হাসতে মানা

হাসতে মানা "চাপ নিতে মানা, হাসতে মানা — আর তাই তো আমরা আছি তোমার মগজ হালকা করতে! মিম, ট্রল, রিল — সব এখানে, রুচির মধ্যে। ফলো করো, না হাসতে পারলে টাকা ফেরত নেই 😉"

03/08/2025

অপেক্ষা করেন বা মজা নেন বা যা'ই করেন!

"নারী তার প্রিয় মানুষের ভাগ,
অন্য কাউকে দিতে চায় না - দিতে পারে না" 💔

02/08/2025

আছে না নাই আছে না নাই | ace na nai ace na nai song | tiktok vairal song | মসলমানের ঘর দুয়ারে |

-
-
-
-
-
-
-
-
- -
-
-
-

01/08/2025

কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার না করা পৃথিবীর সবচেয়ে বড় ম‍্যাচুরিটি! 🤍

31/07/2025

তুই কি আমার দুঃখ হবি?

তুই কি আমার দুঃখ হবি?
এই আমি এক উড়নচণ্ডী আউলা বাউল
রুখো চুলে পথের ধুলো
চোখের নীচে কালো ছায়া।
সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।
তুই কি আমার দুঃখ হবি?

তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি?
মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি?
তুই কি আমার খাঁ খাঁ দুপুর
নির্জনতা ভেঙে দিয়ে
ডাকপিয়নের নিষ্ঠ হাতে
ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি?
একটি নীলাভ এনভেলাপে পুড়ে রাখা
কেমন যেন বিষাদ হবি?

তুই কি আমার শুন্য বুকে
দীর্ঘশ্বাসের বকুল হবি?
নরম হাতের ছোঁয়া হবি?
একটুখানি কষ্ট দিবি?
প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়
কথা দিয়েও না রাখা এক কথা হবি?
একটুখানি কষ্ট দিবি?

তুই কি একা আমার হবি?
তুই কি আমার একান্ত এক দুঃখ হবি?

চরিত্র আর পোশাক, দুটা এক না।কাউকে তার জামা কাপড় দেখে বিচার করা ভুল।জীবনে এমন অনেক মানুষকে দেখেছি, যারা বাইরের দিক থেকে ...
09/07/2025

চরিত্র আর পোশাক, দুটা এক না।
কাউকে তার জামা কাপড় দেখে বিচার করা ভুল।

জীবনে এমন অনেক মানুষকে দেখেছি, যারা বাইরের দিক থেকে তেমন কোনো ধ-র্মী-য় চর্চা করে না, কিন্তু মানুষ হিসেবে অসম্ভব ভালো, হৃদয়বান, সহানুভূতিশীল।
আবার এমন অনেককেই দেখেছি, যারা ধ-র্ম-কে কঠোরভাবে অনুসরণ করে, পোশাকে-চলনে নিজেকে ধা-র্মি-ক প্রমাণ করে, অথচ ভেতরের চরিত্রে থাকে বি-ষ, অ-হং-কা-র, ঘৃ-ণা।

সবচেয়ে বি-প-জ্জ-ন-ক হলো সেই মানুষগুলো, যারা “ভালো মানুষ” এর মুখোশ পরে ঘোরে। ওরা মুখে খুব সুন্দর কথা বলে, সহজে মানুষের বিশ্বাস কেড়ে নেয়। কিন্তু বাস্তবে না আছে কোনো চরিত্র, না আছে ন্যায্যতা, না আছে নীতি।

ধ-র্মে-র পোশাক শুধু মুখোশ হলে কোনো মূল্য নেই। ধ-র্ম হোক আন্তরিক মন থেকে, আচরণে, নীতিতে। আমরা সবাই নিজের ধ-র্ম-কে সুন্দরভাবে পালন করি, কিন্তু তারচেয়েও বড় হয়ে উঠি মানুষ হিসেবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান। আমাদের এমন মানুষ বানান, যাদের ভেতর-বাহির এক। আমিন 💙

কেউ কি চিনতে পারছো, এটা   দেখার পর কয় রাত যে ঘুম হয়নি।🙂💔
09/07/2025

কেউ কি চিনতে পারছো, এটা দেখার পর কয় রাত যে ঘুম হয়নি।🙂💔

Address

Boalia
Rajshahi
70005

Telephone

+8801318648301

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাসতে মানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাসতে মানা:

Share