13/11/2024
আপনারা আজ যারা যারা আন্দোলন করতে ইচ্ছে প্রকাশ করছেন আর আন্দোলন করছেন তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মাঠে ছিলেন না তবে কিছু ছিল। আপনারা নিজেরাও জানেন এ আন্দোলন করে আপনাদের সময় নষ্ট। তারা কিছু দিনের মেহমান। পড়াশোনা করেন। দেশকে সামনে এগিয়ে নিয়ে যান। প্রতিদিন এত আন্দোলন করলে দেখবেন দেশটা গৃহযুদ্ধ শুরু হয়েছে। পরিবর্তন দরকার তবে মৃধা ছাড়া কিছু হবে না।
আপনারা মন ফ্রেস করার জন্য বাইক নিয়ে ঘুরে বেড়ান কিন্তু পেট্রোল এর আসার হিসাব করেন না। পেট্রোল কিন্তু আপনার টাকায় আসে না। কারন আপনার টাকা আপনার দেশ ছাড়া চলে না। ডলার লাগে আর তা ইনকাম করে প্রবাসিরা।
আপনি অযাথা নেট ফুরায়ে ভিডিও দেখেন কিন্তু সে নেট দিয়ে আজ বিশ্ব চলে তা আপনারা জানেন না। । বমাদের মাথা এমন ভাবে সেট করা হয়েছে জি
৭১ ইজ দি ব্যাস্ট ইয়ার অব ওয়াল্ড।
৭১ সাল ছাড়া আর কিছু নেই। অথচ তার পরে বিশ্ব বাজার একটা গ্রামে পরিনত হয়েছে। আর কিছু দিন হলে পদার্থ বিষয়ে,রসায়ন, জীববিজ্ঞান, এ ৭১ বসিয়ে দিতেন।
নতুন কিছু করেন। আজ আপনার জীবন হলো আল্লাহর নিয়ামত। কালকের দিন যদি পান তাকে সারপ্রাইজ করে তুলার চেষ্টা করেন।
আজ যারা বলে কাজ নাই। আগে তো হা করতে পারতেন না। এখন তো রীতি মত অনুষ্ঠান করছেন।
বেশি পাকনামি করতে গেলে সবই নরম হয়।