report.net

report.net Objective News

04/08/2024

আলোকপাত- জিল্লুর রহমান
প্ল্যান 'বি' নিয়ে এগুতে পারে আওয়ামী লীগ
report.net News Desk
04.08.24

আমেরিক্যান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতি; দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ষুষ্ঠু হয়নিreport.net News D...
10/01/2024

আমেরিক্যান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতি; দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ষুষ্ঠু হয়নি
report.net News Desk
11.01.2024

যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র দেখেছে যে, ৭ জানুয়ারী, ২০২৪ এর সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন জিতেছে আওয়ামী লীগ। রাজনৈতিক বিরোধীদলের হাজার হাজার সদস্যের গ্রেপ্তার এবং নির্বাচনের দিন নানা অনিয়মের প্রতিবেদনে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।
অন্যান্য পর্যবেক্ষকদের সাথে যুক্তরাষ্ট্র এই বিষয়ে অভিন্ন মতামত পোষণ করে যে, এই নির্বাচন অবাধ, বা সুষ্ঠু ছিল না এবং আমরা দুঃখিত যে সব দল এতে অংশগ্রহণ করেনি।

যুক্তরাষ্ট্র নির্বাচনের দিন এবং এর আগের মাসগুলোতে সংঘটিত সহিংসতার নিন্দা জানায়। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদন বিশ্বাসযোগ্যভাবে তদন্ত এবং অপরাধীদের জবাবদিহি করতে উৎসাহিত করি। আমরা সকল রাজনৈতিক দলকে সহিংসতা পরিহার করার আহ্বান জানাই।

সামনের দিনগুলোতে, একটি মুক্ত, উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে, বাংলাদেশে মানবাধিকার ও সুশীল সমাজের সমর্থনে, জনগণের সাথে জনগণের এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে বাংলাদেশের সাথে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

https://www.state.gov/parliamentary-elections-in-bangladesh

নির্বাচন ও ড. ইউনূস ইস্যু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রreport.net News Desk04.01.2024৭ই জানুয়ারিতে অনুষ্ঠেয় জাত...
04/01/2024

নির্বাচন ও ড. ইউনূস ইস্যু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র
report.net
News Desk
04.01.2024

৭ই জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের এই নির্বাচনের ফলে কি ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে তিনি এক রকম রহস্য রেখে দিলেন। বললেন, কোনো পরিবর্তিত পরিস্থিতিতে কি ধরনের ব্যবস্থা নেয়া হবে বা হবে না, সে বিষয়ে আমি অবশ্য কখনোই আগাম পূর্বাভাস দেবো না।

মুশফিক তার কাছে জানতে চান, নোবেল পুরস্কার বিজয়ী এবং প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার অর্জনকারী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বছর শুরুর দিনে দেয়া রায়ের বিষয়ে আপনি কী আপনার প্রতিক্রিয়া শেয়ার করবেন, রিপোর্ট হয়েছে যে- ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশের শ্রম আদালত প্রভাবিত হয়ে এই রায় দিয়েছে? এই চ্যালেঞ্জকে যুক্তরাষ্ট্র কিভাবে নিচ্ছে- এই চ্যালেঞ্জ হলো বাংলাদেশের আইন শৃংখলা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে। বিশেষ করে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে ১০ বছরের শাস্তি দেয়ার মতো তুলনীয় মামলাগুলোর প্রেক্ষাপটে। বিরোধী দলীয় অসংখ্য নেতাকর্মী, মিডিয়া এবং অধিকারকর্মী একই রকম পরিস্থিতিতে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ। সাংবাদিক মুশফিকের এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা তার নোবেল শান্তি পুরস্কার এবং অন্য অনেক আন্তর্জাতিক সম্মানে প্রতিফলিত হয়েছে। তার বিরুদ্ধে মামলাকে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা অবশ্যই এই রায়ের বিরুদ্ধে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনা দেখেছি।

আমাদের দিক থেকে অবাধ ও স্বচ্ছ আইনগত প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করেছি। পরবর্তী অন্য যেকোনো পরিবর্তন আমরা ঘনিষ্ঠভাবে অব্যাহতভাবে অনুসরণ করবো।
এ পর্যায়ে মুশফিক আবার জানতে চান, এ সপ্তাহান্তে (৭ই জানুয়ারি) হতে যাচ্ছে বাংলাদেশের পরবর্তী নির্বাচন। এ নির্বাচনে ডামি প্রার্থী দেয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক পরামর্শ আমলে নিচ্ছেন না। এ অবস্থার প্রেক্ষাপটে এমন ডামি নির্বাচনকে কি যুক্তরাষ্ট্র সরকার বৈধতা দেবে? যদি উত্তর হয়- না। তাহলে এ শাসকগোষ্ঠীর বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা বিবেচনা করছে বাইডেন প্রশাসন? বিবিসি যেমন রিপোর্ট করেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে, যার শিরোনাম- ‘বাংলাদেশ: দ্য ইলেকশন দ্যাট হ্যাজ টার্নড ইনটু এ ওয়ান-ওমেন শো’। মুশফিকের এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমার মনে হয় এর আগে এ প্রশ্নের জবাব দিয়েছি। কিন্তু যেহেতু এটা নতুন বছর, তাই আমি আবারও এ প্রশ্নের উত্তর দিচ্ছি। আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করি। বহুবার আমরা এ বিষয়টি পরিষ্কারভাবে বলেছি। এই নির্বাচনকে আমরা খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো।

ড. মুহাম্মাদ ইউনুসের ৬ মাসের কারাদণ্ড; জামায়াতে ইসলামী'র উদ্বেগreport.net News Desk02.01.2024বাংলাদেশ জামায়াতে ইসলামী'র ...
02/01/2024

ড. মুহাম্মাদ ইউনুসের ৬ মাসের কারাদণ্ড; জামায়াতে ইসলামী'র উদ্বেগ
report.net
News Desk
02.01.2024

বাংলাদেশ জামায়াতে ইসলামী'র ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ড. মুহাম্মাদ ইউনুসকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করায় উদ্বেগ প্রকাশ করে ২ জানুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে বলেন, "ড. মুহাম্মাদ ইউনুস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। তার বিরুদ্ধে সরকার পরিকল্পিতভাবে মামলা দায়ের করে। সরকারের প্রধান ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিগণ বিভিন্ন সময়ে যে বক্তব্য প্রদান করেছেন বিশেষ করে প্রধানমন্ত্রী পদ্মাসেতু উদ্বোধনকালে ড. মুহাম্মাদ ইউনুসকে ঠুস করে পানিতে ফেলে দেয়ার যে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন, তাতে প্রতীয়মান হয় ড. মুহাম্মাদ ইউনুস সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের আদালতগুলোতে গত কয়েক মাস যাবত রাজনৈতিক নেতৃবৃন্দকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করা হচ্ছে। আদালতের ফরমায়েসি রায়ে দেশবাসীর মনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। ড. ইউনুসও তার ব্যতিক্রম নন। সরকার দেশের জনপ্রিয় ব্যক্তিদেরকে ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে দেশকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবেই জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেয়া হয়। বিশ্ব বরেণ্য মুফাসসিরে কুরআন ও জনপ্রিয় আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে জেলে রাখা হয় এবং চিকিৎসায় অবহেলার কারণে তার মৃত্যু হয়।

ড. মুহাম্মাদ ইউনুস আন্তর্জাতিক অঙ্গণে একজন সমাদৃত ব্যক্তি। তিনিও মামলা এবং হয়রানির শিকার হয়েছেন। আমরা অবিলম্বে তাঁর হয়রানি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।"

01/01/2024

অসহযোগ আন্দোলনে নতুন মাত্রা; বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের আদালত বর্জন
report.net
01.01.2024

শিবিরের, ২০২৪ ইং এর কেন্দ্রীয় সেটআপ সম্পন্ন। ২০২৪ ইং, সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচি...
31/12/2023

শিবিরের, ২০২৪ ইং এর কেন্দ্রীয় সেটআপ সম্পন্ন। ২০২৪ ইং, সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন, মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মনোনিত হয়েছেন, জাহিদুল ইসলাম।
report.net
31.12.2023

যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠান বাংলাদেশের নির্বাচনের সকল বিষয় পর্যবেক্ষণ করবেreport.net 26.12.2023বাংলাদেশের আগামী জাতীয় ...
26/12/2023

যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠান বাংলাদেশের নির্বাচনের সকল বিষয় পর্যবেক্ষণ করবে
report.net
26.12.2023

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ গভীরভাবে মূল্যায়ন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে দেশটির দুটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠান এরই মধ্যে বাংলাদেশে অবস্থান করছে।

নির্বাচন বিশ্লেষকরা বলছেন যে, অন্য পর্যবেক্ষকদের মতো শুধু কেন্দ্রে ভোট দেখেই দায় সারবে না যুক্তরাষ্ট্র। আগামী সাতই জানুয়ারির ভোটের আগে পরের সহিংসতা ও ত্রুটিগুলো মূল্যায়ন করতেই পাঠানো হয়েছে ছোট এই 'যৌথ কারিগরী মূল্যায়ন দল'।

তারা মনে করছেন, বাংলাদেশের অতীতের দুটি জাতীয় নির্বাচন দেশে বিদেশে নানা বিতর্ক তৈরি করেছে। এ কারণে আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতেই যুক্তরাষ্ট্র নির্বাচনের সার্বিক পরিবেশকে এতোটা গুরুত্ব দিচ্ছে।

নির্বাচন কমিশন বলছে, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই) আগামী নির্বাচনের সব কিছুই পর্যবেক্ষণ করবে। এ জন্য তাদেরকে অ্যাক্রিডেশন দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিবিসি বাংলাকে বলেন, "মোট ১২ জনের সব তথ্য ভেটিং করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরকে আমরা ভোট পর্যবেক্ষণের অনুমতি দিয়েছি।"

এই দুটি প্রতিষ্ঠান বাংলাদেশের নির্বাচনের সকল বিষয় পর্যবেক্ষণ করবে। শুধু রাজনৈতিক সহিংসতা না, ভোটের আগে পরের সব পর্যবেক্ষণ তাদের রিপোর্টে থাকবে, জানান মি. দেবনাথ।

বিজ্ঞপ্তিতে আইআরআই যা বলছে-
শনিবার যুক্তরাষ্ট্রের আইআরআই তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে জন্য আইআরআই ও এনডিআই'র পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছেছে।

এই প্রতিনিধি দলটি বাংলাদেশে ছয় থেকে আট সপ্তাহ অবস্থান করবে। অবস্থানকালে নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সহিংস পরিস্থিতির ওপর নজর রাখবে এবং সেগুলোর মূল্যায়ন করবে।

যেখানে আরও বলা হয়, এই পর্যবেক্ষক দল বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন। এরমধ্যে রয়েছে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সহিংসতা, আন্ত-দলীয় সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা, অনলাইনে হয়রানি ও হুমকি।

এছাড়া ভবিষ্যৎ নির্বাচনে যাতে সহিংসতা কমানো হয়, সেটার গঠনমূলক সুপারিশসহ একটি প্রতিবেদন ওই কারিগরি দল দেবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে গত আটই অক্টোবর থেকে চার দিন বাংলাদেশ সফর করেছিল এনডিআই ও আইআরইয়ের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক মিশন।

তথ্যসূত্র-
বিবিসি বাংলা

26/12/2023

অবৈধ নির্বাচনে ভোট বর্জনে ঢাকাসহ সারাদেশে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
report.net
26.12.2023

একসঙ্গে মাঠে নামছে জামায়াত-বিএনপিreport.net15.12.2023সরকার পতনের একদফা দাবিতে বিএনপির সাথে এক মঞ্চে ওঠছে জামায়াত। ইতিমধ্...
15/12/2023

একসঙ্গে মাঠে নামছে জামায়াত-বিএনপি
report.net
15.12.2023

সরকার পতনের একদফা দাবিতে বিএনপির সাথে এক মঞ্চে ওঠছে জামায়াত। ইতিমধ্যে বিএনপি ও জামায়াতের সিনিয়র নেতারা এ বিষয়ে একমত হয়েছেন বলে ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন দল দুটির একাধিক নেতা। এরই মধ্যে এ বিষয়ে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুজিবুর রহমানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা হয়েছে বলেও জানিয়েছেন তারা।

বিএনপি ও জামায়াতের একাধিক নেতা বলছেন, ১৭ ডিসেম্বরের পর থেকে রাজপথে সক্রিয় থেকে আরও কঠিন কর্মসূচি বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে প্রথম কয়েকদিন বিএনপি ও জামায়াত যুগপৎ আন্দোলন করবে। এবং এ মাসের শেষ সপ্তাহে রাজধানীতে একটি সরকার বিরোধী বড় ধরনের সমাবেশে এক মঞ্চে ওঠবে দল দুটির শীর্ষ নেতারা। এক দফা আন্দোলনের শেষ ধাপে তারা সবাইকে এক মঞ্চে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। সেটা আগামী ১৭ ডিসেম্বরের পর দৃশ্যমান হবে। আর বাস্তবায়ন হতে পারে ২৬ ডিসেম্বরের পর থেকে। চূড়ান্ত আন্দোলনের আগ মুহূর্তে তারা একসঙ্গে মাঠে নামবেন, একসঙ্গে কর্মসূচি পালন করবেন।

বিএনপি নেতারা জামায়াত প্রসঙ্গে বলেন, পাশ্ববর্তী রাষ্ট্র ও কিছু বামপন্থী নেতাদের কারণে জামায়াতকে দূরে রাখা হয়েছিলো। কিন্তু এতবছর জামায়াতকে বাইরে রেখে কি ফলাফল পেয়েছি? পাশ্ববর্তী রাষ্ট্র কি আমাদের সমর্থন দিয়েছে? বর্তমান সরকার দেড়যুগ বিএনপির প্রতি নিষ্ঠুর আচরণ করছে, পাশ্ববর্তী রাষ্ট্র কি কোনো প্রতিবাদ জানিয়েছে? সেখান থেকে বিএনপির জন্য কোনো সুখবর নেই। বামপন্থী নেতাদের প্রসঙ্গে তারা বলছেন, বেশিরভাগ বামনেতারা রাজপথে আন্দোলন করছে। বাম নেতারাও চান, যে যার অবস্থানে থেকে এ সরকারকে বিদায় করে দেশে গণতন্ত্র পুণঃ প্রতিষ্ঠিত হোক।

বিএনপি নেতাদের মতে, দেশের তৃতীয় শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে জামায়াতের সাংগঠনিক ভিত্তি অনেক মজবুত। বিএনপি নেতাকর্মীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে রাজপথে কর্মসূচি পালন করলে খুব দ্রুত সময়ে ভালো ফল আসতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াত ইসলামির এক সিনিয়র নেতা ঢাকা টাইমসকে বলেন, ‘ডিসেম্বরে জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমানের সাথে একাধিকবার তারেক রহমানের কথা হয়েছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত এক মঞ্চে ওঠা এখন সময়ের দাবি। আর তা বাস্তবায়নের দায়িত্ব বিএনপির। তারা যত দ্রুত এ ঘোষণা দিবে তত তাড়াতাড়ি আমাদের এক মঞ্চে দেখতে পাবেন এবং জনগণকে সাথে নিয়ে রাজপথ উত্তপ্ত করে এ সরকারের বিদায় ঘন্টা অতিদ্রুত বেজে ওঠবে ইনশাআল্লাহ।’

এদিকে বিএনপির একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে ঢাকা মহানগর বিএনপি এবং ঢাকা মহানগর জামায়াত আন্দোলন ও জোট প্রশ্নে ভার্চুয়ালী সভা করেছে। সভায় দল দুটির শীর্ষ নেতারা না থাকলেও হাইকমান্ডের নির্দেশে দুই দলের মহানগরের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ইতিমধ্যে দেশের বিভিন্ন মহানগর ও অধিকাংশ জেলায় বিএনপি ও জামায়াত নেতাদের সাথে হয়েছে বৈঠক। কোনোস্থানে স্বশরীরে, আবারও কোন জেলায় ভার্চুয়ালী। ইতোমধ্যেই জেলাপর্যায়ে কয়েকটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে বলেও জানা গেছে।

দলটির আরেকটি সূত্র জানায়, আগামী কয়েকদিনের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামী রাজপথে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিবে। আর চলতি মাসের শেষ সপ্তাহে রাজধানীতে কোনো একটি বড় সমাবেশের মাধ্যমে এক মঞ্চে ওঠবে দল দুটির শীর্ষনেতারা। এরআগে শরিকদের সাথে এই আন্দোলনে জামায়াতকে একসঙ্গে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবে বেশির ভাগ দলই একমত হয়েছে। তেমন কেউ বিরোধিতা করেননি। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যুগপৎ আন্দোলনের প্রধান দল বিএনপি।

সরকার পতনের একদফা দাবিতে রাজপথে সক্রিয় বিএনপিসহ ৩৭টি রাজনৈতিক দল। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হবার পর থেকে এ পর্যন্ত ১১দফায় ২২ দিন অবরোধ এবং তিন দফায় ৪ দিন হরতাল কর্মসূচি পালন করে বিরোধী জোটগুলো। ২৮ অক্টোবর জামায়াত ইসলামিও প্রশাসনকে উপেক্ষা মতিঝিলে বড় ধরনের শোডাউন করে।

এরপর থেকে বিএনপি প্রকাশ্যে সরকার বিরোধী আর কোনো কর্মসূচি পালন করতে পারেনি। ভার্চয়ালি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা হতে থাকে অবরোধ ও হরতালের কর্মসূচি। বিএনপির একসময়ের সবচেয়ে বড় শরিক জামায়াত বিরোধী জোটের সাথে যুগপৎ আন্দোলন না করলেও শুরু হয় অভিন্ন কর্মসূচি। মূলত, এ দুটি দলের অভিন্ন কর্মসূচির মাধ্যমেই দীর্ঘদিনের দূরত্ব মোচনে ভূমিকা রেখেছে।

এদিকে, বিএনপির সমমনা জোটের কয়েকটি শরিকদল শুরুতে জামায়াত ইস্যূতে প্রবল বিরোধিতা করলেও সে অবস্থান থেকে সরে এসেছেন তারা। বাম নেতারা বলছেন, বাকশালী শাসনকে এ দেশ থেকে বিদায় করতে প্রয়োজন বৃহত্তর ঐক্য। আর সেখানে সকল ধর্ম বর্ণের সবাই থাকতে পারে। জামায়াত ছাড়াও যুগপৎ আন্দোলনের বাইরে থাকা নির্বাচনে অংশ না নেওয়া অন্য দলগুলোকেও এক মঞ্চে নিয়ে আসার সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছেন বিএনপির হাইকমান্ড।

বিএনপির সঙ্গে জামায়াতের জোটের কথা স্বীকার করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ঢাকা টাইমসকে বলেন, ‘সরকার পতন এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বিএনপি ও জামায়াতের আনুষ্ঠানিক ঐক্যের বিষয়ে এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না।’

এ প্রসঙ্গে বিএনপির শরিক দল এলডিপির প্রেসিডেন্ট কর্ণেল অব. অলি আহমদ ঢাকা টাইমসকে বলেন, ‘বর্তমানে আওয়ামী সরকারের একদলীয় শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা সবাই বিএনপির সমন্বয়ের মাধ্যমে রাজপথে আন্দোলন করে যাচ্ছি। যা আমাদের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত করার ক্ষমতা কারো নেই। এ অবস্থায় বিএনপির সাথে আলোচনার করে যদি জামায়াত এক মঞ্চে আসতে চায়, আমি তাদের স্বাগত জানাই। আমি মনে করি, আমাদের শক্তি দ্বিধাবিভক্ত হলে পক্ষান্তরে বাকশালিরাই উপকৃত হবে। তাই জামায়াত বিরোধীজোটগুলোর সাথে এক মঞ্চে আসলে আন্দোলন আরো বেগবান হবে, তরান্বিত হবে এবং সরকার পতন অবশ্যম্ভাবী হবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ঢাকা টাইমসকে বলেন, ‘জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সরকার ১৮ কোটি মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছে। গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরে পেতে যার যার অবস্থান থেকে সবাই আন্দোলন করবে। গণতন্ত্র মঞ্চ ৩১ দফা লক্ষ্য নিয়ে আন্দোলন করছে। যুগপৎ আন্দোলনের ধারাকে আরো শক্তিশালী করতে আমরা জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চাই।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা টাইমসকে বলেন, ‘সরকার পতনের দাবিতে সব দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকেই আন্দোলন করা উচিত। জামায়াততো ইতিমধ্যে রাজপথে আছে। তবে, তাদের সঙ্গে বিএনপির কোন ফরমেটে ঐক্য হবে তা আমার জানা নেই।’

নতুন কর্মসূচি- বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও জামায়াত ইস্যূতে আলোচনা হয়। কর্মসূচির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য ঢাকা টাইমসকে জানান, আগামী ১৮ তারিখে নির্বাচনী প্রচারণার প্রথমদিনে সারাদেশে হরতাল কর্মসূচি আসতে পারে। এছাড়া ১৯ ও ২০ ডিসেম্বর সারাদেশে দিতে পারে অবরোধ কর্মসূচি।

13/12/2023

জামায়াতে ইসলামী সরকার বিরোধী আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ শক্তি; নূরুল হক নূর
report.net
14.12.2023

11/11/2023

নাটোরে জামায়াত নেতা হাফিজ আব্দুর রাজ্জাককে সাদা পোষাকধারীরা মাইক্রোবাসে তুলে নিয়ে নৃশংসভাবে আহত করে ফেলে রেখে যায় পার্শবর্তী উপজেলায়
report.net
11.11.2023

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলার সিংড়া উপজেলার, ১১ নং. ছাতারদিঘি ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আব্দুর রাজ্জাক (৬০) কে গতকাল, ১০ নভেম্বর জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে কালিগঞ্জ কলেজের পার্শ্বে একটি সাদা মাইক্রোতে ৭/৮ জন সন্ত্রাসী উঠিয়ে নিয়ে নন্দীগ্রামের রাস্তায় ভাগবাতন-কল্যাপাড়া রাস্তার পাশে ফেলে নির্মমভাবে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমীর অধ্যাপক, ড. মীর নুরুল ইসলাম এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান।

নেতৃবৃন্দ বলেন, হাফেজ আব্দুর রাজ্জাক একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। তিনি জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তাকে সন্ত্রাসীরা ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে আহত করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরও বলেন, নাটোর জেলায় একের পর এক এ রকম চোরাগুপ্তা হামলার ঘটনা ঘটছে। এখন মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। কিন্তু, প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when report.net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to report.net:

Share