AINAL BRO

AINAL BRO মেধাবী না, জঘন্যতম পরিশ্রমি হতে হবে৷

13/11/2024


আপনারা আজ যারা যারা আন্দোলন করতে ইচ্ছে প্রকাশ করছেন আর আন্দোলন করছেন তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মাঠে ছিলেন না তবে কিছু ছিল। আপনারা নিজেরাও জানেন এ আন্দোলন করে আপনাদের সময় নষ্ট। তারা কিছু দিনের মেহমান। পড়াশোনা করেন। দেশকে সামনে এগিয়ে নিয়ে যান। প্রতিদিন এত আন্দোলন করলে দেখবেন দেশটা গৃহযুদ্ধ শুরু হয়েছে। পরিবর্তন দরকার তবে মৃধা ছাড়া কিছু হবে না।
আপনারা মন ফ্রেস করার জন্য বাইক নিয়ে ঘুরে বেড়ান কিন্তু পেট্রোল এর আসার হিসাব করেন না। পেট্রোল কিন্তু আপনার টাকায় আসে না। কারন আপনার টাকা আপনার দেশ ছাড়া চলে না। ডলার লাগে আর তা ইনকাম করে প্রবাসিরা।
আপনি অযাথা নেট ফুরায়ে ভিডিও দেখেন কিন্তু সে নেট দিয়ে আজ বিশ্ব চলে তা আপনারা জানেন না। । বমাদের মাথা এমন ভাবে সেট করা হয়েছে জি
৭১ ইজ দি ব্যাস্ট ইয়ার অব ওয়াল্ড।
৭১ সাল ছাড়া আর কিছু নেই। অথচ তার পরে বিশ্ব বাজার একটা গ্রামে পরিনত হয়েছে। আর কিছু দিন হলে পদার্থ বিষয়ে,রসায়ন, জীববিজ্ঞান, এ ৭১ বসিয়ে দিতেন।
নতুন কিছু করেন। আজ আপনার জীবন হলো আল্লাহর নিয়ামত। কালকের দিন যদি পান তাকে সারপ্রাইজ করে তুলার চেষ্টা করেন।

আজ যারা বলে কাজ নাই। আগে তো হা করতে পারতেন না। এখন তো রীতি মত অনুষ্ঠান করছেন।
বেশি পাকনামি করতে গেলে সবই নরম হয়।

12/11/2024

ভূমি দখলদারদের হটাও দেশ বাঁচাও। রাজশাহী হাদির মোড় সংলগ্ন রাস্তার ধারে খাস জমি দলের চেষ্টা করায় এলাকা বাসূর শক্ত অবস্থান।
゚viral #দখল #নিউজ #রাজশাহীর

12/11/2024

১ বিভাগের ১৪ জন আর সব বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে রোহিঙ্গাদের মত।

11/11/2024

বিশ্ব বেহায়া কম্পিটিশন হলে আমি ফাস্ট হতাম কয়ে দিলুম।
ফেক্ট বাংলাদেশ ক্রিকেট খেলা দেখা।🙏🙏😭

এটা কোন কথা।  বেয়াদবের মত আচরন করেছে৷  তাসরিফ খানের সাথে। তাদের বলার কি দরকার আছিল
10/11/2024

এটা কোন কথা। বেয়াদবের মত আচরন করেছে৷ তাসরিফ খানের সাথে। তাদের বলার কি দরকার আছিল

রাত ৩টা বেজে ৪ মিনিট, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমার সমস্ত শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে লেখা শুরু করছি।

মাঝে মাঝে কথা বলা উচিত, কথা বলতে হয়। Kureghor ব্যান্ডের ৮ বছরের যাত্রায় আজকের রাতের মতো বাজে অভিজ্ঞতার স্বীকার আমরা এর আগে হইনি।

মূলত এই কনসার্ট এর আয়োজক ছিলেন " মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি ", জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রথমে আমাদের স্টেইজ টাইম জানানো হয় ১০ তারিখ রাত ৮ টায়। শো এর আগের দিন আয়োজক রা আমাদের বলেন আমরা স্টেইজে উঠবো রাত ১১ টায়। উনাদের জানানো সময় অনুয়ায়ি আমরা রাত ১০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে পৌঁছাই।

এসেই শুনি উনাদের প্রোগ্রামে মিস ম্যানেজমেন্ট হচ্ছে, আমাদের কে আরও পরে উঠানো হবে । সময় গড়াতে গড়াতে রাত ৩ টা পর্যন্ত অপেক্ষা করে আমরা জানতে পারি তাদের মিস ম্যানেজমেন্ট এর জন্য আমাদের পারফর্ম করা হচ্ছে না।

এখানে কয়েকটা ব্যাপার ঘটলো!

আপনারা যে শুধু একটা ব্যান্ড কে ৫ ঘন্টা অপেক্ষা করিয়ে পারফর্ম করতে দেন নি ব্যাপারটা তা নয়, আপনারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আমাদের শ্রোতাদের। তাদের অনেকেই এই পোস্ট না দেখলে হয়তো এটাও জানতো না যে কুড়েঘর এসেছিল এবং তাদের মতোই অপেক্ষা করে ছিল তাদের গান শোনাতে!!

বাংলাদেশের ব্যান্ড সিনারিওতে এই গল্প কোন নতুন গল্প নয়। বাস্তবতা হচ্ছে সকল ব্যান্ড প্রায় সব কনসার্টেই সময় মতো পৌঁছে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে পরে পারফর্ম করে এবং কেউ এটা নিয়ে কখনও কমপ্লেইন করে না। আমরা যারা ব্যান্ড করে পারফর্ম করে বেড়াই, কেবল আমরাই জানি একটা কনসার্ট এর গুরুত্ব আমাদের কাছে কতটুকু রয়েছে কিংবা প্রতি শো এর পেছনে আমাদের কত গল্প কত আবেগ জড়িয়ে থাকে।

যাই হোক!
আজকে যারা আমাদের শ্রোতা হয়ে অপেক্ষা করেছেন, আপনারা আমাদের ক্ষমা করবেন। জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় আমাদের পরম ভালোবাসার একটি প্রতিষ্ঠান। নিশ্চই আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে।

আপনাদের অবগতির জন্য সন্মানের সাথে জানাতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, "মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি" এর আয়োজিত কোন কনসার্ট এ কুড়েঘর ব্যান্ড আর কখনো অংশগ্রহণ করবে না।

09/11/2024

Congratulations BD

08/11/2024

সাউথ আফ্রিকা দল ও দেখছি বাংলাদেশ প্রোম্যাক্স
আসছে গোপাল যাচ্ছে গোপাল

06/11/2024

আর মাত্র একটি উইকেট তাহলে আফগানিস্তান উইন

06/11/2024

আহারে বাংলাদেশ। 😭😭😭😭

যাদেরকে পানি দিবেন আর যারা নিবেন দয়া করে বতল নিদিষ্ট স্থানে ফেলে দিবেন। পার্কের মত কাজ সেরে হেলমেট ওখানে ফেলে আসেন এটা ক...
06/11/2024

যাদেরকে পানি দিবেন আর যারা নিবেন দয়া করে বতল নিদিষ্ট স্থানে ফেলে দিবেন।
পার্কের মত কাজ সেরে হেলমেট ওখানে ফেলে আসেন এটা করবেন না।

🚨BCB will provide free water in the Stadium for audience of BPL 2025 💙

06/11/2024

ট্রাম কাকা বাজিমাত
কামালা খালার বরবাদ

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when AINAL BRO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share