ো অসহায়ত্ব।

21/06/2025

Tui otai deserve koris...😆

15/06/2025

আমি যার কাছে নিজের আশ্রয় খুঁজতে চেয়েছিলাম সে মানুষটা আসলে আমার নয়..।। মানুষের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র সে নিজেই..।। নিজেকে কারো কাছে খুচরো পয়সার মত বিকিয়ে দিতে গিয়ে যদি ইতস্ততবোধ হয়, কথা বলতে গিয়ে যদি গলা ভারি হয়ে আসে, কিবোর্ডে টাইপ করতে গিয়ে যদি আঙুল থেমে যায়, তবে বুঝে নিতে হয় সেই ঘরটা আমার নিজের নয়..।।

অপরিচিত ঘর থেকে বিদায় করে দিলে মেনে নেওয়া যায়..।। কত মানুষই তো এভাবে বিদায় হয়..।। নিজের আপন দর্জায় বারবার কড়া নেড়ে যখন সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয় "এখানে প্রবেশ নিষিদ্ধ", তখন কথারা বোবা হয়ে যায়, অসহায় হয়ে দিক বেদিক ছুটে বেড়ায়..।।

অপরিচিত মানুষের লাথিও বোধহয় সহ্য করা যায়, কিন্তু চেনা মানুষটা যখন হুট করে অচেনা হয়ে যায় তখন তার ছোট একটা অবহেলাও ভীষণ কষ্ট দেয়..।।

বুকে বিষণ্নতার ছবি, মনের ভেতর না-বলা কথার জাহাজডুবি..।। সঙ্গহীন এই করুণ সময় দেয়ালে আঁকা,
নিজের ভেতরে আমরা সবাই ভীষণ রকম একা..।।

১৬জুন ২০২৫

15/06/2025
14/06/2025

"সবকিছুরই একদিন শেষ হয়। মানুষ বদলে যায়। আর জীবন—সে তো থেমে থাকে না। তুমি ভালোবাসার সঙ্গে বাঁচো, না-হয় শোক বুকে নিয়ে—জীবন তার পথ চলে যায়। জীবন তোমাকে বেছে নেওয়ার সুযোগ দেয় না। তুমি যা করতে পারো, তা হলো… শুধু বাঁচতে থাকা।"

14/06/2025

ধৈর্য, শ্রম, সময়, ভালোবাসা এগুলোর কোন পরিমাপ হয় না বিধায়; যখন কাউকে নিঃস্বার্থভাবে এসব কিছুর অংশীদার করা হয় এবং কোন একদিন সেই ব্যক্তিই প্রশ্নবিদ্ধ করে, “সব কি কেবল বৃথা ছিল? আমি আমার জন্য কি রাখলাম? আর কতটুকু পেলাম?”

তখন ঐ মুহূর্তে আসলে কি নিয়ে অভিযোগ করবো বুঝে ওঠা কঠিন। এত অপরাধবোধ কাজ করে নিজের প্রতি। মনে হয়, এর থেকে বরং অযত্ন আর অবহেলা দিয়ে নিজেকে পুষিয়ে নিলেও এত আফসোস হতো না।

বলতে গিয়েও তাদের বলা হয় না, নিজেকে মানিয়ে নিতে আপত্তি ছিল না, যতক্ষণ না পর্যন্ত আমার অবস্থান আপত্তিকর হলো।

13/06/2025

সে তো রুহের জগতে পঞ্চাশ হাজার বছর আগেই অন্য কাউকে বেছে নিয়েছে, তাহলে এ জগতে তাকে হারিয়ে আফসোস
করে লাভ কি?

১৩/৬/২৫

ভালো থেকো।
10/06/2025

ভালো থেকো।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nodi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share