24/11/2025
সবাই শুধু আ....হা বলে এড়িয়ে যায়। তাদের জন্য আর কিছু করার নেই। মোংলায় আমি এই লোকটাকে একবার জামাকাপড় পরিয়ে দিয়েছি। এটা আরো কিছুদিন আগের ঘটনা। এখন সে ভীষণ অসুস্থ- পুরা উ*ল*ঙ্গ অবস্থায় হাঁটাচলা করে। বাম পাশে পেটের নিচে প'চ*ন ধরেছে। পো*'কাও হয়ে গেছে
তাকে দ্রুত ডাক্তারের কাছে না নিলে হয়তো তিনি বাঁচবেনা।
তার খুব দ্রুত চিকিৎসার দরকার -সবচেয়ে বড় কথা হচ্ছে তার এই বর্তমান অবস্থায় কোন ডাক্তার তার চিকিৎসা করবে না। আগে তাকে পরিষ্কার করানো লাগবে তারপর ডাক্তারের কাছে নেয়া লাগবে।
তিনি অনেক রাগী, তাকে ধরতে গেলে ছিটকে আমাদেরকে ফেলে দেয় গালিগালাজ করে। তাকে ২-৩ জন ধরে আগে পরিষ্কার করানো লাগবে। আমি একা তাকে সামলাতে পারবোনা।
আপনাদের ভিতরে যদি কেউ থাকে স্বেচ্ছায়- সেবা দেওয়ার মত দয়া করে ইনবক্সে নক দিবেন। ইনশাল্লাহ আমিও থাকব।