Md Asmaul Hoque 2.0

Md Asmaul Hoque 2.0 ❝আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আ'লা
নাবিয়্যিনা মুহাম্মাদ❞(ﷺ) 💜💗

-اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد (ﷺ) 🍂
(1)

I ❤️ BHOLAHATEid-Ul-Ajaha 🌙Eid Mubarak ❤️নতুন সাজে এইবার মুন্সিগঞ্জ মহানন্দা নদী । 💙❤️
30/05/2025

I ❤️ BHOLAHAT
Eid-Ul-Ajaha 🌙
Eid Mubarak ❤️
নতুন সাজে এইবার মুন্সিগঞ্জ মহানন্দা নদী । 💙❤️

28/05/2025

এটাই বাস্তব 👍

শিক্ষার্থীদের নতুন শপথবাক্য 🥀🌻
28/05/2025

শিক্ষার্থীদের নতুন শপথবাক্য 🥀🌻

Alhamdulillah ❤️👍
27/05/2025

Alhamdulillah ❤️👍

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথ...
27/05/2025

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।

২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।

৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।

৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।

৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।

৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।

৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।

৮. 'না' বলতে ভয় পাবেন না।

৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।

১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।

১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।

১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।

১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।

১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।

১৫. অকারণে শত্রু বাড়াবেন না।

১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।

১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।

১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই

12/04/2025

বাঙালি DNA ✊ এটা একমাত্র আমাদের দ্বারাই সম্ভব 💥

মার্চ ফর গা'যার উদ্দেশ্যে। আজকে এক নতুন ইতিহাস তৈরি হবে। ইনশাআল্লাহ।🖤✊
゚viralシfypシ゚ ゚foryoupageviralシ゚ ゚viralシ ゚2025 া

31/01/2025

নবীকে ভালোবাসার পাশাপাশি বিশ্বনবীর আদর্শ ও থাকতে হবে। মিজানুর রহমান আজহারী ওয়াজ।
#ইসলামিক #গজল #ইসলাম #ইসলামেরকথা #ইসলামেরআলো #ওয়াজ_২০২৩ #ওয়াজ #ইসলামি #ওয়াজমহফিল

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Asmaul Hoque 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category