Rayah - রাইয়াহ

Rayah - রাইয়াহ 😊"Setting goals is the first step in turning the invisible into the visible.''😊

[ Tony Robbins]
(1)

27/07/2025
19/07/2025

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো— কেউ যখন হারাম কাজে জড়িয়ে সেটাকে জাস্টিফাই করে নিজের কাজকে জায়েজ প্রমাণ করতে চায়, তখন সে শুধু গুনাহে সীমাবদ্ধ থাকে না— বরং হক ও বাতিলের সীমারেখা পর্যন্ত মুছে ফেলে। এমনকি হালালকে তুচ্ছজ্ঞান করা শুরু করে, আর হারামের পক্ষে অজুহাত খোঁজে। এটাই অন্তরের জন্য সবচেয়ে ভয়ংকর রোগ; এবং যা তাকে ইমানহারা পর্যন্ত করতে পারে।
এজন্যই আল্লাহ তা'আলা আমাদের একটি দু'আ শিখিয়েছেন, “হে আমাদের রব, আমাদেরকে সঠিক পথ দেখানোর পর আপনি আমাদের অন্তরকে সত্য থেকে দূরে সরিয়ে দিবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা” — সূরা আলে-ইমরান, আয়াত : ০৮।

16/07/2025

যারা খুব বেশি বিপদে আছেন পরিচিত চারটি আমল নিয়মিত করতে থাকুন। অলৌকিক ভাবে সাহায্য পাবেন in sha Allah

দোয়া ইউনুস : লা ইলাহা ইলা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জেয়ালিমিন। ( দিন ১০০০ বার )

উওম জিকির : ইয়া জাল জালালী ওয়াল ইকরাম (১০০ বার )

বেশি বেশি আস্তাগফিরুল্লাহ : আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আাতুবু ইলাইহি ( ১০০০ বার )

বেশি বেশি দুরুদ শরীফ : সল্লাল্লাহু আলা মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ( যত ইচ্ছা পড়তে থাকুন।)

15/07/2025

আমি চুপচাপ ধরনের মানুষ, কিন্তু তার মানে এই না যে আমার কিছু বলার নেই।
আমি কথা কম বলি, কারণ সবাইকে নিজের ভেতরটা খুলে দেখাতে পারি না।
আমার হাসি হয়তো নরম, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকে অনেক না বলা গল্প।
আমার বন্ধু খুবই কম, তবে যারা আছে–তাদের মন থেকে ভালোবাসি।আর তাদেরকে আপন মনে করে সব কথা মন খুলে বলে থাকি।অনেক সময় হয়তো কারও চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিনা😔😔
আমি হয়তো একা বসে থাকি, আমার অনেক কষ্ট বা অনূভুতি নিজের মধ্যে জমিয়ে রাখি,কারন আমি ভয় পাই আমাকে যদি কেউ পাত্তা না দেয়।
কারো অনুভূতি আঘাত পেতে পারে বলে অনেক কথা গিলে ফেলি।
সম্পর্কের ব্যাপারে আমি খুবই সিরিয়াস, সেটা যে সম্পর্কই হোক।
যাদের ভালোবাসি, তাদের জন্য নিজের ভেতরটা খুলে দিই নিঃসংকোচে।
আর একবার কেউ সেই জায়গা থেকে সরে গেলে— আমি অভিযোগ করি না, শুধু আরও চুপ হয়ে যাই।

🌿 আমি সহজ নই, কারণ আমি সত্যি।
নকল হাসি দিয়ে চলতে পারি না,
তাই হয়তো একটু আলাদা… একটু নিরব… কিন্তু অনেক গভীর।
---এই কারনে অনেকেই আমাকে ভুল ও বুঝে ফেলে😅

"চুপচাপ মানুষদের ভেতরে আসলেই এক অদ্ভুত পৃথিবী থাকে—
যেখানে শব্দ কম, কিন্তু অনুভূতি অপরিমেয়…"☘️☘️

15/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

25/08/2024

নিঃস্বার্থ ভালোবাসার কুঁড়েঘর মা ও মায়ের কোল।।

24/08/2024

🙃🙃

তুমি এমন মানুষ কে কখনো বদলাতে পারবে না, যে নিজের ব্যবহারের মধ্যে কোনো দোষ দেখতে পায় না।

😐😐

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rayah - রাইয়াহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share