নিশিপদ্ম

নিশিপদ্ম অনুভূতির কাব্যকন্যা
(2)

হ'স্ত'মৈ'থু'নে'র শেষ পরিণতিএকটি গ্রামের যুবক ছিল, নাম তার কাসিম। দেখতেসুদর্শন, মায়ের আদরের একমাত্র ছেলে। পাঁচ ওয়াক্তনা...
05/07/2025

হ'স্ত'মৈ'থু'নে'র শেষ পরিণতি
একটি গ্রামের যুবক ছিল, নাম তার কাসিম। দেখতে
সুদর্শন, মায়ের আদরের একমাত্র ছেলে। পাঁচ ওয়াক্ত
নামাজ পড়ত না, তবে মাঝে মাঝে জুমার দিনে
মসজিদে যেত। বন্ধুদের সাথে আড্ডা, হাসি-ঠাট্টা আর
মোবাইল-ইন্টারনেটে অ'শ্লী'ল ভিডিও দেখা ছিলো তার
নে'শা।
শয়'তান আস্তে আস্তে তার মনকে দুর্বল করে দেয়।
হস্ত'মৈ'থু'নে'র আসক্তি এমনভাবে গ্রাস করে নেয় যে, দিনে
২-৩ বারও করতে ছাড়ত না। নিজের জানের ক্ষ'তি করছে

• এটা বুঝত, কিন্তু নফসের দাসত্ব আর শ'য়'তা'নে'র
ধোঁকায় আটকে গিয়েছিল।
এক রাতে, যখন সবার ঘুম, কাসিম নিজের ঘরে দরজা বন্ধ
করে মোবাইলে অ'শ্লী'ল ছবি দেখে নিজের নাপাক কাজ
করছিল। হঠাৎ সে বুকে ব্যথা অনুভব করে। দম বন্ধ হয়ে
আসে। তখন সে হাত মুখ ধুয়ে নামাজের নিয়ত করে, কিন্তু
ততক্ষণে মৃত্যু তার ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে।
কেউ জানলো না, সে রাতে তার জান কবজ হয়ে গেছে।
সকালে তার লা'শ পাওয়া গেলো বিছানার উপর, মুখ বিকৃত
হয়ে গেছে, চোখ উপরের দিকে উঠে আছে, আর তার ডান
হাতটি নিজের শরীরে এমনভাবে পড়েছিল যা দেখে সবাই
আঁ'ত'কে উঠে।

-
হুজুর ডেকে এনে গোসল করানোর সময় দেখা গেল -
তার শরীর থেকে অদ্ভুত গন্ধ বের হচ্ছে। কাফন পরানোর
সময় তার মুখ শক্ত করে আটকে ছিল, চোখ বন্ধ করা
যাচ্ছিল না। একজন হুজুর বললেন
-
> "যে ব্যক্তি দিনের পর দিন হা'রা'ম কাজে লিপ্ত হয়, আল্লাহ
তায়ালা তার মৃত্যুকে অপমানজনক করেন। তার কবরে
এমন ভ'য়া'ব'হ আযাব হবে, যা চোখে দেখা সম্ভব নয়।"
কবরে নামানোর পর দেখা গেল মাটি এমনভাবে ডেবে
গেল, যেন সে ভিতর থেকে নিচের দিকে টেনে নিচ্ছে।
অনেকেই বুঝে গেল – সে আল্লাহর গ'জ'বে'র শিকার
হয়েছে।
-
রাসূল বলেছেন: "যে ব্যক্তি নিজের হ'স্ত'মৈ'থু'ন করে,
কি'য়া'ম'তে'র দিন তার হাত গর্হিত অবস্থায় সাক্ষী দেবে এবং
সেই হাতকে আ'গু'নে'র শা'স্তি দে'য়া হবে।
শিক্ষা:
এই দুনিয়া ক্ষ'ণ'স্থা'য়ী। নফসের খেয়াল ও শ'য়'তা'নে'র ধোঁকায়
পড়ে এমন হা'রা'ম কাজ করলে মৃ'ত্যু'র পর ভ'য়া'ন'ক আ'যা'ব
অপেক্ষা করছে। এখনই তওবা করে, পাঁচ ওয়াক্ত নামাজ
শুরু করো। হা'রা'ম কাজ থেকে ফিরে আসো।
কবরের ভেতর হাত-পা বাঁ'ধা অবস্থায় আ'গু'নে'র খাঁচায়
পুড়'তে হবে না, যদি এখনই আল্লাহর দিকে ফিরে আসো।

এডমিন পোস্ট

কতটা ভালোবাসলে একটা মানুষকে পাওয়া যায়,,???
14/06/2025

কতটা ভালোবাসলে একটা মানুষকে পাওয়া যায়,,???

10/05/2025

সেক্স ও সফলতা একসাথে চলে না।
তাই কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না"।

কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে। কিছু পুরুষ সফলতার জন্য পরিশ্রম করে। আবার কিছু পুরুষ শুরু হওয়ার আগেই তাদের সফলতা ধ্বংস করে ফেলে।

আপনি জানেন কি?❓
অনেক পুরুষের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো সেক্স।‼️

যে পুরুষ ভোগের পেছনে ছুটে, সে কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর যে পুরুষ নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই সবার চেয়ে এগিয়ে থাকে। কেননা সফলতার জন্য দরকার কঠোর নিয়মানুবর্তিতা। আর যৌন আসক্তি সেই নিয়মানুবর্তিতাকে ধ্বংস করে দেয়।

তাই আপনি যদি নিজের কামনাকে নিয়ন্ত্রণ না করতে পারেন,
তাহলে ভবিষ্যতও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।❗

➤ কঠিন সত্যঃ🛐

1️⃣ ক্ষমতাবান পুরুষ যৌন-বিভ্রান্তি এড়িয়ে চলে, দুর্বল পুরুষ না বলতে পারে না।
ইতিহাসের সব মহান পুরুষদের একটা বিষয় মিল: তারা ছিল কঠোর নিয়মানুবর্তিতায় অভ্যস্ত।

আলেকজান্ডার দ্য গ্রেট ৩০ বছরের মধ্যেই পৃথিবী জয় করেছিলেন—তিনি মেয়েদের পেছনে সময় নষ্ট করেননি।

এলন মাস্ক সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করেন—তিনি মেয়েদের সাথে চ্যাট করে সময় নষ্ট করেন না।

মোহাম্মদ আলী লড়াইয়ের আগে যৌনতা থেকে বিরত থাকতেন—কারণ তিনি জানতেন নিয়ন্ত্রণ মানেই শক্তি।

কিন্তু আজকের অনেক পুরুষ কী করছে?
প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পর্ন ও মাস্টারবেশনে নষ্ট করছে।
মেয়েদেরকে ইমপ্রেস করতে শেষ টাকা পর্যন্ত খরচ করছে।
একটা মেয়ের জন্য কাঁদছে, ভবিষ্যত গড়ার চেয়ে।
অথচ কোনো মহান পুরুষ কখনোই তার কামনার দাস ছিল না।

2️⃣ যৌনতা আপনার শক্তি, মনোযোগ, ও উদ্যম কেড়ে নেয়।
প্রতিবার আপনি "রিলিজ" করলে, আপনি কেবল কয়েক সেকেন্ডের আনন্দ হারান না— আপনি হারান:
টেস্টোস্টেরন (যা আপনাকে শক্তি ও সাফল্য দেয়)
উদ্যম (জয় পাওয়ার ক্ষুধা)
মানসিক স্থিরতা (মনোযোগ ধরে রাখার ক্ষমতা)
তাইতো অনেক পুরুষ যৌনতার পর ক্লান্ত ও অলস অনুভব করে।

ভাবুন, আপনি যদি প্রতিদিন এভাবে নিজেকে দুর্বল করে ফেলেন— তাহলে আপনি কীভাবে শক্তিশালী হবেন?

3️⃣ মেয়েদের পেছনে প্রতিটি মিনিট মানে নিজের ভবিষ্যৎ থেকে দূরে যাওয়া। প্রতিদিন আপনি কত সময়:
মেয়েদের ছবি স্ক্রল করে কাটান?
ফ্লার্ট ও চ্যাটিংয়ে ব্যয় করেন?
পর্ন দেখে বা মাস্টারবেট করে নিজের শক্তি নষ্ট করেন?

ভাবুন, এই সময়গুলো যদি আপনি ব্যয় করতেন:
উচ্চ আয়ের দক্ষতা শেখায়, নিজের ব্যবসা বা ক্যারিয়ারে, শরীর গঠনে— তাহলে আপনাকে কারো পেছনে ছুটতে হতো না, ত

23/04/2025

নিজের কাছে সৎ হওয়া অনেক কঠিন।আপনি হাজার জনকে মিথ্যা বলতে পারেন আপনার মিথ্যা তাড়া বিশ্বাস করেও নিবে।কিন্ত নিজেকে কি দিয়ে বিশ্বাস করাবেন।

19/03/2025
12/01/2025

আপনার আপন মানুষটাকে পৃথিবীর সবাই খারাপ জেনে দূরে সরে যাক শুধু আপনার মানুষ আপনারি থাক।

06/01/2025

গল্পের সমাপ্তি এভাবেও হয়। অনেক বলার থাকলেও কিছুই বলা যায় না। হয়তো এভাবেই অনেক কথা হারিয়ে যায়।

24/11/2024

না বলতে না পারলে আপনি ব্যাক্তিত্বহীন। কারণ সবার মন রেখে চলার চেষ্টা ব্যাক্তিত্বহীনরাই করে

24/11/2024

চরিত্রহীন মানুষের সাথে চলার থেকে জীবনে একা চলা অনেক ভালো।

21/11/2024

প্রয়োজন শেষ হলে মানুষের আচরণ চেঞ্জ হয়।
যারা শুধু প্রয়োজনে কারো সাথে ভালো সম্পর্ক রাখে তারা নিখুঁত অভিনয় জানে।নাহলে তো অপর পক্ষের মানুষ টা কে ব্যবহার করতে পারতোনা।

12/11/2024

ধরবেননা আবার ছেড়েও দিবেননা
এতে আপনার দোষ নাই কিন্তু
দোষ হচ্ছে তার যে এটা বুঝতে পারেনা আপনি কি চাচ্ছেন।

07/11/2024

মিথ্যা মানুষকে এতোটাই নিচে নামিয়ে দেয় যে অন্যায়কে আর অন্যায় মনে করেনা।মিথ্যা বলা মানুষগুলোর মিথ্যা যখন ধরতে পারেনা তখন নিজেকে খুব চালাক মনে করে।কিন্তু মিথ্যায় যে তার ধ্বংসের কারণ হবে😥

Address

Rajshahi
6205

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিশিপদ্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category