14/07/2025
দৃষ্টি..........!
হযরত কাসিম বিন আব্দুর রহমান তার পিতা আব্দুর রহমান হতে বর্ণনা করেন, তিনি হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত , রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
চোখের দৃষ্টি ইবলিশের বিষাক্ত তীরগুলির মধ্য হতে একটি তীর। বিষাক্ত তীর যেমন নিক্ষিপ্ত হলে উহা যে ব্যক্তির গায়ে লাগে সে আহত হয়ে বিষক্রিয়ায় মৃত বরণ করে। তদ্রুপ পর নারীকে দেখার দ্বারা দৃষ্টি কারী ইমান ও আমল হারা হওয়ার দিকে অগ্রসর হয়। যে ব্যক্তির ঈমান ও আমল এ বিষমাখা দৃষ্টি হতে হেফাজত থাকে তার ঈমান ও আমল শক্তিশালী ও মজবুত হয়। ফলে সে তার সবল ঈমান ও আমলের স্বাদ দুনিয়ায় বসে পেতে থাকে।
(আল তবারানি)