Shams Mom vlog

Shams Mom vlog vlogger

Gmail :mashrufa1993.gmail. com
(5)

খুব সহজে মনের কথা বলে ফেলা মানুষ গুলো আর যাই হোক অন্যের ক্ষতির  চিন্তা করতে পারেনা👍 fans আজমেরী মোরশেদা
25/03/2025

খুব সহজে মনের কথা বলে ফেলা মানুষ গুলো আর যাই হোক অন্যের ক্ষতির চিন্তা করতে পারেনা👍
fans আজমেরী মোরশেদা

যমুনা গ্রুপের মালিকের কথা মনে পড়ে গেল। অক্সিজেনের অভাবে ভদ্রলোক এক আকাশ আকুতি নিয়ে বলছিলেন-‘ডাক্তার, আমার সব সম্পত্তি তো...
25/03/2025

যমুনা গ্রুপের মালিকের কথা মনে পড়ে গেল।

অক্সিজেনের অভাবে ভদ্রলোক এক আকাশ আকুতি নিয়ে বলছিলেন-

‘ডাক্তার, আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দিবো, তুমি শুধু আমার নিঃশ্বাসটা ঠিক করে দাও।’

হাজার কোটি সম্পত্তির বিনিময়েও ডাক্তার তার নিঃশ্বাস ঠিক করতে পারে নাই। ভদ্রলোক ঐদিনই মারা গিয়েছিলেন।

তামিম ইকবালের যে পরিমাণ টাকা পয়সা আছে লন্ডনের সবচেয়ে ব্যায়বহুল হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো তার কাছে দুধভাত!

তবুও আজকে যখন অসুস্থ হয়ে পড়লেন, সামান্য ২০ কিলোমিটার দূরের হাসপাতালে যাওয়ার মতো অবস্থাতেও ছিলেন না।

কতটা দূর্বল এই মানবজীবন, বিশ টাকার বেলুনের চেয়েও হালকা, শিমুলের তুলোর চেয়েও নরম, দম ফুরোলেই ঠুস!

অথচ জীবনের মিথ্যে ম্যারাথন রেসে দৌড়াতে গিয়ে আমরা ভুলেই যাই, একদিন সবাইকে মরতে হবে। কোনো আগাম বার্তা নেই, আনুষ্ঠানিকতা নেই, হুট করে আজরাইল এসে বলবে, ‘চল এবার যাওয়া যাক.....

fans Bilete ranna ghar #মৃত্যু

25/03/2025

#রমাদানের_শেষ_দশকে_এই_৫_টি_দুআ_বেশিবেশি_পাঠ_করুন

১. দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের দোয়া
আরবি:
رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَةً وَّ فِی الۡاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ

বাংলা উচ্চারণ:
রব্বানা আ-তিনা ফিদ্‌দুনিয়া হাসানাতাঁও, ওয়া ফিল আখিরাতি হাসানাতাঁও, ওয়া কিনা ‘আজাবান্নার।

📖 অর্থ:
হে আমাদের প্রতিপালক! আমাদের দুনিয়াতেও কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদের জাহান্নামের ‘আযাব থেকে রক্ষা করো।

📌 [সূরা আল-বাকারাহ ২:২০১]

২. নেককার স্ত্রী-সন্তান লাভের দোয়া
আরবি:
رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏

বাংলা উচ্চারণ:
রব্বানা হাব্‌ লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউনিঁ, ওয়াজআলনা লিল্‌মুত্তাকিনা ইমামা।

📖 অর্থ:
হে আমাদের রব! আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন, যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদের মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।

📌 [সূরা আল-ফুরকান ২৫:৭৪]

৩. নিজে ও বংশধরদের নামাজ কায়েমকারি হওয়ার দোয়া
আরবি:
رَبِّ اجۡعَلۡنِیۡ مُقِیۡمَ الصَّلٰوةِ وَ مِنۡ ذُرِّیَّتِیۡ ٭ۖ رَبَّنَا وَ تَقَبَّلۡ دُعَآءِ

বাংলা উচ্চারণ:
রব্বি-জ্‌আ’লনি মুকিমাস-সালাতি ওয়া মিন্ জুররিয়্যতি, রব্বানা ওয়া তাক্বাব্বাল দু’আ।

📖 অর্থ:
হে আমার প্রতিপালক! আমাকে নামাজ কায়েমকারী বানাও এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের প্রতিপালক! তুমি আমার দোয়া কবুল করো।

📌 [সূরা ইবরাহীম ১৪:৪০]

৪. আল্লাহর অনুগ্রহ কামনার দোয়া
আরবি:
رَبِّ اِنِّیۡ لِمَاۤ اَنۡزَلۡتَ اِلَیَّ مِنۡ خَیۡرٍ فَقِیۡرٌ

বাংলা উচ্চারণ:
রব্বি ইন্নি লিমা আন্‌যালতা ইলাইয়া মিন খাইরিন ফাক্বীর।

📖 অর্থ:
হে আমার পালনকর্তা! তুমি আমার প্রতি যে অনুগ্রহই করবে আমি তো তারই ভিখারী।

📌 [সূরা আল-কাসাস ২৮:২৪]

৫. ক্ষমা ও নিরাপত্তা লাভের দোয়া
আরবি:
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নাকা ‘আফুwwুন, তুহিব্বুল ‘আফওয়া, ফা’ফু ‘আন্নি।

📖 অর্থ:
হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও।

📌 [সুনানে ইবনে মাজাহ, ৩৮৫০]

📿 এই দোয়াগুলো রমাদানের শেষ দশ দিনে বেশি বেশি পড়ুন এবং আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করুন। 🤲

24/03/2025

※ শবে কদরের তারিখ নির্ণয় ও এর ফজিলত লাভের উপায়ঃ
,
#শবে কদরের নির্দিষ্ট তারিখ সম্পর্কে চল্লিশটিরও বেশি মতামত পাওয়া যায়। এই
ব্যাপারে সবচেয় সঠিক মত হলো রমযানের শেষ দশ দিনের কোনো এক বিজোড়
রাত্রিতে।
☎নিম্নে কয়েকটি হাদীস উল্লেখ করা হলো,
☞রমযান মাসের শেষ দশ দিনের বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো।
(সহীহ বুখারী, হাদীস-২০১৭)
☞উবাই বিন কাব হতে বর্ণিত ৷ তিনি বলেন, লাইলাতুল কদর সম্ভবত রমযানের ২৭তম রাতে। কারণ ঐ রাতে মুহাম্মাদ (সা) আমাদেরকে নামাজে দাঁড়াতে বলতেন।
(সহীহ মুসলিম, হাদীস-২৩৬৪)
☞লাইলাতুল কদর রমযান মাসের
২১,২৩,২৫,২৭ এবং রমযানের শেষ
রাতে খোজ করো।
(আত-তিরমিযী, হাদীস-৭৯৪)
☞রসূল (সা) রমযানের শেষ দিনে লাইলাতুল কদর খোজ করতেন।
(সহীহ বুখারী, হাদীস-২০২০)
☞রমযানের শেষ দশ রাতে লাইলাতুল কদর খোজ করো। তবে যদি অপরাগ
হও তাহলে শেষ রাতে খোজ করো।
(সহীহ মুসলিম, হাদীস-২৬২১)
☞লাইলাতুল কদর রমযানের শেষ সাত দিনের ভিতর রয়েছে।
(সহীহ বুখারী, হাদীস-২০১৫)
,
#সুতরাং এসব আলোচনা হতে বুঝা যায়, লাইলাতুল কদর রমযানের শেষ দশ দিনের কোনো এক রাতে। আর অধিকাংশ আলিমগণ বলেন যে, লাইলাতুল কদরের রমযান মাসের শেষ দশ দিনের কোন এক বিজোড় রাতে এবং সম্ভবত ২৭ রমযানের রাতে ৷
,
#শবে_কদরের_ফজিলত_লাভের_উপায়ঃ
☞শবে কদরের ফজিলত সম্পর্কে আমরা কমবেশী সবাই জানি ৷ কিন্তু এর ফজিলত থেকে আমরা অধিকাংশই বঞ্চিত রয়ে যাই ৷
,
#প্রত্যেক রাতেই আমাদেরকে শবে কদর তালাশ করা উচিত এবং ব্যক্তিগতভাবে বেশী বেশী নফল এবাদত পালন করা উচিত ৷ আর যদি তা না পারি তাহলে অন্তত ইমাম সাহেবের সাথে শেষ রাকাত পর্যন্ত তারাবীহ পড়া উচিত ৷ তাহলে শবে কদরের ফজিলত কিছুটা আমরা পেতে পারি ৷ কারন রাসুল সাঃ বলেছেন,
من قام مع الإمام حتي ينصرف كتب له قيام ليله
যে ব্যক্তি ইমামের সাথে শেষ রাকাত পর্যন্ত তারাবীহ পড়বে, সারারাত নফল এবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেয়া হবে ৷ (তিরমিযী, ৩/১৬৯)
☞এই হাদীসের আলোকে বলা যায়, ইমাম সাহেবের সাথে শেষ রাকাত পর্যন্ত তারাবীহ পড়লে আশাকরি আল্লাহ তায়ালা শবে কদরের ফজিলত থেকে বঞ্চিত করবেন না ৷ তবে যতটুকু সম্ভব আমাদেরকে বেশী বেশী করে নফল এবাদতে নিয়োজিত থাকা উচিত ৷
,
★আল্লাহ তায়ালা আমাদের সবাইকে শবে কদরের পূর্ণ ফজিলত দান করুন ৷ আমীন

fans #শবে_কদরের_ফজিলত_লাভের_উপায়ঃ #বাংলাদেশ

23/03/2025

※ শবে কদরের তারিখ নির্ণয় ও এর ফজিলত লাভের উপায়ঃ
,
#শবে কদরের নির্দিষ্ট তারিখ সম্পর্কে চল্লিশটিরও বেশি মতামত পাওয়া যায়। এই
ব্যাপারে সবচেয় সঠিক মত হলো রমযানের শেষ দশ দিনের কোনো এক বিজোড়
রাত্রিতে।
☎নিম্নে কয়েকটি হাদীস উল্লেখ করা হলো,
☞রমযান মাসের শেষ দশ দিনের বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো।
(সহীহ বুখারী, হাদীস-২০১৭)
☞উবাই বিন কাব হতে বর্ণিত ৷ তিনি বলেন, লাইলাতুল কদর সম্ভবত রমযানের ২৭তম রাতে। কারণ ঐ রাতে মুহাম্মাদ (সা) আমাদেরকে নামাজে দাঁড়াতে বলতেন।
(সহীহ মুসলিম, হাদীস-২৩৬৪)
☞লাইলাতুল কদর রমযান মাসের
২১,২৩,২৫,২৭ এবং রমযানের শেষ
রাতে খোজ করো।
(আত-তিরমিযী, হাদীস-৭৯৪)
☞রসূল (সা) রমযানের শেষ দিনে লাইলাতুল কদর খোজ করতেন।
(সহীহ বুখারী, হাদীস-২০২০)
☞রমযানের শেষ দশ রাতে লাইলাতুল কদর খোজ করো। তবে যদি অপরাগ
হও তাহলে শেষ রাতে খোজ করো।
(সহীহ মুসলিম, হাদীস-২৬২১)
☞লাইলাতুল কদর রমযানের শেষ সাত দিনের ভিতর রয়েছে।
(সহীহ বুখারী, হাদীস-২০১৫)
,
#সুতরাং এসব আলোচনা হতে বুঝা যায়, লাইলাতুল কদর রমযানের শেষ দশ দিনের কোনো এক রাতে। আর অধিকাংশ আলিমগণ বলেন যে, লাইলাতুল কদরের রমযান মাসের শেষ দশ দিনের কোন এক বিজোড় রাতে এবং সম্ভবত ২৭ রমযানের রাতে ৷
,
#শবে_কদরের_ফজিলত_লাভের_উপায়ঃ
☞শবে কদরের ফজিলত সম্পর্কে আমরা কমবেশী সবাই জানি ৷ কিন্তু এর ফজিলত থেকে আমরা অধিকাংশই বঞ্চিত রয়ে যাই ৷
,
#প্রত্যেক রাতেই আমাদেরকে শবে কদর তালাশ করা উচিত এবং ব্যক্তিগতভাবে বেশী বেশী নফল এবাদত পালন করা উচিত ৷ আর যদি তা না পারি তাহলে অন্তত ইমাম সাহেবের সাথে শেষ রাকাত পর্যন্ত তারাবীহ পড়া উচিত ৷ তাহলে শবে কদরের ফজিলত কিছুটা আমরা পেতে পারি ৷ কারন রাসুল সাঃ বলেছেন,
من قام مع الإمام حتي ينصرف كتب له قيام ليله
যে ব্যক্তি ইমামের সাথে শেষ রাকাত পর্যন্ত তারাবীহ পড়বে, সারারাত নফল এবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেয়া হবে ৷ (তিরমিযী, ৩/১৬৯)
☞এই হাদীসের আলোকে বলা যায়, ইমাম সাহেবের সাথে শেষ রাকাত পর্যন্ত তারাবীহ পড়লে আশাকরি আল্লাহ তায়ালা শবে কদরের ফজিলত থেকে বঞ্চিত করবেন না ৷ তবে যতটুকু সম্ভব আমাদেরকে বেশী বেশী করে নফল এবাদতে নিয়োজিত থাকা উচিত ৷
,
★আল্লাহ তায়ালা আমাদের সবাইকে শবে কদরের পূর্ণ ফজিলত দান করুন ৷ আমীন

23/03/2025

যে দরজা তোমায় বারবার ক্ষতবিক্ষত করে সে দরজায় খিল দিতে শিখ।

হোক বাইরের দৃশ্য খুব সুন্দর কিংবা হোক বাইরের মানুষগুলো একেবারে মনের মত পরিপাটি কিংবা কাছের। তাতে কি! কিছু ভালো, ভালোর জন্য ছেড়ে আসা উচিত।

ইসলামে ৮ টি বিষয় গোপন রাখতে বলা হয়েছে-১. নিজের ব্যক্তিগত গুনাহ সমূহ ২. অন্যের গুনাহ ও দোষত্রুটি ৩. খারাপ স্বপন ৪. স্বা...
20/03/2025

ইসলামে ৮ টি বিষয় গোপন রাখতে বলা হয়েছে-

১. নিজের ব্যক্তিগত গুনাহ সমূহ
২. অন্যের গুনাহ ও দোষত্রুটি
৩. খারাপ স্বপন
৪. স্বামী-স্ত্রী একে অপরের দোষ ত্রুটি
৫. বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয়
৬. বিশ্বস্ত কথাপকথন
৭. আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা ভালো কাজ
৮. উত্তম রিজিক, সম্পদ,সুস্বাস্থ্য ইত্যাদি ।💚

fans Shams Mom vlog মাশরুফা আখতার শিমু আজমেরী মোরশেদা

গত বছর এ সময় যে আমার মোনাজাতে ছিলো,এখন সে আমার কোলে🥰 আলহামদুলিল্লাহ fans Shams Mom vlog
19/03/2025

গত বছর এ সময় যে আমার মোনাজাতে ছিলো,এখন সে আমার কোলে🥰 আলহামদুলিল্লাহ

fans Shams Mom vlog

17/03/2025

রাসুল (সা.) বলেছেন, "যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখবে, তার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে।"
(বুখারি, হাদিস: ২০১৪)

Address

Sadhur Mor
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Shams Mom vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share